লইট্টা মাছের কারি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন?
কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়, লইট্টা মাছ রান্না করতে কি কি উপকরণ লাগতেছে এক পলকে দেখে আসি
রেসিপি দেখুন কি সুন্দর ফ্রেশ লইট্টা মাছ কাটার পর এগুলা পিস করে নিলাম একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আদা রসুন বাটা হলুদ, লবণ, মরিচ সব এক জায়গায় করে রাখলাম টমেটো, কাঁচামরিচ কাটার জন্য নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে একটা পাত্রে নিলাম বাসায় একটা পুরানো পাতিল আছে, এটা নিলাম কারণ পুরনো পাতিলে রান্না অনেক মজা😀 তেল ঢেলে দিলাম তেল গরম হয়ে এলে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার সব ধরনের মসলা এক এক করে দিব। দিয়ে ভালো করে মসলাগুলো কষিয়ে নিব মসলার সাথে টমেটো একসাথে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। লইট্টা মাছ তো নরম সময় লাগবে না।সাথে কাঁচামরিচা দিয়ে দিলাম মসলা, টমেটো, মরিচ ভালো করে কষানো হয়ে গেলে উপরে তেল ভেসে উঠলে এবার মাছ গুলা দিয়ে আরেকটু নেড়েচেড়ে দিলাম লইট্টা মাছের পানি দিতে হয় না ওখান থেকে পানি বের হয়ে আসে মাছের ওপরে তেল বেশি উঠলে বুঝবেন হয়ে গেছে, আলাদা একটা স্মেল বের হবে মাছ থেকে। এরপরে উপরে ধনিয়া পাতা দিয়ে দুই মিনিট ঢাকনা দিয়ে রাখুন দেখুন হয়ে গেল আমার লইট্টা মাছের কারি, খেতে কিন্তু অনেক মজা। আশা করি আমার রেসিপিটা সবার ভালো লাগবে। ইনশাল্লাহ দ্রুত আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের এই পর্যন্ত আল্লাহ হাফেজ |
---|
Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.