"Profession I would be in now if my childhood dream came true|| Fasion designer

in Steem For Bangladeshlast year (edited)
আসসালামুয়ালাইকুম

আমি রাবেয়া

আমি বাংলাদেশের মেয়ে
আজকে আসছি আমি আমার ছোট বেলায় আমার কি স্বপ্ন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করতে ছোট বেলায় সবাই অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখে বড় হয়ে অনেকের স্বপ্ন পূরণ হয় অনেকের হয় না ।

এরকম একটি গল্প নিয়ে আজ আমি লিখবো
আর আমাদের এই ছোট বেলার স্বপ্নের কথা শেয়ার করার জন্য সুযোগ করে দিয়েছে @msharifভাই
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য

What profession did you dream of joining as a child and why?

আমার ছোট বেলা থেকেই স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া ফ্যাশন ডিজাইনে
ছোট থেকেই কাপড় কাটিকুটি করে ছোট ছোট জামা বানাতাম আর ড্রয়িং করতাম ,আর খুব ফ্যাশন করতাম
তাই সবাই বলতো বড় হয়ে ফ্যাশন ডিজাইনার হবি তুই তাদের কথা শুনে শুনে স্বপ্ন মনে গেথে গিয়েছিল।

fashion-511494_1280.jpg
Source

আমি যখন ছোট ছিলাম তখন বিভিন্ন সময় বিভিন্ন কিছু হওয়ার চিন্তা মাথায় আসতো সবার আসে কিনা জানিনা আমার আসতো
যেমন আমার একটা ভাইয়া আছে উনি উকিল উনি প্রায় ই আমাদের বাসায় বেড়াতে আসতো তো ওনাকে দেখে তখন আমার ইচ্ছে হতো আমি উকিল হবো তখন আমি খুব ছোট ক্লাস অন বা টু তে পড়ি এমন

তারপর যখন একটু বড় হচ্ছি রেগুলার স্কুলে যেতাম তখন ম্যাডাম দের দেখে ইচ্ছে হতো আমি টিচার হবো এমন ভাবে হটাৎ হটাৎ এটা ওটা হতে ইচ্ছে করতো যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমার ভাইয়া ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলো তখন ই আমার বড় আপার বিয়ে হলো দুলাভাই গার্মেন্টস ফ্যাক্টরি আছে ,পরের বছর আমার মেঝ বোনের বিয়ে হলো মেঝ দুলাভাই ব্যাংকার উনি ব্র্যাঞ্চ ম্যানেজার ।

তখন আমি মাত্র হাই স্কুলে ভর্তি হলাম আমি ছোট বেলা থেকেই খুব সৌখিন ছোট বেলায় মেয়েদের জামা ডিজাইন করে বানিয়ে দেয় মায়েরা দর্জি দিয়ে আমাকেও বানিয়ে দিতে চাইতো কিন্তু আমি ওগুলো পড়তে চাইতাম না আমি সবসময় ব্র্যান্ড এর ড্রেস পড়তাম সুন্দর সুন্দর ডিজাইন এর ছোট থেকেই আমি ফ্যাশন খুব পছন্দ করতাম এবং অভাবে চলতাম সেরকম ড্রেস পড়তাম

আব্বু একটা বেসরকারি কোম্পানিতে রাজশাহী বিভাবের ইনচার্জ ছিলেন ,এজন্যই আমার ফ্যাশন করতে অসুবিধা হতো না ,আমি ছোট বেলা থেকেই পেইন্টিং করতাম , আমার একটা ছোট প্লাস্টিকের পুতুল ছিল ওটাকে সুন্দর সুন্দর ডিজাইন করে জামা বানিয়ে দিতাম , যখন একটু একটু করে বড় হচ্ছিলাম আমার পেইন্টিং আর জামা কাপড় বানানোর আগ্রহ বাড়ছিল কাপড় কাটাকুটি করতাম খুব তখন সবাই আমাকে বলতো ফ্যাশন ডিজাইনার হবি নাকি বড় হলে আমি বলতাম ফ্যাশন ডিজাইনার কি তখন আমার মেঝ দুলাভাই যিনি ব্যাংকার উনি আমাকে এই সম্পর্কে ধারণা দেয় , আমার ভাইয়া তখন ফ্যাশন ডিজাইনে ইঞ্জিনিয়ারিং করছে ,ভাইয়ার কথা বলে তখন আমার মন স্থির হয় আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবো ফ্যাশন ডিজাইনে।

