"Profession I would be in now if my childhood dream came true - Tourist."

in Steem For Bangladeshlast year

আসসালামু আলাইকুম

শুরুতেই আমার স্টিমিট বন্ধুদের অনেক শুভেচ্ছা জানাই।আমাদের সবারই অনেক স্বপ্ন থাকে।যা আমরা ছোটবেলা থেকেই দেখে আসি।কিছু স্বপ্ন সত্যি হয় আবার কিছু হয় না।
কিছু স্বপ্ন আমরা নিজেরাই নির্বাচন করি আবার কিছু স্বপ্ন পরিবার আমাদের নির্বাচন করে দেয়।
যেমন আমাদের দেশের প্রায় প্রতিটা পরিবারেই সন্তান দের ডাক্তার ইন্জিনিয়ার বানাতে চায়।আবার আমরাও ছোটবেলায় কেউ যদি জিজ্ঞেস করত, তাহলে বলতাম বড় হয়ে ডাক্তার হব।
কিন্তু নিজের স্বপ্ন আসলে কি সেটা তখনও বুঝতাম না। ছোটবেলা কত কি ই তো ভাবতাম, কিন্তু ভাবনা আর বাস্তবতা দুই জিনিস।
আমি @msharif ভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি বিষয় এর উপর প্রতিযোগীতার আয়োজন করার জন্য। পেশা হিসেবে ছোটবেলায় কি স্বপ্ন ছিল আর এখন কোন পেশায় আছি তা আপনাদের সাথে শেয়ার করার এক সুবর্ন সুযোগ পেয়ে গেলাম।


contest.png
made by canva


What profession did you dream of joining as a child and why?

ছোটবেলায় কত কি ভাবতাম।কখনো ভাবতাম গায়িকা হব,কখনো নায়িকা আবার কখনো ডাক্তার আবার কখনো টিচার। কিন্তু আমি তখন ক্লাস সিক্স এ পড়ি সম্ভবত। তখন একটা অনুষ্ঠান হত টিভি তে ভ্রমন বিষয়ক। বাংলাদেশের বিভিন্ন জয়াগায় ঘুড়ত এবং সেসব জায়গার জনপ্রিয় জায়গা, খাবার এবং ঐতিহ্য তুলে ধরত সেই অনুষ্ঠানে। সেই তখন থেকেই আমি পর্যটক হবার সিদ্ধান্ত নেই।সেই অনুষ্ঠানের একটি পর্বও আমি মিস করতাম না।কোথায় কিভাবে যেতে হয়,সেখানে কি কি বিখ্যাত সব একটা ডায়েরি তে লিখে রাখতাম। আর বড় হয়ে সব জায়গা ঘুরব এমনটাই ভাবে রেখেছিলাম।দিন দিন আমার দেশ বিদেশ ঘোরার স্বপ্ন যেন বেড়েই যাচ্ছিল। নদী, পাহাড়, সমুদ্র, বন- জঙ্গল সব ঘুরে দেখব।


Untitled design.png
made by canva


What are the reasons behind that dream not being fulfilled? And if the dream has been fulfilled, are you now involved in your dream profession?

আমি আমার স্বপ্ন সত্যি করতে পারি নি। মেয়ে মানুষ তাই পরিবার থেকে কোথাও তেমন যাওয়ার অনুমতি ছিল না। আব্বুকে অনেক ভয় পাইতাম তাই সেভাবে বলতেও পারি নি কিছু।

আর সমাজে এখনো মেয়েদের জন্য সবকিছু করা এত সহজ হয়ে ওঠে না।তারপর আমার ও হয়ত কোন দুর্বলতা আছে।আমি সাহস করতে পারি নি। সমাজের বিপরীতে গিয়ে কিছু একটা প্রমান করার মত সাহস আমি করতে পারি নি।

Highlight the differences between your current profession and your childhood dream profession Briefly discuss which one feels best to you.

