স্বপ্ন এবং বাস্তবতা...............

in Steem For Bangladesh2 years ago

প্রিয় বন্ধু মহল,

আশা করি, আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যদি ভালো না থাকেন তাহলে সম্প্রদায় গুলিতে আপনি কাজ করতেন না। আপনার সুস্বাস্থ্য কামনা করি। যদি পারেন আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আপনাদের মত সুস্থ এবং ভালো থাকতে পারি।

প্রিয় ভাইয়েরা,

স্বপ্ন এবং বাস্তবতা এক না। এই কথার সাথে কে কে রাজি আছেন, একটু মন্তব্য জানাবেন। আপনার মন্তব্য নিয়ে আমি চেষ্টা করব পরবর্তী পোস্টে কিছু লেখার।

আচ্ছা বলুন তো,


স্বপ্ন কি?
বাস্তবতা কি?

pexels-karyme-frança-1535907.jpg

উৎস

স্বপ্নঃ-


চলুন, আমরা আগে স্বপ্ন নিয়ে স্বপ্নের জগত থেকে ঘুরে আসি। কেউ স্বপ্ন দেখে ঘুমিয়ে, কেউবা দেখে জেগে জেগে, আবার কেউবা থেকে হাঁটতে হাঁটতে, কেউবা দেখে বসে বসে। বলতে পারেন, আমি কেন এতগুলো শব্দ ব্যবহার করেছি?
একেক ভাবে মানুষ স্বপ্ন দেখে থাকেন। একেক ভাবে স্বপ্ন দেখা মানে একেক ভাবে চিন্তা করা। আচ্ছা, আপনি যদি ঘুমিয়ে স্বপ্ন দেখেন তা হয়তো ভবিষ্যতের জন্য দেখে থাকেন অথবা বিগত দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে স্বপ্ন গুলো দেখে থাকেন। বাকি যেগুলো কথা বলা আছে সেগুলো হচ্ছে,

  • জীবনে সুন্দর ভাবে চলার জন্য
  • নিজের অর্থনৈতিক অবস্থা সচল করার জন্য
  • নিজের চাহিদা পূরণ করার জন্য
  • পরিবারকে খুশি রাখার জন্য
  • সমাজে সবার সামনে মাথা উঁচু করে চলার জন্য।

কেউ স্বপ্ন দেখে আমি যদি কোটিপতি হতাম, তাহলে আমার পরিবার-পরিজন সবাইকে নিয়ে ভালো থাকবো। কিন্তু এই স্বপ্ন কখনো কি সম্ভব পূরণ করা।

আমি যতটুকু জানি ১০০ জন মানুষের মধ্যে সর্বোচ্চ ৫ জন মানুষ এই স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারে। আর বাকি ৯৫ জন মানুষ পূরণ করতে পারে না। ৯৫ জন মানুষের মধ্যে অর্ধেক বা ৫০% মানুষ স্বপ্ন পুরন করার আগেই হাল ছেড়ে দেই। বাকি ৫০% মানুষ স্বপ্ন পূরণের দ্বারপ্রান্ত থেকে দূরে চলে আসে। এখানেই হচ্ছে বাস্তবতা। প্রতিটি মানুষ স্বপ্ন দেখে জীবনে সুখে থাকার জন্য।

pexels-nandhu-kumar-3991311.jpg

উৎস

বাস্তবতাঃ-


স্বপ্ন যেমন মানুষ দেখতে পারে ঠিক তেমনি বাস্তবতা নিয়ে কাজ করতে পারে না বা বাস্তবতা সাথে স্বপ্নের মিল রেখে চলতে পারে না। মনে করুন, আপনি একটি ফিল্ম বা ছবি বা মুভি দেখছেন। এগুলো কি আপনারা বাস্তবতার সাথে কোন মিল আছে? আমার মনে হয় না। ফিল্ম বা ছবি বা মুভি এটি একটি স্বপ্নের মত।

বাস্তবতার সাথে স্বপ্নে কোন মিল থাকবে না। বাস্তবতা বড়ই কঠিন। আপনি স্বপ্নের মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন কিন্তু বাস্তবতায় আপনি কিছুই পাবেন না। কিছু অর্জন করতে হলে আপনাকে অনেক কষ্ট সাধন করতে হবে। যা সবার মাধ্যে সম্ভব না। যারা বাস্তবতা সম্মুখীন আছেন তারা একমাত্র বলতে পারবে বাস্তবতা কি জিনিস। বাস্তবতা মানুষকে কত কিছু শিখিয়ে থাকি। যা স্বপ্নের মাধ্যমে শিখতে পারবেন না। পৃথিবীতে চলা চলার সময় আপনার বা আমার সাথে যা ঘটছে ঘটছে সবই হচ্ছে বাস্তবতা। চোখের সামনে যা দেখছেন তাই বাস্তবতা। কাল্পনিক জগত আর বাহ্যিক জগত অনেক ভিন্ন। আপনি চেষ্টা করলেও দুই জগতকে একসাথে করতে পারবেন না বা একসাথে মিলাতেও পারবে না। তাই বাস্তবতা এবং স্বপ্ন নিয়ে কখনো কারো সাথে তর্কে যাবেন না।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

Plz, verify yourself first.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61896.22
ETH 2413.79
USDT 1.00
SBD 2.66