"Profession I would be in now if my childhood dream came true - Journalist"

in Steem For Bangladeshlast year
আসসালামুয়ালাইকুম


আমিঃ @hasina78
দেশঃ @bangladesh

আমাদের প্রত্যেকেরই ছোটবেলাটা অনেক সুন্দর স্বপ্নময় থাকে। কারণ তখন আমরা একটা আনন্দময় স্বপ্নের জগতে বাস করি। যেখানে থাকে না পারিবারিক ও সামাজিক জীবনের বাঁধা নিষেধ ও রুঢ় বাস্তবতা। সে সময় জীবনটা থাকে আনন্দে ঝলমল রঙিন স্বপ্নে ঘেরা।

Dream Profession.png
image made by canva

What profession did you dream of joining as a child and why?

প্রতিটা শিশুর মত আমারও একটি চাইল্ড হুড ড্রিম ছিল। আমি চেয়েছিলাম জার্নালিস্ট হতে। খুব সম্ভবত বিটিভিতে একটা টেলকাম পাউডারের এড হতো যেখানে একটা মহিলা জার্নালিস্ট তার সংবাদ সংগ্রহের জন্য ঝড়-বৃষ্টি, আগু্ জলোচ্ছ্বাস সবকিছুকে মারিয়ে চলছে সংবাদ সংগ্রহের জন্য। সেই এড টি আমার শিশু মনের দারুণ রেখা পাত করেছিল। আমিও স্বপ্ন দেখা শুরু করেছিলাম যে আমিও একদিন এমন একজন জার্নালিস্ট হব। দুর্যোগ মোকাবেলা করে সমস্ত সংবাদ সংগ্রহ করে নিয়ে আসবো। মনে মনে অনেক কাহিনীও সাজাতাম যে জার্নালিস্ট হয়ে খুব ঝুঁকিপূর্ণ একটি কাজে গিয়ে সফলতার সাথে সেখান থেকে সংবাদ সংগ্রহ করে আসছি। ছেলে বেলার ছেলে মানুষী স্বপ্ন।

What are the reasons behind that dream not being fulfilled? And if the dream has been fulfilled, are you now involved in your dream profession?

আমার ড্রিম প্রফেশন থেকে আমি বহু ক্রোশ দূরে আছি। মানুষের সব স্বপ্নই কি সফল হয়, আমারটাও হয়নি। আমার স্বপ্ন সফল না হবার পেছনে প্রধান দুইটি কারণ কাজ করেছে বলে আমি মনে করি।

১। এক আমার পরিবারের অনীহা। আমার বাবা-মা মনে করেছেন মেয়ে হিসেবে এই প্রফেশন আমার জন্য কখনোই উপযুক্ত নয়। আর আমি আমার পরিবারের বড় সন্তান। ছোটবেলা থেকেই বাবা-মা যা পছন্দ করেছেন সেটাই মেনে নেওয়ার চেষ্টা করেছি ভালো লাগুক আর না লাগুক।

২। দ্বিতীয় কারণটি হচ্ছে আমাদের দেশের সামাজিক পরিপ্রেক্ষিত। আমাদের সমাজ অলিখিতভাবে মেয়েদের জন্য কিছু প্রফেশন সিলেক্ট করে রেখেছে। এর বাইরে কোন মেয়ে যদি সে প্রফেশনকে নিজের করে নিতে চায় তাহলে তাকে পরিবার ও সমাজ থেকে নানাবিধ বাধা ও সমস্যার সম্মুখীন হতে হয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল । আমি সেই বাধা গুলো অতিক্রম করে আমার পছন্দের প্রফেশনকে বেছে নিতে পারিনি।

Highlight the differences between your current profession and your childhood dream profession Briefly discuss which one feels best to you.

আমাদের বাঙালি মেয়েদের খুব সুন্দর একটা গুন আছে সেটি হচ্ছে নিজেকে পরিবার ও সমাজের সাথে খাপ খাইয়ে নেয়া।

