নতুন ব্যবহারকারীদের জন্য একটি টিউটোরিয়াল পোস্ট || কিভাবে SBD থেকে Steem এ রূপান্তর করবেন? // How to convert SBD to Steem?

in Steem For Bangladesh10 months ago (edited)

English version is below.


20240305_044705_0000.png
ক্যানভা দ্বারা তৈরি।

শুভেচ্ছা প্রিয় বন্ধুরা,,
কেমন আছেন সবাই?আশা করি সকলেই ভাল ও সুস্থ আছেন? আজকে আমি এখানে উপস্থিত হয়েছি নতুন ও অন্যান্য কিছু ইউজারদের জন্য । যারা এই প্লাটফর্মে কাজ করছেন তারা Steem ও Steem Power এর সম্পর্কে জানলেও SBD বা Steem Dollars সম্পর্কে জানেন না এবং এটি কিভাবে রুপান্তর করে SBD থেকে Steem এ আনিবেন সেটা সম্পর্কে জানে না।

আজকে আমি আপনাদের জন্য এই পরিস্কার টিউটোরিয়ালটি নিয়ে এসেছি যেখানে আমি দুইটা উপায় ব্যবহার করে দেখাবো যে কিভাবে সহজেই ও সঠিক উপায়ে আপনারা SBD থেকে Steem এ বিনিময় করবেন।

তো চলুন দেখে নেওয়া যাক SBD থেকে Steem প্রক্রিয়া রুপান্তরের প্রথম উপায়:

ধাপ ১,

আমরা বেশিরভাগ সকলেই ব্রাউজার এর মাধ্যমে steemit এ কাজ করে থাকি। এখন আমরা SBD পাচ্ছি । আর SBD যেখানে জমা হচ্ছে সেই স্থানটি জানতে হবে আর এর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের Steemit এর প্রোফাইল হতে ওয়ালেটে ক্লিক করা যা নিচের ছবিতে স্পষ্টভাবে মার্ক করে দেওয়া হয়েছে।

IMG_20240304_164201.jpg

ধাপ ২,

ওয়ালেট এ ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে। যদি ওয়ালেট এ লগিং করা না থাকে তাহলে আমাদের ডানপাশে মার্ক দেওয়া আইকন এ ক্লিক করতে হবে এবং সেখান থেকে Sign In অপশন এ ক্লিক করতে হবে। পরবর্তীতে আমাদের Steemit ID এর Username ও পোস্টটিং কী দিয়ে লগিং করে নিতে হবে।

IMG_20240305_033757.jpg

IMG_20240305_033826.jpg

IMG_20240305_033542.jpg

ধাপ ৩,

লগিং করার পর এখন আমাদের স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর আমরা দেখতে পাবো Steem Dollars লেখা রয়েছে এবং আপনি যদি SBD পান তাহলে সেটা ওইখানে দেখাবে যেমনটা নিচের এই ছবিতে দেখতে পাচ্ছেন।

IMG_20240305_030732.jpg

ধাপ ৪,

এখন আমরা যদি SBD এমাউন্ট এর উপর ক্লিক করি তাহলে আমাদের সামনে ছোট একটি পপ-আপ দৃশ্য সামনে আসবে যেখান থেকে আমাদের Market অপশনটাতে ক্লিক করতে হবে।

IMG_20240305_031307.jpg

ধাপ ৫,

Market অপশনে ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে যেখানে আমরা 2টা প্রসেস দেখতে পারবো যার প্রথমটি হচ্ছে Buy Steem লেখা যেটা বাম দিকে উপরে দেখতে পাচ্ছেন। আর এটা হতে আমাদের SBD কে রুপান্তর করতে হবে। তো এর জন্য আমাদের নিচে SBD লেখা খালি ঘরটিতে নির্দিষ্ট এমাউন্ট লিখতে হবে যা আমরা রুপান্তর করে steem এ নেব যেমন আমি 1 SBD রুপান্তর করছি যার জন্য আমাকে ১৫.১২ liquid steem দিবে । এরপর আমরা ডান পাশে নিচে লেখা **Buy Steem এ ক্লিক করব।

