ডায়েরি গেম। ||১২ নভেম্বর ২০২৩|| আজকের দিনটা অনেক আনন্দের সাথে পার করলাম।

in Steem For Bangladeshlast year
ডায়েরি গেম। আজকের দিনটা অনেক আনন্দের সাথে পার করলাম।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি।আজকে আমি আপনাদের সাথে একটি ডায়েরি গেম শেয়ার করব। তা হলোঃ আলহামদুলিল্লাহ আজকের দিনটি খুব ভালো কেটেছে।

IMG_20231113_175348.jpg

আমি প্রতিদিনের মতো আজকে সকাল ৭ টায় ঘুম থেকে ওঠার পর ব্রাশ করে ফ্রেশ হয়ে সকালের নাস্তা খাইলাম। সকালের নাস্তা হিসাবে বিস্কুট খেয়েছিলাম। সকালের নাস্তা খেয়ে। কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এরপর বাহিরে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। বাহিরে ঘোরাফেরা অবস্থায় প্রকৃতির মাঝে ঘোরাফেরা অবস্থায় কিছু ছবি তুলে রাখলাম। সকাল বেলা প্রকৃতির মাঝে ঘোরাফেরা করলাম মনটা অনেক সতেজ হয়েছিল। আসলে সকালবেলা প্রকৃতির মাঝে ঘোরাফেরা করলে মনটা অনেক ভালো হয়ে যায়।

IMG_20231113_180427.jpg

তাই আমি সকালবেলায় ঘোরাঘুরি করার পর কিছুক্ষণ পরেই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আবার বাড়িতে এসে সকালের খাবার হিসাবে ভাত খাইলাম। ভাত খেয়ে আমার রুম এসে আমার পড়ার টেবিলে এসে কিছুক্ষণ পড়ালেখা করলাম। পড়ালেখা করার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের কলেজের নিয়ম খুব কঠিন।

IMG_20231113_175739.jpg

তাই পড়ালেখার মান ইনশাল্লাহ খুব ভালো। আমাদের কলেজে ছাত্রছাত্রীদেরকে মোবাইল ফোন কলেজে নিয়ে এসে ব্যবহার করা নিষেধ করেছে। আসলে বর্তমানে ছাত্রছাত্রীদের মোবাইল ফোনের ব্যবহার বেড়ে গিয়েছে। তাই তারা পড়াশোনা বাদ দিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে । এজন্য প্রত্যেক স্কুল কলেজে এই নিয়ম করলে পড়াশোনার মান বৃদ্ধি পাবে।

আমি কলেজ শেষ করে দুপুর একটার দিকে বাড়িতে চলে আসি। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুরে গোসল সম্পূর্ণ করি। এরপর দুপুরের খাবার খেয়ে নেই দুপুরের খাবার হিসাবে ছিল গরুর মাংস।

IMG_20231113_180137.jpg

দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে। এরপর বিকেলবেলা ঘোরাঘুরি করার উদ্দেশ্যে বের হয়। বিকাল বেলা ঘুরতে বের হলে আমার এক বন্ধু বলল চলো আজকে দুজনে দুজনে মিলে বাজারে যায়। তখন বললাম চলো কারণ বন্ধুর বাজারে একটু কাজ ছিল। সে কাজটা করে আবার আমিও আমার বন্ধু ঘোরাঘুরি করি। আমরা দুজন আমাদের গ্রামের পাশে দিয়ে ঘোরাঘুরি করা করি এ সময় ঘোরাঘুরি করার সময় কিছু ছবি তুলে রাখি।

IMG_20231113_175631.jpg

আমরা দুই বন্ধু মিলে বিকাল বেলা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করি দুজনে অনেক কথা শেয়ার করলাম। অনেকক্ষণ দুজনে মিলে আলোচনা করে দুজনে যার যার মত বাড়িতে চলে আসি। বাড়িতে চলে এসে মাগরিবের আজান দিলে মসজিদে মাগরিবের নামাজ সম্পন্ন করি।

