Steemit এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন ১০ এ অংশগ্রহণ করার জন্য আপনার যা কিছু জানা দরকার.
Create this Cover On Canva
হ্যালো ন্যাটিভ পিপলস,
আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্টিম ফর বাংলাদেশ কমিউনিটি আসন্ন স্টিমিট এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন ১০-এর জন্য অন্যতম একটি কমিউনিটি হিসেবে নির্বাচিত হয়েছে। দ্বিতীয়বারের মতো স্টিমিট এনগেজমেন্ট চ্যালেঞ্জের জন্য নির্বাচিত হতে পেরে খুবই আনন্দিত। আমরা একটি অভিজ্ঞ দল নিয়ে সিজন ১০ পরিচালনা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
বিগত সিজন গুলোর পরিসংখ্যানে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশী ইউজারদের এঙ্গেজমেন্ট চ্যালেঞ্জে অংশগ্রহণ অন্যান্য দেশের তুলনায় খুবই নগণ্য । এঙ্গেজমেন্ট চ্যালেঞ্জ নিজেকে বিল্ড করার এবং প্রশস্ত অডিয়েন্সদের সাথে কানেক্ট হওয়ার একটি সুবর্ণ সুযোগ । তাই সকল ন্যাটিভ পিপলদের আগত সিজন ১০ এর চ্যালেঞ্জগুলোতে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে ।
বিগত চ্যালেঞ্জের এন্ট্রিগুলিতে, আমরা লক্ষ্য করেছি যে ব্যবহারকারীরা বেশ কিছু ভুল করেছে এবং অনেকেই তাদের এন্ট্রিগুলোতে অবৈধ উপায় অবলম্বন করেছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়।
তাই এই পোস্টের মাধ্যমে, আমি ব্যবহারকারীদের কিছু দিকনির্দেশনা দিতে চাই এবং অনুরোধ করতে চাই তারা যেন সব ধরনের অবৈধ উপায় এবং বদ অভ্যাস থেকে বিরত থাকে ।
❌Plagiarism:
এনগেজমেন্ট চ্যালেঞ্জে আপনার প্রতিটি এন্ট্রি অবশ্যই সম্পূর্ণ অরিজিনাল হতে হবে এবং আপনার সেরা সৃজনশীল উপায়ে উপস্থাপন করতে হবে যাতে আপনি আপনার এন্ট্রিতে ভাল রিওয়ার্ড অর্জন করতে পারেন এবং চ্যালেঞ্জে বিজয়ী হতে পারেন । যে কোন ধরনের খারাপ অভ্যাস এড়িয়ে চলুন। আমাদের কমিউনিটিতে প্লাগারিজম কঠোরভাবে নিষিদ্ধ । যাদের এন্ট্রিতে কোনো ধরনের প্লাগারিজম পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ।
আপনার এন্ট্রিগুলোতে প্লাগারিজম পরীক্ষা করার জন্য আমরা যে টুলসগুলো ব্যবহার করব সেগুলো হলো :
- https://www.duplichecker.com/
- https://smallseotools.com/plagiarism-checker/
- https://www.quetext.com/plagiarism-checker
- https://copyleaks.com/plagiarism-checker
❌ AI দিয়ে কন্টেন্ট তৈরি:
পূর্ববর্তী চ্যালেঞ্জগুলিতে, আমরা দেখেছি অনেক ব্যবহারকারী AI জেনারেটর টুলসের সাহায্যে তাদের এন্ট্রি তৈরি করেছেন এবং এআই জেনারেটর দিয়ে তৈরি কন্টেন্ট প্লাগারিজমের অন্য একটি রূপ হিসাবে বিবেচনা করা হয়। সকল অংশগ্রহণকারীদের সৃজনশীলতার মাধ্যমে সম্ভাব্য সর্বোত্তম উপায়ে চ্যালেঞ্জগুলিতে অংশগ্রহণ করার জন্য এবং কোনও ধরণের AI জেনারেটর টুলস ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে ।
আপনার এন্ট্রিগুলোতে AI পরীক্ষা করার জন্য আমরা যে টুলসগুলো ব্যবহার করব সেগুলো হলো :
- https://openai-openai-detector.hf.space/
- https://www.zerogpt.com/
- https://gptzero.me/
- https://copyleaks.com/ai-content-detector
❌ কপিরাইট লঙ্ঘন:
এনগেজমেন্ট চ্যালেঞ্জ এন্ট্রিতে একটি আকর্ষণীয়ভাবে উপস্থাপনার জন্য ছবি প্রয়োজন। আমরা লক্ষ্য করেছি যে অনেক ব্যবহারকারী জ্ঞাতসারে এবং অজান্তে কপিরাইট লঙ্ঘন করে। আমরা আপনার নিজের আসল ছবিগুলি ব্যবহার করার বা আপনার এন্ট্রিগুলিতে কপিরাইট-মুক্ত ছবিগুলি ব্যবহার করার পরামর্শ দিচ্ছি ৷ নীচে কিছু কপিরাইট ফ্রি ছবির ওয়েবসাইট দেওয়া হলো যেখানে আপনি আপনার বিষয় সম্পর্কিত হাজার হাজার কপিরাইট ফ্রি ছবি পেয়ে যাবেন ।
আপনার ছবি গুলো কপিরাইট ফ্রি আছে কিনা সেটি পরীক্ষা করার জন্য আমরা যে টুলসগুলো ব্যবহার করব সেগুলো হলো :
- https://smallseotools.com/reverse-image-search/
- https://images.google.com/
- https://tineye.com/
- https://www.bing.com/visualsearch
✅ স্টিমএক্সক্লুসিভলী:
