আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ
আজ ইংরেজি ৩রা নভেম্বর ২০২৪; বাংলা ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ রবিবার। চারপাশে নব ধানের গন্ধে ভরা কুয়াশাজড়ানো পরিবেশ আর রাতে চাঁদের ঝিকিমিকি করা হেমন্তের শুভেচ্ছা সবাইকে। আজ আমি আবারও আমার ডায়েরি লিখতে বসেছি।
আজ সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠি, বাড়িতে আসলে খুব সকালে ঘুম ভাঙে। এর পর ফ্রেশ হয়ে সকালে হাটতে বের হলাম। জ্ঞানীরা বলেন সকাল সকাল ঘুমাও সকাল সকাল উঠো; তবে আমি আমার ইচ্ছাতেই সকালে উঠে হাটতে বের হয়েছি। |
হাটাহাটি শেষ করে বাড়িতে ফিরে আসি। এসে মুড়ি মাখিয়ে সকালের নাস্তা শুরু করলাম। |
বিড়ালকেও কিছু দিলাম খাওয়ার জন্য। |
এই ছবিটি নিয়েছি একটা বিষয় চিন্তা করে,সেটি হচ্ছে এটি হচ্ছে তেজপাতা গাছ, একসময় ডালে ডালে পাতায় ভরপুর থাকতো। আমাদের সহ আশেপাশের বাড়িতে তেজপাতা কিনতে হতো না। কিন্তু এখন গাছটি মৃত, মৃত হয়েও মনে হচ্ছে আকাশের সাথে সখ্যতা রেখে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে।
এরপর আমি গেলাম চাল ভাঙাতে।চালের গুড়া দিয়ে পাপড় বানানো হবে। রাইস মিল কাছেই।যেতে আসতে অটোতে করে ১০ টাকা ভাড়া। আমি অটো নিয়েই গেলাম।
আমি ভাবছি বেশ দেরি হবে হয়তো। কিন্তু কাজের ছেলেটা আমায় অবাক করে দিয়ে ৫ মিনিটেই ভাঙিয়ে দিয়ে দিলো। আমি বাড়িতে ফিরে আসলাম চালের গুড়া নিয়ে।
এগুলো প্রথমে ভেবেছিলাম ইউরিয়া স্যার, কিন্তু না এগুলো হচ্ছে আমাদের এখানে সাবু/সাগু দানা। ভিজিয়ে রাখা হয়েছে, এগুলো দিয়েই পাপড়া বানানো হবে। |
প্রথমে সাগু দানা গুলো টুকরো করা কলাপাতায় অল্প রাখা হয়, এরপর উপরে হাত দিয়ে দানাগুলো দিয়ে বিভিন্ন ডিজাইন বানানো হয়। |
বাকি সবগুলো চাচিরা বানিয়েছে,আমি শুধু তদারকি করছি কলাপাতা লাগবে কি-না, রঙ লাগবে কিনা। |
এরপর এগুলো হালকা তাপ দেওয়ার জন্য একটা পাতিলে পানি বসানো হলো, ঢাকনা না দিয়ে পাতিলের মুখে চালনি দিয়ে চালনির উপরে কলাপাতা গুলো বসিয়ে দেওয়া হলো। জলীয়বাষ্প যেটা বের হবে এতেই তাপ লেগে সাবু দানা একটা আরেকটার সাথে আটার মতো লেগে যাবে।সব গুলো এভাবে গরম করার পরে একসাথে রাখলাম। এবার এগুলো রোদে দিতে হবে।
সব পাপড়া বানানো শেষ, এরপর রোদে দেওয়া হলো। |
এরপর বিকেল সাড়ে চারটার দিকে আব্বার সাথে বাজার করতে গেলাম। রিক্সায় করে বাজারে আসছি। |
আমরা খুব বেশি প্রয়োজন না হলে বড় বাজারে যাই না বাজার করতে, সব রেলক্রসিং বাজার থেকেই কিনি। এই বাজারের একটা নামও আছে, সমবায় বাজার তবে রেলক্রসিং বাজার বললেই সবাই বেশি চিনে।