মাগরিবের নামাজ পড়ে এসে রাতের খাবার হিসেবে সকলেই একসাথে পারিবারিকভাবে রাতের খাওয়া সম্পন্ন করি। আসলে সকলে মিলে খাওয়া-দাওয়া মজা আলাদা। তাই দেখা যায় বিশেষ করে রাতের খাবারটা আমরা সবাই একসাথে খেয়ে থাকি। রাতের খাবার আমরা এশার আজান দেওয়ার আগেই খেয়ে নিই। কিছু কিছু দিন এশার আযান দিলে নামাজ পড়ে এসে রাতের খাবার খেয়ে নেই। তার পরিশেষে বল বলা যায় আজকের দিনটা আমার অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ।

বন্ধুরা আজকে আর লিখছি না। আজকে এখানেই শেষ করছি । আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করবেন। ভালো থাকবেন আপনারা।আল্লাহ হাফেজ।

TQ.png

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

many thank thanks for your support ❤️❤️❤️❤️❤️❤️

 last year 

প্রিয় বন্ধু,
আমাদের কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আপনার পোস্ট দেখে আমরা আনন্দিত। যেহেতু আপনি একজন নতুন সদস্য এই প্লাটফর্ম ও আমাদের কমিউনিটির, তাই আপনার পোস্ট করার বিষয়ে কিছু দিকনির্দেশনা প্রদান করতে চাই যা আপনার এই প্লাটফর্ম এ চলার পথকে আরও সুগম করবে। 👇👇

  • প্রথমত আমি আপনাকে সকল এচিভমেন্ট টাস্ক গুলো সম্পর্কে ধারণা অর্জন করার জন্য পরামর্শ প্রদান করব কারণ এটা আপনাকে এই প্লাটফর্ম এর সকল বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা গ্রহণ করতে সাহায্য করবে।

  • আপনার প্রথম এচিভমেন্ট এর পর আপনি আপনার ব্লগিং চালিয়ে যেতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন যে একটা মানসম্মত পোস্ট এর জন্য আপনাকে আপনার পোস্টে ৩০০ শব্দের বেশি শব্দ ব্যবহার করতে হবে।

  • আমাদের কমিউনিটিতে সকল প্রকার প্লাগিরিজম বা AI ফ্রি কন্টেন্ট শেয়ার করতে পারবেন তবে আপনি Diarygame, Any kind of Crafts , Drawing or Art , Recipe, Photography, Travel etc কন্টেন্ট শেয়ার এর মাধ্যমে আপনি শুরু করতে পারেন। এছাড়া আমাদের কমিউনিটি কর্তৃক আয়োজিত যেকোনো কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবেন।

  • আপনার পোস্ট অনুযায়ী পোস্টের যথাযথ টাইটেলট্যাগ ব্যবহার করবেন যা খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করবেন না যা বিভ্রান্তকর এবং নিন্দানীয়।

  • আর এটা মনে রাখবেন যে যেকোনো প্রকার চুরির বিরুদ্ধে আমাদের কমিউনিটি টীম ব্যবস্থা গ্রহণে তৎপর। তাই অনলাইন থেকে কপি করা পোস্ট, পোস্ট Plagiarism করা & AI দ্বারা তৈরি কনটেন্ট এড়িয়ে চলতে হবে। আর অনলাইন থেকে কপিরাইট যুক্ত ছবি শেয়ার থেকে বিরত থাকুন অর্থাৎ যে ছবির মালিক আপনি নন। এর পরিবর্তে আপনি কপিরাইট ফ্রি ছবির সাইট যেমন pixbay, pexels, freepik etc ব্যবহার করতে পারেন।

উপরোক্ত বিষয় এর বাইরে Steemit সম্পর্কিত যেকোনো বিষয়ে জানতে আমাদের কমিউনিটি ডিস্কর্ড সার্ভারের সাথে সংযুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। । ডিসকর্ড লিংটি : https://discord.gg/Yr3HKtD9S8

❤️শুভেচ্ছান্তে,🥰
@enamul17

 last year 

ওকে ভাইয়া সুন্দর করে বুঝে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69187.87
ETH 2486.25
USDT 1.00
SBD 2.53