Betterlife // The Diarygame 28-08-2024 // A very nice day
আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আজকে আমি @alomgir121 আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন।প্রথমে সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করলাম।
প্রিয় বন্ধুরা আজকে আমি প্রতিদিনের মতোই সকাল বেলা ঘুম থেকে উঠি।উঠে প্রথমেই এস্টিমেট একাউন্ট টা চেক করি। তারপরে শোয়া থেকে উঠে বাহিরে যাই গিয়ে হাঁস মুরগি কবুতর গুলোকে ছেড়ে খেতে দেই। তারপরে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে গোসল করে নাস্তা করতে বসি। নাস্তা শেষ করে দোকানের উদ্দেশ্যে রওনা দেই। এরপরে দোকানে গিয়ে দোকান খুলে। দোকান ঝারপোজ করে আল্লাহর নাম নিয়ে বেচাকেনা শুরু করি। সকাল থেকে বেশ কিছু কাস্টমারের কাছে মাল বিক্রি করি। যেমন ধরেন পিভিসি নেট, পেরেক, কব্জা, তালতালা, স্ক্রু ইত্যাদি আরো বিভিন্ন মাল বিক্রি করি। আজকে দোকানদারি করতে খুব কষ্ট হয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের কারেন্টের যে মেইন লাইনটা সেটা সমস্যা দিয়েছিল। সেজন্য আমরা সারাদিন ইলেকট্রিসিটি বাদে দিন কাটাই। তার দরুন আমার মোবাইলে চার্জ তেমন একটা ছিল না। সেজন্য আমি অনেক ছবি তুলতে ইচ্ছা থাকলেও তুলতে পারিনি। সেজন্য অনেক খারাপ লেগেছিল।
তো যাইহোক তারপরে বেচাকেনা করতে করতে একসময় যোহরের আজান হয়ে যায়। তখন আমি মসজিদে গিয়ে জোহরের নামাজটা আদায় করে আসলাম। এসে দুপুরে খাবারটা সেরে নিলাম। খাওয়া-দাওয়া শেষ করে বাহিরে গিয়ে বসলাম। যেহেতু বিদ্যুৎ ছিল না তাই দোকানে গরমের মধ্যে বসা সম্ভব হচ্ছে না।তো বাহিরে বসে দেখতে পেলাম যে বাহিরে কিছু বাচ্চারা একসাথে, ছোটাছুটি করতেছে এবং খেলাধুলা করতেছে। তো ওদেরকে দেখে ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল এবং খুব ভালো লাগলো দেখতে। তাই বেশ কিছুক্ষণ ধরে ওদের খেলাধুলা দেখলাম।
আমরাও ছোটবেলায় ওদের মত বিকেল হলে খেলাধুলা করতাম। আম্মু অনেক বকাঝকা করতে যেয়ে একটু ঘুমাও, একটু ঘুমাও,তারপরেও আমরা ঘুমাতাম না। খেলাধুলা করার জন্য,তো আম্মু যখন আমাদেরকে ঘুম পাড়ানোর জন্য পাশে নিয়ে শুতো। তখন আমরা দেখতাম আম্মু কখন ঘুমায়। আম্মু ঘুমিয়ে গেলে চুপ করে আস্তে আস্তে করে উঠে বাইরে চলে যেতাম। খেলাধুলো করার জন্য সব বন্ধুরা একসাথে। ছোটবেলায় আমরা বিভিন্ন ধরনের খেলা খেলতাম যেমন গোল্লাছুট,বরফ পানি,সাতচারা,ছোঁয়াছুয়ি ইত্যাদি। আসলে এই বাচ্চা গুলা জিবনের সোনালী মুহুর্ত কাটাচ্ছে। যা তারা এখোন বুঝতেছেনা।যাই হোক তার পরে আবার কিছু মাল বিক্রি করলাম।এর পরে বাহি গিয়ে আকাশ টা দেখে খুব সুন্দোর লাগছিলো তাই কিছু ছবি তুলেছিলাম।
তারপরে সারাদিনে ব্যস্ত শেষ করে দোকানে হিসাব শেষ করে বাড়িতে চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে,রাতের খাবার খেয়ে শুতে চোলে গেলাম।
প্রিয় বন্ধুরা শেষ পর্যন্ত সাথে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
লেখোক @alomgir121
সুন্দর ফটোগ্রাফির সাথে আপনি দিনটি শেয়ার করেছেন। এই পোস্টটি শেয়ার করা আপনার ফটোগ্রাফি গুলো দুর্দান্ত ছিল। আপনি আপনার শৈশবের স্মৃতির কথা তুলে ধরেছেন। আমরা প্রত্যেকে আমরা আমাদের শৈশবে ফিরে যেতে চায়। শুভকামনা রইল প্রিয় ভাই আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্য করার জন্য
Hi, Greetings, Good to see you Here:)
আপনাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন
আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য।