You are viewing a single comment's thread from:
RE: Contest 📢 : 🔥"Global warming"🔥
দিন দিন গ্লোবাল ওয়ারমিং বৃদ্ধি হতে থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মানুষ অক্সিজেনের অভাবে এবং খাবারের অভাবে মারা যাবে . পরবর্তী প্রজন্ম এর ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও নিজ নিজ স্থান থেকে গাছ লাগানোর এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে. আমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য অবশ্যই আমাদেরকে পরিবেশ সুরক্ষিত রাখতে হবে এবং প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে অতি দ্রুত.
আমাদের স্লোগান হওয়া উচিত এরকম '' গাছ লাগান ভবিষ্যৎ বাঁচান''
অবশ্যই ভাই।গ্লোবাল ওয়ার্মিং রোধে আমাদেরকে গাছ লাগাতে হবে এবং গাছ কাটা বাদ দিতে হবে।
আমরা গাছ লাগাবো এবং ভবিষ্যৎ বাচাবো।