You are viewing a single comment's thread from:
RE: Steem For Bangladesh Application for Booming support
আমরা সৎ এবং পরিশ্রমী এডমিন মোডারেটর পেয়েছি. অত্যন্ত সুন্দরভাবে তারা আমাদের এই কমিউনিটি পরিচালনা করছেন. এই কমিউনিটি নিয়ে আমাদের অনেক চাওয়া পাওয়া রয়েছে. যখন আমি এই কমিউনিটিতে একজন সাধারণ ইউজার হিসেবে কাজ করতাম তখনও এই কমিউনিটিকে খুব ভালবাসতাম এবং কমিটির ভালো চাইতাম.
বর্তমানে এই কমিউনিটির ইউজারদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা করেছি সপ্তাহে দুই দিন. এখানে আমরা ইউজারদেরকে সঠিকভাবে দিকনির্দেশনা দেই এবং এই প্লাটফর্মের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করি এবং শেখার ব্যবস্থা করেছি. এই কমিউনিটির জন্য সবকিছুই স্যাক্রিফাইস করার মন-মানসিকতা আমাদের রয়েছে. আমরা সবসময় সৎ এবং পরিশ্রমই হয়ে কাজ করব এই প্রত্যাশা রেখে এবং এই কমিউনিটির উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করবো.