You are viewing a single comment's thread from:

RE: Steem For Bangladesh Online Meeting | Time: Saturday, 16th December , 2023 - at 9:00 PM | Special Meeting For Steem Growth

in Steem For Bangladeshlast year

স্টিম ফর বাংলাদেশ কমিউনিটি সঙ্গে আমরা সারা জীবন থাকতে চাই। আমাদের এডমিন রিপন ভাই ও শরিফ ভাই বাংলাদেশের এই কমিউনিটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনেক কঠোর পরিশ্রম করেছে। সেই সঙ্গে আমাদের বাংলাদেশের যত ইউজার রয়েছে। সব সময় এই স্টিমফর বাংলাদেশ কমিউনিটির সঙ্গে থেকেছে । এজন্য আমরা খুব দ্রুত সামনের দিকে এগিয়ে আসতে পেরেছি। এবং সব সময় এংগেজমেন্ট চ্যালেঞ্জে আমরা প্রথমে থাকতে চাই। এ বছরের শেষ হ্যাং আউট আমরা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবো। আমরা এই মিটিং থেকে অনেক কিছু জানতে পারবো। আমরা এই এস্টিমেট প্ল্যাটফর্মে সবসময়ই থাকতে চাই।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.24
JST 0.038
BTC 95392.30
ETH 3285.89
USDT 1.00
SBD 3.39