IMG_20240305_031636.jpg

ধাপ ৬,

Buy Steem এ ক্লিক করার পর এখন আমাদের নতুন আরেকটি পেজে নিয়ে আসবে। এখন আমাদের এই অর্ডারটি কি কনফার্ম করতে হবে যার জন্য আমাদের OK অপশন এ ক্লিক করতে হবে। যা আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে।

IMG_20240304_165045.jpg

ধাপ ৭,

এখন আমদের এই অর্ডারটি সম্পন্ন করতে হলে আমাদের Steemit এর প্রাইভেট একটিভ কী ব্যবহার করতে হবে। তো আমরা এটা ব্যবহার করে Sign In করলে আমাদের অর্ডারটি সম্পন্ন হবে যা নিচের ছবিতে দেখতে পাচ্ছেন।

IMG_20240304_165346.jpg

Screenshot_2024-03-04-16-54-27-24_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

বিশেষ দ্রষ্টব্য: কিছু কিছু সময় দেখা যায় বা যাবে যে আমাদের অর্ডারকৃত Steem Wallet এ জমা হয় নাই। তো আমাদের বিচলিত হওয়ার কারণ নাই। মার্কেট এ এটা ওর্ডার রুপান্তর সম্পন্ন হওয়ার সাথে সাথে তা ওয়ালেট এ চলে আসবে। অনেক সময় সাথে সাথে হয়ে যায় এবং অনেক সময় কিছুটা দেরি হয়ে থাকে।

IMG_20240304_165512.jpg


IMG_20230115_235520.png


তো চলুন দেখে নেওয়া যাক SBD থেকে Steem প্রক্রিয়া রুপান্তরের দ্বিতীয় উপায়:

ধাপ ১,

দ্বিতীয় উপায়ে SBD থেকে Steem এ বিনিময় করার জন্য আমাদের প্রথমে ব্রাউজার এর গিয়ে Steemworld লিখে সার্চ করে টুলস এ প্রবেশ করতে হবে। এরপর ডানপাশের উপরে Sign In লেখা অপশনে ক্লিক করে যথারীতি ইউজারনেম ও পোস্টিং কী দিলে লগিং করে নিতে হবে।

IMG_20240305_035304.jpg

ধাপ ২,

এরপর আমাদের বামপাশের Dashboard লেখার উপর ক্লিক করতে হবে যা আমাদের নতুন পেজ এ স্থান্তর করবে।

IMG_20240305_035407.jpg

ধাপ ৩,

এখানে আমরা Orders নামে একটি অপশনে দেখতে পারবে যেখানে ক্লিক করলে নিচের দিকে নতুন একটা পেজ আসবে।

IMG_20240304_165843.jpg

ধাপ ৪,

এখন থেকে আমাদের একইভাবে বামপাশের Buy Steem টাকে বেছে নিতে হবে যা সংয়ক্রিয় ভাবে থাকে। এরপর আমাদের সেখানে সাথে সাথে SBD রুপান্তর এর জন্য Lowest Ask এ ক্লিক করতে হবে। যদি আমরা সব SBD রুপান্তর করতে চাই তাহলে Available SBD ক্লিক করলে সব SBD বিনিময় এর জন্য চএল আসবে। যেহেতু আমি 1SBD বিনিময় করব তাই আমি খালি ঘরে 1 লিখেছি এবং ডানপাশের নিচে Buy Steem এ ক্লিক করেছি ।

IMG_20240305_040029.jpg

ধাপ ৫,

এরপর আমরা একই ভাবে এই অর্ডারটি সম্পন্ন করার জন্য আমাদের প্রাইভেট একটিভ কি ব্যবহার করতে হবে এবং এরপর এই অর্ডারটি মার্কেট এ চলে যাবে রুপান্তর হওয়ার জন্য। আর রুপান্তর হওয়ার সাথে সাথে তা আমাদের ওয়ালেট চলে আসবে যা নিচের ছবিতে দেখিতে পাচ্ছেন।

