Papercraft Contest : Create anything from nothing : How to make a beautiful flower by tissue paper.||10-05-2023||
আসসালামু আলাইকুম, আল্লাহর নামে শুরু করলাম। কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। আমিও খুব ভালো আছি।
টিস্যু পেপার দিয়ে ফুল বানাতে আমাদের যা যা লাগবে তা হল
- টিস্যু পেপার
- বোতল
- সুতা
- আঠা
- কাচি
- কাটার
প্রথম ধাপ
প্রথমে আমরা পরপর দুইটা করে টিস্যু নিয়ে একটির পর একটি করে তিনটি টিস্যু নিয়ে নিব। তারপর টিস্যুটাকে আমরা তিন ভাজ করে নিব।
দ্বিতীয় ধাপ
তারপর টিস্যু টিকে একটি কাউচির সাহায্যে দুই পাশে সুন্দর করে ডিজাইন দিয়ে কেটে নিব। টিস্যুর দুই প্রান্তই খুব ভালোভাবে হাত দিয়ে কাউচির সাহায্যে সুন্দর করে কেটে নিতে হবে। তারপর টিস্যু টিকে পুরোপুরি মেলে নিতে হবে। টিসুটিকে পুরোপুরি মেলে নিয়ে একবার উপর দিকে একবার নিজ দিকে এইভাবে পুরো টিস্যু টি ভাঁজ করে নিতে হবে। যাতে এটিকে দেখে হাত পাখার মত মনে হয়। তারপর একটি সুতা দিয়ে ঠিক মাঝ বরাবর আমরা এটিকে পেঁচিয়ে বেঁধে নিব। যাতে এর ভাঁজগুলা খুলে না যায়।
তৃতীয় ধাপ
তারপর আমরা হাত দিয়ে টিস্যু পেপার এর যে স্তর গুলো আমরা দিয়েছিলাম সে এসটার গুলো একা করে খুলে নিব খুব সাবধানে এই কাজটি করতে হবে কারণ টিস্যু পেপার যেহেতু নরম হাতে টান লেগে যেকোনো সময় ছিড়ে যেতে পারে।এভাবে আমরা এক এক করে তিনটি পর্দায় খুলে নিব। এইভাবে একা করে দু'পাশের পর্দায় খুলে নিতে হবে। যাতে এটিকে দেখে একটি সুন্দর ফুল বলে মনে হয়। এভাবে আমি অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি। ফুল গুলা দেখেই যেন মনে হয় যে ফুলগুলো ফুটে আছে। একদমই তাজা ফুল মাত্র গাছ থেকে ছিড়ে আনা হয়েছে।
চতুর্থ ধাপ
এবার আমরা একটি মিডিয়াম সাইজের বোতল হাতে নিব।তারপর বোতলটির উপরের অংশ একটি কাটারের সাহায্যে কেটে নিব । এমন ভাবে বোতলটি কাটতে হবে যেন একটুও বাঁকা না হয়। তারপর উপরের যে অংশটা ওটিকে এক পাশে রেখে দিব। আর নিচে যে লম্ব অংশটুকু সেটিকে হাতে রেখে দিব। এবার এই লম্বা অংশটিকে একটি কাউচির সাহায্যে লম্বালম্বি করে কেটে নিব অনেকগুলা ভাগ করে কেটে নিব। কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে যে বোতলটি যেন একেবারে দু'ভাগ হয়ে না যায়। নিচের দিকটা যেন একত্রই থাকে। এভাবে করে আমি বোতলটিকে ১০ টি ভাগে ভাগ করে নিয়েছি। তারপর বোতলের যে লম্বা লম্বা অংশ আমি ভাগ করে নিয়েছি সেগুলোকে একটি বাঁকা করে রাখছি আর একটা সোজা করে রাখছি। মানে একটি বাইরের দিকে আরেকটি ভেতরের দিকে এভাবে রেখে দিয়েছি।
পঞ্চম ধাপ
এবার এই বোতলের যে কাঁটা অংশ তার উপরে আমি কাঠের আঠা লাগিয়ে একটি একটি করে ফুল বসিয়ে দিব সবগুলোর উপর। খুব সাবধানে এবং সময় নিয়ে এটিকে লাগাতে হবে। কারণ এই আঠাটি শুকাতে সময় লাগে। প্রথমে এটিকে আঠা লাগিয়ে তার ওপর ফুলটি দিয়ে কিছুক্ষণ চেপে ধরে রেখে দিতে হবে। ২/১ মিনিট চেপে ধরে রেখে দিলে দেখবেন যে ফুলটি বোতলের কেটে নেওয়া অংশের সঙ্গে লেগে গেছে। এভাবে সময় নিয়ে একে একে সব ফুল লাগিয়ে নিতে হবে। তারপর বোতলের যে মুখের অংশ আছে সেটিকে আমরা বোতলের নিচের অংশে আঠার সাহায্যে লাগিয়ে দিব। যাতে করে এটিকে দেখতে আরো বেশি সুন্দর লাগে।
এই ফুল বানানো কিন্তু একদমই সোজা। এই ফুল গুলা বানিয়ে আমরা আমাদের ঘরে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। যেমন টেলিভিশনের সাইডে টেবিলের উপর ফ্রিজের উপর রান্নাঘরে শোবার ঘরে বিভিন্ন জায়গায় এটিকে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়। এটি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়।
আপনারা চাইলে এই সুন্দর ফুলটিকে খুব সহজে বাসায় তৈরি করতে পারেন। আশা করি আজকের এই পোস্টটি আপনাদের খুব পছন্দ হয়েছে। আর হয়তোবা আপনাদের উপকারেও আসবে। আমি খুব সহজভাবেই ফুলটাকে বানানো চেষ্টা করছি এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনাদের মাঝে আজকের এই পোস্টটি উপস্থাপন করতে পেরে আমারও খুব ভালো লাগছে।
আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য।
আমার আমন্ত্রণকৃত তিন বন্ধু।
@fersonjase
@sinthiyadisha
@bakar495
A | B |
---|---|
পোস্টের ধরন | টিস্যু পেপার দিয়ে তৈরি ফুল |
তৈরিকারক | @juli009 |
ডিভাইস | vivo y12s |
লোকেশন | বাংলাদেশ |
সামান্য ট্যিসু পেপার দিয়ে কি অসাধারণ ফুলের ঝার তৈরি করেছেন। খুব সুন্দর হয়েছে আপনার কাজ। শুভ কামনা রইলো আপনার জন্য।
প্রিয় বোন।
আপনি খুব অসাধারণ একটা ক্রাফট আর্ট করেছেন।আপনার ক্রিয়েটিভিটির জন্য আপনি সত্যি প্রশংসার দাবিদার। টিস্যু পেপার দিয়ে যে কিছু বানানো যায়, আপনার আর্ট না দেখলে বুঝতাম না। এগিয়ে যান আপু।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে