SEC-S10W4:-A terrible day of my life.steemCreated with Sketch.

আসসালামু আলাইকুম

কেমন আছেন, আমার সকল স্টিমেট বন্ধুরা। অবশ্যই আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন। খুবই আনন্দের সহিত আজকে আবারও আরও একটি এংগেজমেন্ট চ্যালেঞ্জে পার্টিসিপেট করছি। আশা করি আমার জীবনের সেই ভয়ানক ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব, যেটা হয়তো আমি কখনো ভুলবো না।

✅আপনার জীবনের সবচেয়ে ভয়ানক কোন দিনটি ছিল? সেদিন কি ঘটেছিল আপনার সাথে?

A terrible day of my life..png
design by Canva

প্রত্যেকটি মানুষের জীবনে এমন একটি ভয়ানক ঘটনা থাকে। যেটা সে চাইলেও ভুলতে পারবেনা। ঠিক তেমনি আমার জীবনে আমার চোখের সামনে এমন একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। যে ভয়ানক দুর্ঘটনার কথা আমার মাঝে মাঝেই অনেক যন্ত্রণা দেয়।

দিনটি ছিল দুই হাজার সাল, খুব সম্ভবত সোমবার ছিল, তখন ঘড়ির কাঁটায় দশটা পনেরো মিনিট, আমি তখন ইন্ডিয়াতে থাকতাম। ইন্ডিয়াতে মূলত কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম, যে অফিসে আমি কাজ করতাম সেই অফিসের ছাদে বসে ছিলাম, কয়েকজন বন্ধুরা মিলে।

আমার অফিসের সামনেই শহরে যাবার প্রধান সড়ক, সড়কটি আসলে খুবই যানজটের। যেখানে সব সময় অনেক বেশি গাড়ির ভিড় লেগে থাকে।

আর প্রায়ই শুনে এসেছি এখানে অনেক সময় এক্সিডেন্ট হয়। তবে কখনো ভাবতে পারেনি চোখের সামনে এমনভাবে একটি ভয়ানক দুর্ঘটনা দেখব।

আমি রাস্তার দিকে তাকিয়ে ছিলাম, আর হঠাৎ করেই একটি পাথরের ট্রাক ও একটি মোটরসাইকেল এর সাথে এক্সিডেন্ট হলো। মোটরসাইকেলে থাকা দুইজন আরোহী দেখলাম ট্রাকের পেছনের চাকায় পরল, আর একটা ঠাস করে একটা আওয়াজ হল।

যখনই আওয়াজটা হল, ট্রাক ড্রাইভার ট্রাক থামিয়ে পালিয়ে গেল। আর সাথে সাথে লোকজন জড়ো হয়ে গেল, যখন এটা দেখলাম তখন ভাবলাম গিয়ে দেখি নিচে কি হয়েছে।

যখন নিচে গেলাম আমি আপনাদের বলে বোঝাতে পারবো না সে যে কি এক দৃশ্য। যে দৃশ্য এখনো আমার মাঝে মাঝে মনে পড়ে, মনে পড়লে অনেক কষ্ট হয়। যে ব্যক্তিটি মূলত মোটরসাইকেল চালাচ্ছিল তার যে অবস্থাটা হল। সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়, সে ওই জাগায় মৃত্যুবরণ করেছে। যেভাবে সে গাড়ির চাকার নিচে এসেছে ওখানেই তার মৃত্যু হয়েছে।

কিন্তু আশ্চর্যজনক ঘটনা এটা যে তার সারা শরীরে কোথাও একটু আঘাতের চিহ্ন নেই। শুধুমাত্র তার মাথার ওপর দিয়ে ট্রাকের ওই চাকা উঠে গিয়েছে। আর তার মাথা একেবারেই হাতের তলির মতো পাতলা হয়ে গিয়েছে। তার মাথার সমস্ত কিছু ওই স্থান থেকে প্রায় ২০-৩০ হাত দূরে গিয়ে পড়েছে।

এই দিনটি ছিল আমার চোখের সামনে ঘটে যাওয়া একটা ভয়ানক দিন। যেটা আসলেই অনেক কষ্ট দেয় আমাকে, দুই দিনের এই দুনিয়াতে আমাদের কতটুকু দাম রয়েছে, আমরা চাইলেই আমাদের মৃত্যুকে আমরা আটকাতে পারবো না। কখন কার মৃত্যু হবে কেউ বলতে পারব না।

