Betterlife // The Diarygame 27-12-2024 // A very nice day
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছে ভালো লাগবে এবং সবাই শেষ পর্যন্ত সাথেই থাকবেন ধন্যবাদ।
প্রিয় বন্ধুরা আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বাহিরে বের হোই, তারপরে আমার হাঁস, মুরগি, কোয়েল পাখি, কবুতর গুলোকে ছেড়ে খেতে দেই।তারপরে আমার আজহাঁস গুলোকে ছেড়ে খাওয়া-দাওয়া করিয়ে আমি নদিতে দিয়ে আসি।
তারপর গরু এবং ছাগল কে ঘর থেকে বের করে, বাহিরে এনে রোদে বেঁধে দেই। এরপর আমি দাঁত ব্রাশ করে গোসল করে ফ্রেশ হয়ে ঘরে আশি।তারপর জামা কাপড় চেঞ্জ করে সকালে নাস্তা সেরে আল্লাহর নাম নিয়ে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি।
আমি দোকানে এসে আব্বুকে বাসায় পাঠিয়ে দেই। কারন আব্বু সকাল থেকে দোকানদারি করেছে। এখন আমি দোকানদার করব সারাদিন।তারপর আমি আব্বুর কাছ থেকে বেচাকেনার সকল হিসেব বুঝে নেই।এরপরে আমি বেচাকেনা শুরু করি,বেশ কিছু কাস্টমারের কাছে মাল বিক্রি করি।তারপরে আমার একটা পার্সেল আসে। আমি কিছুদিন আগে অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম। সেটা ডেলিভারি ম্যান নিয়ে আসে আমার দোকানে।
আমি পার্সেলটা ডেলিভারি মানের কাছ থেকে বুঝিয়ে নিয়ে তাকে পেমেন্ট করে দিই। তারপরে আবারো বেচাকেনা শুরু করি।আজকে যেহেতু শুক্রবার তাই আমি বারোটার পরপরই দোকান বন্ধ করার জন্য প্রস্তুতি নেই। কারণ জুমার নামাজ আদায় করতে যেতে হবে তাই।এরপর আমি দোকান বন্ধ করে বাসায় চলে আসি। তারপরে প্রস্তুতি নিয়ে নামাজের জন্য মসজিদে চলে যাই।এর পরে নামাজ শেষ হলে বাসায় আসি।এসে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে, একটু বিশ্রাম নেই।তারপরে বিকেলে ঘুম থেকে উঠে আমি একটু বাইরে যাই হাটাহাটি করতে।তখন নদীর পারে গেলাম, সেখানে গিয়ে ভালই লাগলো, যে আসলে বিকেলের পরিবেশটা খুবই সুন্দর অপরূপ।
তারপরে আমি নদীর কিনারায় হাঁটছিলাম আর কিছু শামুক কুরোচ্ছিলাম।নদির কিনারায় অনেক রকমের শামুক দেখতে পাচ্ছিলাম,তাই সেগুলোকে আমি শখের বসেই কুরচ্ছিলাম।
সত্যি কথা বলতে এমন মনো মুগ্ধকর পরিবেশে,নদীর কিনারায় হাটা, আর শামুক কুরনো যে কি একটা অনুভূতি, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারপর দেখতে পেলাম নদীতে সারি সারি হাসঁ ভেসে বেড়াচ্ছে,খেলাধুলা করছে,গোসল করছে।
তারপরে দেখলাম নদির পাড়ে কিছু কলমি ফুল ফুটেছে।ফুল গুলো হালকা শিশির ভেজা,এতো এতো সন্দোর্য প্রকৃতিক ভাবে সেজেছে যে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে।
তারপরে বাড়িতে জাবার সময়, খেতের আইল ধোরে হাটার সময় দেখি শরিসা ফুল ফুটে আছে। এটা যে কি অসম্ভব সুন্দর লাগছিল তা আর কি বলবো।
তার পাশের জমিতে পিয়াজ লাগিয়েছে তার সন্দোর্য টাও ক্যামেরা বন্দি কোরে নিলাম।
এরপরে সন্ধ্যা ঘনিয়ে আসছিলো তাই আর বেশি দেরি
না কোরে এগুতে থাকি।এরপরে আরো কিছু প্রাকৃতিক সন্দোর্য ক্যামেরা বন্দি কোরি।
এরপরে বাড়িতে চোলে আসি।তারপরে আজকে আমাদের বাড়ির সানের ফাকা জমিতে দেখি কিছু ছেলেরা ক্রিকেট খেলা করছে।
বেশ কিছুখোন তাদের খেলা দেখি।এরপরে রাতে আমাদের গ্রামের সবাই মিলে নাইট লুডু টুর্নামেন্ট খেলি।বেশ মজা হয়।
খেলার এক পর্যায়ে সবাই একসাথে খিচুড়ি ও মুরগির মাংস দিয়ে খাওয়াদাওয়া কোরি। তারপরে আবার খেলা শুরু হয়।
এবং ফাইনালে জারা বিজয়ী হয় তারা একটি রাজহাঁস ও যারা রানার্স আপ হয় তারা পাতি হাসঁ নিয়ে বাড়ি চোলে যায়।
সব মিলিয়ে আজকে সারা দিন খুবি ভালো কাটে।প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই ছিলো আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে।দেখা হবে পরবর্তী নতুন কোন ব্লগে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
Hi, Greetings, Good to see you Here:)
thank you very much.
সারাদিনের কর্মব্যস্ত সময়গুলো ক্যামেরায় বন্দি করে সুন্দরভাবে উপস্থাপন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
খুব সুন্দর হয়েছে সব ছবিগুলো,
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য টি করার জন্য।