IMG_20240304_170451.jpg

IMG_20240304_170737.jpg

বিশেষ দ্রষ্টব্য: কিছু কিছু সময় দেখা যায় বা যাবে যে আমাদের ওর্ডারকৃত Steem Wallet এ জমা হয় নাই। তো আমাদের বিচলিত হওয়ার কারণ নাই। মার্কেট এ এটা ওর্ডার রুপান্তর সম্পন্ন হওয়ার সাথে সাথে তা ওয়ালেট এ চলে আসবে। অনেক সময় সাথে সাথে হয়ে যায় এবং অনেক সময় কিছুটা দেরি হয়ে থাকে।

IMG_20240305_041327.jpg


SBD থেকে Steem এ রুপান্তর হওয়া Steem আমাদের ওয়ালেট এ Liquid steem হিসেবে জমা হয় যা যেকোনো সময় ট্রানেস্ফার,পাওয়ার আপ করতে পারবেন। আশা করি আপনারা সকলেই আজকের এই টিউটোরিয়াল পোস্ট হতে সহজেই SBD থেকে steem এ বিনিময় করতে পারবেন।ধন্যবাদ সবাইকে।

In English,,


20240305_044705_0000.png
Created on canva.

Greetings dear friends,
How is everyone? Hope everyone is well and healthy? Today I am here for new and some other users. Those working on this platform know about Steem and Steem Power but do not know about SBD or Steem Dollars and how to convert it from SBD to Steem.

Today I bring you this clean tutorial where I will show you how to easily and accurately convert SBD to Steem using two methods.

So let's see the first way to convert SBD to Steem processes:

Step 1,

Most of us work on steemit via browser. Now we are getting SBD. And we need to know the location where the SBD is being deposited and for this our first task is to click on the wallet from our Steemit profile which is clearly marked in the image below.

IMG_20240304_164201.jpg

Step 2,

After clicking on wallet a new page will appear. If the wallet is not logged in then we have to click on the icon marked on the right side and from there click on Sign In option. Next, we need to log in with the username and posting key of our Steemit ID.

IMG_20240305_033757.jpg

IMG_20240305_033826.jpg

IMG_20240305_033542.jpg

Step 3,

After logging now we have to scroll down a bit. After coming down we will see Steem Dollars written and if you get SBD it will show there as you can see in this image below.

IMG_20240305_030732.jpg

Step 4,

Now if we click on SBD Amount then a small pop-up screen will appear in front of us from where we have to click on Market option.

IMG_20240305_031307.jpg

Step 5,

After clicking on the Market option, a new page will appear where we can see 2 processes, the first of which is written Buy Steem which you can see on the left side above. And from this we need to convert SBD. So for this we need to enter the specified amount in the empty cell below SBD which we will convert to steem like I am converting 1 SBD for which I will get 15.12 liquid steem. Then we will click on **Buy Steem written below on the right side.

IMG_20240305_031636.jpg

Step 6,

After clicking on Buy Steem now it will bring us to another new page. Now we have to confirm this order for which we have to click on OK option. Which takes us to the next step.

IMG_20240304_165045.jpg

Step 7,

Now we need to use Steemit private active key to complete this order. So if we Sign In using it, our order will be completed as you can see in the image below.

IMG_20240304_165346.jpg

Screenshot_2024-03-04-16-54-27-24_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Special Note: Sometimes it may be seen that our order is not credited to Steem Wallet. So we have no reason to worry. As soon as the order is converted in the market, it will come to the wallet. Sometimes it happens immediately and sometimes there is a little delay.

IMG_20240304_165512.jpg


IMG_20230115_235520.png


So let's look at the second way to convert SBD to Steem processes:

Step 1,

To exchange SBD to Steem in the second way, we first need to go to the browser and enter the tools by typing Steemworld. After that click on Sign In written option on the right side and log in as usual after entering username and posting key.

