You are viewing a single comment's thread from:
RE: Steem For Bangladesh Application for Booming support
আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিটির এডমিন মহোদয় ও মডারেটররা খুবউ পরিশ্রমী এবং সহানুভূতিশীল ও তারা খুবই সহযোগিতা পরায়ন। তাদের সাথে কাজ করতে পেরে আমি খুবই কৃতজ্ঞ।
এখাননে শুধু আমি নিজেই সহযোগিতা পাই সেটা নয় বরং আমাদের এই কমিউনিটির অসংখ্য ইউজাররা সাপোর্ট পায় ও বিভিন্ন সমস্যার সমাধান খুজে পায়। আমি নিজেও অনেক সমস্যার সমাধান পেয়েছি এই কমিউনিটির দায়িত্বশীলদের থেকে।
আমরা যারা ইউজার, যারা সুন্দর সুন্দর পোস্ট ও সৃজনশীলতা প্রকাশ করেন, তাদেরকে যদি কোন ভাবে সাপোর্ট দেওয়া যায়, তাহলে আশা করি আরো ভালো কিছু হবে এবং লেখতে উৎসাহ পাবে। আশা করি আমাদের এই এপ্লাই প্লাটফর্মের উচ্চতর দায়িত্বশীলগন স্বু-নজরে দেখবেন।