Food for Mood | Season 6 | ক্ষুধার্ত পেটে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি (১০.০১.২০২৫]
খাবার খাওয়ার চেষ্টা
হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন আশা করছি। মহান আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে আমাকে এত ব্যস্ততার মধ্যে থেকেও প্লাটফর্ম। যে কারণে একবার শুকরিয়া নাই মানুষ বলি আলহামদুলিল্লাহ। চরিত্রহোক আজ এই সুন্দর মুহূর্তটি আমাকে উপহার দেওয়ার জন্য আমি আমার প্রতি আবারো কৃতজ্ঞতা জানাচ্ছি।ভাবছিলাম আজকে আমার প্রিয়া কে নিয়ে বাইরে যাব। তাকে সুন্দর একটা আমার তো উপহার দিব। যে কারণে মূলত তাকে গত একদিন আগেই বলে রেখেছি। যে আমরা আজকে বিকেলে বাহিরে যাব। রাতের খাবার খাওয়ার জন্য বাইরে যাব। তো যাওয়ার পিছনে একটা কারণ ছিল। এখানে একটা ভিসা এবং মাইগ্রেশন সেমিনার ছিল। যে সেমিনার উদ্দেশ্যে আমরা বের হই। বিকালের দিকে তারপর সেমিনার শেষ করে আমরা গিয়ে রেস্টুরেন্টে হাজির। তাকে সেই সুন্দর সারপ্রাইজটি দেওয়ার জন্য বসে পড়ি।
তারপর সেই তার প্রিয় খাবার নান রুটি এবং মুরগির কাবাব। খালি মুরগির কাবাব বললে ভুল হবে যদিও এটা তেলে ভাজা আগুনে পোড়ানো নয় যে কারণে মূলত আমরা এটাকে বারবিকিউব বলতে পারি না তো যাই হোক আমি এর নাম জানিনা তবে আমি এটাকে কাবা বলি চালিয়ে দিলাম। তারপর সেই সুন্দর মুহূর্তটা নান রুটি ছিল শসার সালাম একটা মুহূর্ত।
তো সব মিলে প্রায় বিকেলের দিকে অফিস টাইম যখন শেষ হয় তারপর রুমে চলে আসি এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। শত ব্যস্ততার মধ্যে নিজেকে এভাবে গুছিয়ে রাখার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সৃষ্টিকর্তার প্রতি। যিনি আমাকে সুন্দর মস্তিষ্ক দিয়ে চিন্তা করার সুযোগ দিয়েছেন সেই মহান রব্বুল আলামীনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মত এখানেই শেষ করতেছি।
Hi, Greetings, Good to see you Here:)