IMG_20240305_035304.jpg

Step 2,

Then we have to click on the Dashboard text on the left side which will transfer us to the new page.

IMG_20240305_035407.jpg

Step 3,

Here we can see an option named Orders where on clicking a new page will appear below.

IMG_20240304_165843.jpg

Step 4,

From now on we have to similarly select Buy Steem on the left side which is automatically have. Then we have to click on Lowest Ask for SBD conversion right there. If we want to convert all SBD then clicking on **Available SBD will show all SBD for convert. Since I will be converting 1SBD I typed 1 in the empty box and clicked Buy Steem on the bottom right.

IMG_20240305_040029.jpg

Step 5,

Then we will use our private asset key to execute this order in the same way and then this order will go to the market for conversion. And as soon as it is converted, it will come to our wallet which you can see in the image below.

IMG_20240304_170451.jpg

IMG_20240304_170737.jpg

Special Note: Sometimes it may be seen that our order has not been credited to the Steem Wallet. So we have no reason to worry. As soon as the order is converted in the market, it will come to the wallet. Sometimes it happens immediately and sometimes there is a little delay.

IMG_20240305_041327.jpg


Steem converted from SBD to Steem is deposited in our wallet as Liquid steem which can be transferred, powered up at any time. Hope you all can easily exchange SBD to steem from today's tutorial post. Thanks everyone.

Sincerely,

@enamul17

CC-

I invite you all to support @pennsif & @pennsif.witness to grow across platforms through strong communication at all levels and targeted high-yield development with available resources.

Click Here

20230721_025633.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 10 months ago 

খুব ভালো একটি পোস্ট করেছেন ভাই। আমি আপনার পোস্টের মাধ্যেমে দ্বিতীয় ধাপটি জানতে পারলাম। আশা করি আপনার এই পোস্টের মাধ্যেমে অনেকেই অনেক উপকার পাবে।

 10 months ago 

অনেক ধন্যবাদ ভাই সবার অনেক উপকারে আসবে এই পোস্টটি। বিশেষ করে যারা আমরা নতুন তাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। আশা করি সকলেই বিষয় টা খুব সহজে বুঝতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট দেওয়ার জন্য।

 10 months ago 

আশাকরি এটা সকল নতুন ইউজারদের উপকারে আসবে।।

 10 months ago 

অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে পর্যবেক্ষণ করেছেন। আমি অনেকটাই উপকৃত হয়েছি আপনার এই পোস্ট যাচাই করে। মনে করি অনেক ব্যবহারকারী ইউজারদের অনেক উপকারে আসবেন এই পোস্ট দেখে ধন্যবাদ 🥰

 10 months ago 

Most of us users don't know about SBD transfer. Through this post of yours everyone will be able to do the work easily without any trouble. Thank you bro for sharing this quality post.

 10 months ago 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাতে চাই ভাইয়া।অনেক সুন্দর করে ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছেন।আমার মতো যারা নতুন ইউজার তাদের জন্য অনেক উপকারী পোস্ট এটি।অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

Thank you very much for bringing this matter up at the right time. I have already informed many about this. I wanted to create a post like this myself. Nice to see your post. Definitely a working content for newbies. good luck

 9 months ago (edited)

এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপনের জন্য অনেক ধন্যবাদ। আমি এ বিষয়টি নিয়ে জানার ইচ্ছা ছিলো আপনার লেখাটি পড়ে আমি খুবই উপকৃত হয়েছি ।আশা করি আমার মতো যে সকল ইউজার এই বিষয় জানার ইচ্ছা আছে তারা সকলে আমার মতো উপকৃত হবে।ধন্যবাদ এতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের মাঝে উপস্থাপনের জন্য ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96907.08
ETH 3380.66
USDT 1.00
SBD 3.23