আলহামদুলিল্লাহ এখন আমি একটা সরকারী চাকুরিতে আছি। মানুষের সেবা করার চেয়ে মহান কাজ আর কি হতে পারে।শিশু এবং মহিলা নিয়ে আমার কাজ।তাদের স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

WhatsApp Image 2023-05-24 at 21.16.34.jpg

WhatsApp Image 2023-05-24 at 21.16.35.jpg


কিন্তু মনের মাঝে সেই ছোটবেলার স্বপ্ন কিন্তু এখনো বেঁচে আছে। পেশা হিসেবে না হোক নেশা মনে করে যখন সুযোগ পাই একটু ঘুরে আসি।কিন্তু সেভাবে আর হয়ে ওঠে না।

পরিবার, চাকরী সব কিছু মিলিয়ে তেমন আর সময় পাওয়া যায় না। নিজের স্বপ্ন নিয়ে ভাবার জন্য।
আমরা মেয়েরা এই একটা জায়গায় এখনো নিজের ইচ্ছে কে প্রাধান্য দিতে পারি না। আগে পরিবার এবং সমাজের কথা ভাবতে হয়।সব পেশায় মেয়েরা এখনো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না।

হয়ত আমার স্বপ্ন সত্যি করতে পারি নি কিন্তু আল্লাহ আমার জন্য যা ভালো ভেবেছেন তাই হয়েছে আমার সাথে। আমি আমার বর্তমান পেশা নিয়ে অনেক খুশি আছি। আলহামদুলিল্লাহ। তবে খুব মিস করি আমার স্বপ্ন কে।জীবন চলার পথে স্বপ্নের কথা প্রায় ভুলেই গেছি। মাঝে মাঝে মনে পড়ে তখন খুব খারাপ লাগে। আজকে আবার এই প্রতিযোগীতার সুবাদে আমার স্বপ্নের জগত থেকে ঘুরে আসলাম।


আমি এই প্রতিযোগীতায় @sahmie, @arbaz1, & @mateen005 কে আমন্ত্রণ জানাই।
ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য।
@ismotara
@Bangladesh থেকে

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqB7NTcamWpS7LfwizFdEFmu7DUzMCJEcPXPzunuRNzHtNpWXC3cQK2T2fEaef4CGZvuJFAMB3RJoRYhytoR4PZrNMzvcNNp3g5b8j8s4HWcSkiKxq3YeXZ8eEvWPgCz4hHWcmbFnaKtKNbV3QnFDNZmvgw2Z.gif

Sort:  

This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

 last year 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25No
Voting CSI[ ? ] ( 0.00 % self, 25 upvotes, 15 accounts, last 7d )
Period2023-05-24
Transfer to VestingPowerUp : 91.804 STEEM
Cash Out
00
Resultclub100

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.

 last year 

আপু খুব সুন্দর লিখেছেন। আমারা ছোটবেলায় কত কিছুই না হতে চাইতাম। সময়ের সাথে সাথে অনেক স্বপ্ন হারিয়ে যায় আবার অনেক স্বপ্ন মনের গভিরে বন্দী হয়ে যায়। শুভকামনা রইলো।

ধন্যবাদ
@hasina78

 last year 

ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য ও শুভকামনা রইল।

 last year 

Ma'am, you wrote very well. We, girls, weave many dreams in our minds from childhood, but how many of us get success, you are successful in life.

 last year 

Thanks, dear, for your nice comment.

 last year 

Apu, same to you thanks

 last year 

হ্যাঁ এটা সত্যিই আপনি আপনার ছোটবেলার স্বপ্নে পৌঁছাতে পারেননি কিছু বাধ্যবাধকতার কারণে কিন্তু আমার মনে হয় আপনি এখন যে সরকারি চাকরিটা করছেন সেটা আসলেই অনেক ভালো একটি কাজ। আপনার জন্য শুভকামনা রইল সব সময় ভালো থাকবেন।

 last year 

ধন্যবাদ ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি।কিন্তু তারপরও খুব মনে হয় আমার সেই ছোটবেলার ইচ্ছের কথা।

TEAM MILLIONAIRE

Your post has been successfully curated by @irawandedy at 50%.

Thank you for your committed efforts, we urge you to do more and keep posting high quality contests for a chance to earn valuable upvotes from our team of curators and why not be selected for an additional upvote in the weekly list of Top Contests.

 last year 

Thanks a lot.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59715.05
ETH 3186.24
USDT 1.00
SBD 2.42