✅আপনার জীবনে কি একই ধরনের ভয়ানক ঘটনা বারবার ঘটেছে? যদি ঘটে তাহলে আপনি এটা থেকে কিভাবে নিজেকে দূরে রাখছেন?এবং সেই ভয়ানক দিনের কথা মনে পড়লে কি আপনার এখনো বুক কেঁপে ওঠে?

yoel-j-gonzalez-omRFB9rakQo-unsplash.jpg
Src

না সাধারণত আমার জীবনে তারপর থেকে এমন ভয়ানক ঘটনা নিজের চোখে কখনোই দেখিনি। আমার সামনে তেমন আমি এই ধরনের ভয়ানক ঘটনার সম্মুখীন হইনি।

তবে হ্যাঁ ওই অ্যাক্সিডেন্টটি দেখার পর থেকে আমি অনেকটা শুধরে গিয়েছি। আমি যখনই রাস্তাঘাটে চলাচল করি, অনেক সাবধানতার সাথে চলাচল করি। একটু ভুলের জন্য সারা জীবনের কান্না হতে পারে আমার পুরো পরিবারের।

আর অবশ্যই এটা সঠিক ওই ভয়ানক ঘটনার কথা মনে পড়লে আমার বুকটা নিজের অজান্তেই কেঁপে ওঠে। ভয়ে এতটা শিওরে উঠি যেটা বলে বোঝানো যাবে না।

✅আপনার জীবনের সেই ভয়ানক ঘটনা থেকে আপনি কি শিক্ষা নিয়েছেন এবং অন্যদেরকে এ ব্যাপারে আপনি কি বলতে চান?

harley-davidson-wdc9ZAiwBB4-unsplash.jpg
Src

ওই ঘটনা দেখার পর থেকে সবসময়ই আমি চেষ্টা করি, যখনই রাস্তাঘাটে চলাচল করি সাবধানতার সাথে চলি। যাতে এমন দুর্ঘটনা আমার জীবনেও যেন না ঘটে।

আসলে সত্য কথা বলতে জীবনে যদি দুর্ঘটনা যদি আসে সেটাকে কেউ ঠেকাতে পারবেনা। তবে যদি একটু সাবধানতা অবলম্বন করি, হয়তো আমাদের এই সুন্দর জীবনটা বাঁচতে পারে।

বাঁচা মরা সবই উপরওয়ালার হাতে, তবে নিজের চেষ্টাও একটু কাজে লাগাতে হবে। নিজেকেও একটু সাবধান থাকতে হবে, যদি সবকিছু মেনে আমরা রাস্তাঘাটে চলাচল করি, তাহলে দেখা যেতে পারে এমন দুর্ঘটনা নাও হতে পারে।

তাই আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে একটি কথাই বলব আপনারা যখনই রাস্তাঘাটে চলাচল করবেন। অবশ্যই সাবধানের সাথে চলাচল করবেন, যাতে এমন দুর্ঘটনা না ঘটে যায়। একটি দুর্ঘটনা শুধু একার জন্য নয়, পুরো পরিবারের জন্য। একটি দুর্ঘটনার কারণে পুরো পরিবার দুঃখের সাগরে ভাসতে পারে।

আশা করি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করলাম আপনাদের ভাল লাগবে। এবং সাথে সাথে আমি আমার তিনজন বন্ধুদের ইনভাইট করতে চাচ্ছি। তারাও যেন এই সুন্দর এনগেজমেন্ট চ্যালেঞ্জে তাদের জীবনের ভয়ানক একটি ঘটনা তুলে ধরতে পারে।
@radjasalman @ydavgonzalez @nainaztengra

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPkWYVMZfA9Q6rhsM8vr6s2GtfVnJEDNSAVyfhDN2xtHACqc7ZFQUoPFW61BRs...J1uXEcbhbB83zka8gw4r2JhLSJzbmcbyC7J7hGT7HMn39i5xHypsRGbGM5uBnF9QgvxMHdisxp28xDsDmJkedMaJ2FgshAUWQLi8iB7x1tqirx13cWvPEgCWA2.png

সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।

আল্লাহ হাফেজ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

আসলে কখন যে কি বিপদ চলে আসে তা কেউ বলতে পারে না। সবসময় সাবধানে চলাচল করতে হয়। একটু সতর্ক হয়ে চললে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।

Thank you so much for your feedback

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Loading...
 last year 

একটি ভয়ংকর ঘটনার সাক্ষী হয়েছেন আপনি। আসলেই এমন ঘটনা চাক্ষুস দেখলে সারা জীবন ভোলা যায় না।

@hasina78

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61025.71
ETH 2726.09
USDT 1.00
SBD 2.45