আমিও তেমনি মেয়ে, মানিয়ে নিতে নিতে নিজের ড্রিম প্রফেশনের কথা ভুলেই গিয়েছিলাম। আজ এই কনটেস্ট এর টপিক্ দেখে সেই ছোট্টবেলার স্বপ্নের কথা মনে পড়ে গেল। @msharif ভাইকে ধন্যবাদ আমার ছোট বেলার স্বপ্নময় ক্ষণ টি ফিরিয়ে দেবার জন্য।

c8be54db-aeb2-4f70-8ba2-9873d4d600d4.jpg

আমি বর্তমানে একটি বিশেষ শিশুদের স্কুলে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে আছি। এই বাচ্চাদের সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে। এই অসহায় বাচ্চাদের জন্য যদি সামান্য কিছু করতে পারি তবে আমার মন এক অনাবিল আনন্দে ভরে ওঠে। আমি কি হতে চেয়েছিলাম আর এখন কি হয়েছে এটা নিয়ে আসলে আমি খুব একটা চিন্তা করি না। আমি আমার বর্তমান প্রফেশন নিয়ে খুশি আছি। এই বাচ্চাদের জন্য কাজ করে আমি আমার মনের ভেতর এক অনাবিল প্রশান্তি অনুভব করি। সবচেয়ে বড় কথা আল্লাহ আমার জন্য আমার এই বর্তমান প্রফেশনকে শ্রেষ্ঠ মনে করেছেন, তাই আমার এই প্রফেশন কে নিয়েই এগিয়ে যাওয়ার ইচ্ছে।

আমার কয়েকজন বন্ধুকে আমি এই সুন্দর কন্টেস্ট এ অংশ গ্রহন করার জন্য অনুরোধ জানাচ্ছি।

@enamul17
@mahadisalim
@memamun
@ismotara
@m-fdo

ধন্যবাদ

Sort:  
 last year 

এটা ঠিক যে সবার ড্রিম পূরণ হয় না। তবে তাই বলে কেউ থেমে থাকে না। আপনি এখন যে অবস্থানে রয়েছেন আমার কাছে মনে হয়েছে এটা একটা অসম্ভব ভালো কাজ এবং আপনি এই জগত খুবই ভালো ভাবে অতিবাহিত করছন। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ ভাই আমার জন্য উৎসাহ বাচক সুন্দর মন্তব্য করার জন্য। দোয়া করবেন যেন আমি আমার দায়িত্ব সঠিক ভাবে পালিন করতে পারি। ধন্যবাদ।

@hasina78

 last year 

আপু আমাদের বেশীরভাগ মানুষের ছোটবেলার স্বপ্ন পূরন হয় না। তারপরও তা মেনে নিয়ে এগিয়ে যেতে হয়।আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ।

 last year 

আলহামদুলিল্লাহ, আল্লাহ্‌ অনেক ভালো রেখেছেন। ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য।

 last year 

স্বপ্ন তো আমরা সবাই দেখি। কিন্তু খুব কম মানুষ ই সেই স্বপ্ন কে সত্যি করতে পারে। আমাদের সমাজ ব্যবস্হা এবং পরিবারে কথা চিন্তা করে আমরা মেয়েরা অনেক কিছু ই ছাড় দেই। আপনার ক্ষেত্রে ও তাই এবং আমার জীবনেও।
তবে এখন আপনি যে অবস্থানে আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন।এই বিশেষ শিশুদের সাথে দিনের অনেকটা সময় পাড় করছেন।এরজন্য অবশ্যই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন।
শুভকামনায়
@ismotara

 last year 

পরিবারের বড় মেয়ের ক্ষেত্রে মনে হয় এটা বেশী হয় আপু। আলহামদুলিল্লাহ্‌, আল্লাহ্‌ ভালো রেখেছেন, এই বিশেষ বাচ্চাদের সাথে কাজ করার সুযোগ দিয়েছেন। আপনার জন্যও শুভকামনা।

 last year 
Thank you very much for sharing a beautiful post, definitely stay active and comment, all the best for your post.
DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Support community 10 %
Voting CSI10.6 ( 0.00 % self, 97 upvotes, 60 accounts, last 7d )
Period2023-05-22
Transfer to VestingPowerUp : 230.564 STEEM
Cash Out
0
Result Club100

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.

 last year 

Thank you for reviewing my post.

 last year 

Ma'am, you wrote very well. We, girls, weave many dreams in our minds from childhood but few of us get success. You are now spending your time more beautifully among these lively children. In this and other ways, you are a success in life.

 last year 

Thank you, dear. I also love to read your writing. Sometimes I really surprised that how these little kids make my day delightful. Plz, pray for me that I can do something for them.

 last year 

Apu, same to you, thanks. I pray and always wish you all the best.

 last year 

It's admirable that you were already creating stories in your mind about your future endeavors as a journalist. Remember, hard work, dedication, and continuous learning can help you turn your dreams into reality. Best of luck on your journey to becoming a future.

 last year 

To be a journalist was my childhood dream. I am far away from it now. Thank you for your suggestion.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 58296.60
ETH 3064.91
USDT 1.00
SBD 2.26