আমাদের বাসার রোজ প্রথম আলো পত্রিকা আসতো পত্রিকার বিনোদন পেজ টা আমি নিয়ে যেতাম আর নায়কা দের ড্রেস দেখতাম
টিভি তে ফ্যাশন শো হতো সেগুলো দেখতাম
খুব ফ্যাশন করতাম তখন

What are the reasons behind that dream not being fulfilled? And if the dream has been fulfilled, are you now involved in your dream profession?

এভাবে স্বপ্ন দেখতে দেখতে সময় যেতে থাকে তারপর এসএসসি পাস করি আমি এখন আসলো আমার স্বপ্নের পথে হাঁটার আসল সময় ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পলিটেকনিক এ ভর্তির আবেদন করলাম চান্স ও পেয়ে গেলাম সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তি হওয়ার সময় আব্বুকে বলেছিলাম আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং করবো কিন্তু দেশের বাইরে আব্বু বলেছিল ঠিক আছে সময় আসুক দেখা যাবে
এদিকে আমার টেকনোলজি আসলো

IMG_20221109_103524.jpg

রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং আমার ইচ্ছে তো ফ্যাশন ডিজাইনার হওয়া তাহলে টেক্সটাইল বা গার্মেন্ট ডিজাইন এ চান্স হলে ভালো হতো
কিন্তু হলো না কি আর করার ডিপ্লোমা করলাম রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং থেকে ডিপ্লোমা শেষ করলাম গত বছর বিএসসি তে ভর্তি হবো তখন আব্বুকে বললাম আব্বু বললো মেয়েকে বাহিরে রেখে পড়াবো না এখন সময় ভালো না ,

তারপর মধ্যে আবার ইডেন কলেজের কিছু অনৈতিক কাজ ভাইরাল হলো এটা দেখে আব্বু আরো বাহিরে রাখবে না বলে দিয়েছে
আব্বুকে অনেক বুজলাম কিন্তু কোনো কাজ হলো না ।
আমার মনটা ভেঙে গেলো আমার ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা হয়তো আর পূরণ হবে না
অনেকদিন মন খারাপ করে থাকতাম
কিন্তু আমার স্বপ্নের কাজ থেকে দূরে থাকতে পারবো না বলে আমি ডিজাইনের কাজ শুরু করলাম

Highlight the differences between your current profession and your childhood dream profession Briefly discuss which one feels best to you

মাঝে আসলো করোনা এই করোনা টাইমে আমি বাসায় বসে শুরু করলাম অনলাইনে কাজ ডিজাইন এর ড্রেস ডিজাইন ,মাস্ক তৈরি, করোনা সময় আমি মাস্ক সেল করেছি অনেক,
এখন বর্তমান শাড়ি পাঞ্জাবি তে কাজ করে সেল করি।

IMG_20230211_120336.jpg

এগুলো করতে করতে আমার মনে আবার ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা আবার আসলো খুব প্রবল ভাবে
ভেবে রাখলাম ডিপ্লোমা শেষ করে বিএসসি তে ভর্তি হব ফ্যাশন ডিজাইনে
এখন আলহামদুলিল্লাহ একটা ফেসবুক পেজ খুলে অনলাইনে আমার নিজের হাতে ডিজাইন করা ড্রেস সেল করি।

আমার দুঃখ একটা আমি ফ্যাশন ডিজাইনে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পড়লাম না
এখনো স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা আছে দুয়া করবেন আমার স্বপ্ন যেনো পূরণ হয়
আমার তিনজন বন্ধুকে ইনভাইট করছি এখানে @aparajitoalamin
@rubina
@bakul1
আজ এই পর্যন্তই
আল্লাহ হাফেজ

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67467.65
ETH 3470.01
USDT 1.00
SBD 2.71