আমরা বেশিরভাগ বাজার এই দোকান থেকেই নেই,আজকেও একই দোকান থেকেই যা যা পাওয়া যাবে সব নিয়ে নিবো।
আব্বা বাজারের লিস্ট বের করলেন,আমি বলে বলে দিচ্ছি আর দোকানদার কাকা সব রেডি করে দিচ্ছেন।মোট ২৯ ধরনের জিনিসপত্র আজকে কিনা হলো। সবগুলোর ডলার ও স্টিম প্রাইস নিচে দেওয়া হলোঃ
পণ্য ও পরিমাণ | টাকা | ডলার | স্টিম |
পোলাও চাল ১০ কেজি | ১০০০৳ | $8.36 | 47.82 |
সয়াবিন তেল ৭ লিটার | ১১৫০৳ | $9.62 | 55.00 |
জিরা ৩০০গ্রাম | ২১৬৳ | $1.80 | 10.33 |
এলাচি ৫০গ্রাম | ১৮০৳ | $1.50 | 6.61 |
দারুচিনি ১০০গ্রাম | ৭০৳ | $0.58 | 3.35 |
লং ২৫গ্রাম | ৭০৳ | $0.58 | 3.35 |
মহুরি ১০০গ্রাম | ৪০৳ | $0.33 | 1.91 |
মেথি ১০০গ্রাম | ৩০ ৳ | $0.25 | 1.43 |
মেজবানি মশলা ১ প্যাকেট | ১০০৳ | $0.83 | 4.78 |
পাঁচপোরন ১প্যাকেট | ৩০৳ | $0.25 | 1.43 |
ধনিয়া গুড়া ২০০গ্রাম | ১১০৳ | $0.92 | 5.26 |
হলুদ গুড়া ২০০গ্রাম | ১৪০৳ | $1.17 | 6.70 |
মরিচগুঁড়া ৪০০গ্রাম | ২৭০৳ | $2.25 | 12.91 |
টেস্টি লবন ১০০গ্রাম | ৪০৳ | $0.33 | 1.91 |
পেয়াজ ৪কেজি | ৪৪০৳ | $3.68 | 21.04 |
রসুন ১কেজি | ১৩০৳ | $1.08 | 6.22 |
আদা ১ কেজি | ২০০৳ | $1.66 | 9.54 |
রোস্ট মশলা ১ প্যাকেট | ৬৫৳ | $0.54 | 3.11 |
মসুর ডাল ২কেজি | ২২০৳ | $1.84 | 10.52 |
লবণ ২কেজি | ৮০৳ | $ 0.66 | 3.83 |
কাজু বাদাম ৫০গ্রাম | ১০০৳ | $0.83 | 4.78 |
চিনি ৫কেজি | ৬২৫৳ | $5.22 | 29.93 |
কিসসিম ২৫০গ্রাম | ১৫০৳ | $1.25 | 7.17 |
প্যাকেট দুধ ১কেজি | ৮২০৳ | $6.85 | 39.22 |
টিস্যু ২প্যাকেট | ১৪৫৳ | $1.21 | 6.93 |
জর্দা ১টা | ১১০৳ | $0.92 | 5.26 |
সরিষার তেল ২৫০গ্রাম | ১০০৳ | $0.83 | 4.78 |
কালোজিরা ৫০গ্রাম | ২০৳ | $0.16 | 0.96 |
মেরিল ১ পিস | ২৫৳ | $0.20 | 1.20 |
মোট | ৬৬৭৬৳ | $55.84 | 319.49 |
রাত প্রায় সাড়ে নয়টায় বাড়িতে আসলাম আমি আর আব্বা। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম।এরপর সব কিছু একটা রুমে গুছিয়ে রাখলাম।
আমার আজকের দিনলিপিতে সবকিছু ফুটিয়ে তুলতে পারিনি অবশ্য, তাও দিনলিপিটি পড়ার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ও হেমন্তের আবারও শুভেচ্ছা। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা।
Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server
Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia
Hi, Greetings, Good to see you Here:)