A Tutorial On Making A Street Lamp Post
ব্যবহৃত উপকরণ
কাগজ
পেন্সিল
ব্রাশ
কালার
স্কেল
ধাপসমূহ
Step- I
একটি ষড়ভুজাকৃতির ল্যাম্প আঁকি। সাধারণত আমরা রাস্তার পাশে যে ল্যাম্প পোস্ট গুলো দেখতে পাই এবং রাতে আলোর সরবরাহ দিয়ে থাকে এই ল্যাম্পপোস্ট গুলো কাচের একটি আবরণ দ্বারা আবৃত থাকে। এই আবরনটি দেওয়ার কারণ হলো যেন এর ভেতর পানি কিংবা অন্য কিছু প্রবেশ করতে না পারে। প্রথমেই আমি কাঁচের ল্যাম্পপোস্টের এই অংশটি অংকন করি।
Step-II
দ্বিতীয় ধাপে আমি আমার ল্যাম্পপোস্টটি আঁকানো সমাপ্ত করি। এটি খুব সহজেই সমাপ্ত করতে পেরেছি কেননা এখানে খুব জটিল কাজ নেই। ল্যাম্পপোস্টের স্ট্যান্ড আঁকানোর জন্য আমি স্কেল ব্যবহার করেছি যেন তা সোজা হয় কেননা কখনোই কোন ল্যাম্পপোস্টের স্ট্যান্ড বাঁকা আকৃতির হতে পারে না। এভাবে আমি পেন্সিল দিয়ে আমার বিষয়বস্তুটি এঁকে সমাপ্ত করি।
step-III
তৃতীয় ধাপে আমি রং নিয়ে কাজ শুরু করি। এখানে আমি হিমি ওয়াটার কালার ব্যবহার করব। এই কালার ব্যবহার করার পূর্বে আমি পুরো চিত্রটিতে পানি ব্রাশ করে নিয়েছি। পানি ব্রাশ না করলে রং এখানে সঠিকভাবে বসানো যাবে না। আমি ছোট একটি ব্রাশের সাহায্যে পানি ব্রাশ করে দিয়েছি। ছবিতে হয়তোবা আপনারা পার্থক্য বুঝছে বুঝতে পারছেন না কিন্তু অবশ্যই আপনারা এই ধরনের ছবি আঁকানোর সময় পানি ব্রাশ করে নিবেন।
Step- IV
এই ধাপটি আঁকাতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমি আকাশী কালার দিয়ে ল্যাম্পটির চারপাশে রং করে নিয়েছি। এইখানে আমি খুব বেশি রঙের ব্যবহার করিনি। আমার আজকের চিত্রটি ছোট হওয়ায় রঙ খুবই কম ব্যবহার করা হয়েছে।
Step-V
ল্যাম্পের চারপাশের রং করা শেষ হলে আমি ল্যাম্পটি রং করতে শুরু করি। এখানে আমি অলিভ বা জলপাই কালার ব্যবহার করেছি ল্যাম্পপোস্ট রং করার জন্য। শুধুমাত্র কাচের অংশগুলোতে আমি অলিভ কালার ব্যবহার করব কিংবা ছবিতে আপনারা বুঝতেই পারছেন দুটি অংশে কলেজ কালার ব্যবহার করেছি এবং প্রতিফলন বোঝানোর জন্য কিছু অংশ হালকা সাদা রেখেছি।
Step- VI
এই ধাপটি আমি কালো কালার ব্যবহার করে ল্যাম্পপোস্টের ডিটেইলস এঁকে ফেলি। ল্যাম্পপোস্টের ডিটেলিং করার পর সেটি কতটা ফুটে উঠেছে তা আপনারা ছবি দেখলেই বুঝতে পারছেন।
Step-VII
সবশেষ থাকে আমি গাছের কিছু শাঁখা-প্রশাখা আঁকি এবং সবুজ ছোট পাতা দিয়ে দিই। আমার ছবি আঁকা শেষ হলে আমি একটি সেলফি তুলি। আশা করি আপনাদের কাছে এটি ভালো লেগেছে। আমাকে জানাবেন আউটলুক কেমন হয়েছে।
Support @pennsif and @pennsif.witness for the growth of this creative platform. Vote for @pennsif.witness here
Upvoted! Thank you for supporting witness @jswit.
💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on 🧵"X"🧵 by the account josluds
@tipu curate
Upvoted 👌 (Mana: 2/7) Get profit votes with @tipU :)
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Your image looked amazing and from the beginning to the end you explained very well how to start the image and how to paint in the middle of the mind image and how we can create color processes in the beginning. Pretty much you like everything and your picture lastly looks very nice looking very clear street name looks very clear good luck to you
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য। যেকোনো আর্ট পোস্টে তুলনামূলক বেশি সময় লাগে কেননা এখানে আর্ট করার জন্য এবং পোস্ট লেখার জন্য আলাদাভাবে সময় লাগে। আপনাদের প্রতিটি মন্তব্য আমাকে সবসময় উৎসাহিত করে নতুন পোস্ট তৈরি করার।
Hello sister, how are you? Thank you very much for giving us the opportunity to see such a beautiful art post. What I like the most is that you explain very simply how to make a lam post from start to finish, step by step with each ingredient and materials. Seeing that any man can throw this lamp post is really admirable. Thank you very much, stay well sister.
আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যে কোন টিউটোরিয়াল পোস্ট পাবলিশ করার পূর্বে বেশ সময় ব্যায় করতে হয় এবং যখন যে কোন টিউটোরিয়াল পোস্টে আপনাদের মন্তব্য পাই তখন আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।
"Wow, আপনার কোর্টেইন ছবি অত্যন্ত সুন্দর! 🌹💐 I love how ল্যাম্পপোস্ট, গাছ এবং ফুলের ডিটেইলস আপনি কালো কালার দিয়ে অঙ্কন করেছেন! 🖌️ The way সেলফি তুলেছেন আমাকে হাসি দেয়! 😊
এই ধাপগুলিতে শর্টলি ব্রাউজ করা অত্যন্ত ভালো ছিল, আমি সবদিন আপনার পোস্টে ফলিও! 🙏
সুইচ অন করুন @xpilar.witness ডট wittness এবং ভয়াতার জন্য 1 পেম দিন, আপনি https://steemitwallet.com/~witnesses এ যেতে হবে।"