আমাদের কমিউনিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হল আপনার বিষয়বস্তু স্টিমএক্সক্লুসিভ হতে হবে। এটা শুধু আমাদের কমিউনিটির নীতি নয়; এটি এই প্ল্যাটফর্মের একটি মূল নীতি। "steemexclusively মানে হল যে উপাদানগুলি শুধুমাত্র Steemit-এ আপনার কন্টেন্ট তৈরি করতে ব্যবহার করা হয় ৷ এর অর্থ হল এমন সামগ্রী বা উপাদান যা আপনি আগে অন্য কোনো প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেননি ৷ আপনার এন্ট্রিগুলিতে যতটা সম্ভব সততা এবং সত্যতা দেখানোর চেষ্টা করুন ৷
✅ বার্নস্টিম২৫:
বার্নস্টিম২৫ হল Steemit টিমের অন্যতম সফল উদ্যোগ, যা Steem গ্রোথে ব্যাপক সাড়া ফেলেছে । বার্নস্টিম২৫ দ্বারা, আপনি আপনার এন্ট্রিগুলিতে ভাল রিওয়ার্ডস অর্জনের সম্ভাবনা বাড়াতে পারেন । যাইহোক, অনেক ব্যবহারকারী, বিশেষ করে যারা নতুন, তারা এই ট্যাগ ব্যবহারে একটি বড় ভুল করে।
আপনার মনে রাখা উচিত যে আপনি যদি bursteem25 ট্যাগ ব্যবহার করতে চান, তাহলে আপনাকে @null-এ 25% ভেনেফিসিয়ারি অবশ্যই সেট করতে হবে। আপনি কীভাবে আপনার এন্ট্রিতে বার্নস্টিম২৫ ব্যবহার করবেন সে প্রক্রিয়াটি নীচে দেওয়া হল ।
- প্রথমত উপরোক্ত নির্দেশনা মতো advance setting অপশনে যেতে হবে.
- দ্বিতীয় ধাপে আপনি এমন একটি ডায়ালগ বক্স দেখতে পাবেন . ক্লিক Add account এবং ২৫% ভেনেফিসিয়ারি হিসেবে @null একাউন্টে সেট করুন.
- আপনার কাজ প্রায়ই শেষ ,এখন শুধু save এ ক্লিক করুন.
- এইভাবে আপনি সফলভাবে ভেনেফিসিয়ারি সেট করতে পারবেন.
আসন্ন Steemit এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন ১০-এ আপনারা সকলের অসাধারণ এবং ক্রিয়েটিভ এন্ট্রিগুলো দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ।
👉স্টিম ফর বাংলাদেশ কমিউনিটির লিডারশিপ টিম
No | Username | Title |
---|---|---|
1 | @msharif | ADMIN FOUNDER |
2 | @ripon0630 | ADMIN FOUNDER |
3 | @mostofajaman | MOD |
4 | @mdkamran99 | MOD |
5 | @enamul17 | MOD |
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই, এত সুন্দর করে রুলস গুলো উপস্থাপন করার জন্য। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো এই রুলস গুলোকে। এই এনগেজমেন্ট কনটেস্ট সিজন ১০ আমাদের জন্য বড় সুযোগ নিজেকে স্বপ্নের গন্তব্যে পৌছানোর। ভালো থাকবেন ভাই।
https://twitter.com/ariful_yousuf/status/1662431255584190465?t=_-i1zbxt6bF8cphMzgQNxg&s=19
Assalamu Alaikum brother, I hope you are well. I am very happy that I can participate in the engagement competition organized by our country's community. So I will participate in every engagement contest, inshallah. I thank you all for always giving us the right guidance. So good luck to you.
@ripon brother
Thank you presented everything.This is very important rule and it explains throughly.I shall participate the engagement challenge.
ধন্যবাদ ভাই আমাদের রুলস গুলো মনে করিয়ে দেবার জন্য। আমি অবশ্যই এংগেঞ্জমেন্ট পোষ্ট গুলো করার সময় এই দিক গুলো মেনে পোষ্ট করবো।
@hasina78
Thank you so much for sharing the wonderful experience beautifully arranged. I will always remember. We will always strive to experience your experience.
অনেক ধন্যবাদ ভাইয়া, নিয়মগুলো আবার আমাদের জন্য উপস্থাপন করার জন্য। যা জানার খুব প্রয়োজন ছিল। 😊😇
Thank you brother for presenting and explaining the rules in our Steemit Engagement Challenge. I will definitely join the Steemit Engagement Challenge.
সুন্দর একটি পোষ্টের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এ ধরনের একটি পোস্ট আসলে আমাদের খুবই প্রয়োজন ছিল এতে করে অনেকেই অনেক কিছু বুঝতে পেরেছে আশা করছি সামনের দিকে আরো বেশ কিছু তথ্য নিয়ে হাজির হবেন।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, নিয়মগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।