Betterlife // The Diarygame 23-06-2024 // A very nice day

in Steem For Bangladesh28 days ago (edited)

আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমি #alomgir121 আপনাদের মাঝে আজকে উপস্থিত হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে।আজকের ব্লগটি বিশেষ একটা বিষয় নিয়ে। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন।
আজকে খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়েছে।কারণ আজকে আমার ছেলের আকিকা দেবো।
IMG_20240621_095337.jpgএটা আমার ছেলে মোঃআল-নূর হোসেন।

তো সকাল ভোরবেলা উঠেই আমাদের দুটো খাসি ছাগল ছিল সেগুলো জবাই করলাম।
IMG_20240623_233002.jpg

IMG_20240623_232726.jpg আমি আমার চাচাতো ভাই, আমার আব্বু, এবং আমার বড় ভাইয়া মিলে জবাই করার পর্ব সেষ করলাম।তারপরে সেগুলোকে চামড়া ছাড়িয়ে, গোস্ত কাটাকাটি শুরু করলাম।
IMG_20240621_120900.jpg

IMG_20240621_120829.jpg
আর ওই দিক দিয়ে আমার ওয়াইফ, আমার আম্মু এবং আমার ছোট আপু এবং আমার খালা সবাই মিলে রান্না করার কাজ করতেছিল। তারপরে আমাদের যখন কাটা শেষ হলো। তখোন আমরা সেগুলোকে তিনভাগে ভাগ কোরে মেপে নিলাম।
এরপর পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন সবাইকে ভাগ করে বিলিয়ে দিলাম। এরপরে আমরা গোসল করে মসজিদে নামাজ আদায় করে আসলাম।এইদিকে আম্মুদের রান্না করার কাজ প্রায় শেষ হয়ে গেছে। আকিকা উপলক্ষে আমাদের কিছু রিলেটিভ ছিল। যাদেরকে আমরা আমাদের বাসায় দাওয়াত করেছি।সেজন্য আম্মু তাদের জন্যে বেশ কিছু রেশিপি রান্না করে আজকে। যেমন, ডিম ভূনা,গরুর গোস্ত,খাসির গোস্ত,ডাল ভুনা,পাতলা ডাল,সেমাই, নুডুলস, পিঠা,দোই,ইত্যাদি আয়োজন করে ছিলো।এরপরে দুপুরবেলা, একে একে সবাই আসার শুরু করলো আমাদের বাড়িতে। তো সবাই একসাথে বোসে খাওয়া দাওয়া শেরে নিলাম।তারপরে কিছুক্ষণ রেস্ট।নিয়ে সবাই বিদায় নিচ্ছিল। তো সবাইকে বিদায় দিয়ে।আমি একটু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে বেরিয়ে পরলাম
IMG_20240621_181851.jpg

IMG_20240621_181834.jpg

IMG_20240621_180110.jpg
তারপরে ফ্রেন্ডস দের নাথে বেশকিছু সময় জমিয়ে আড্ডা দেই।তার পরে আমরা এক ফ্রেন্ড তের ড্রাগন ব্গানে যাই
IMG_20240621_183554.jpg

IMG_20240621_183512.jpg

IMG_20240621_183438.jpg

IMG_20240621_183018.jpg
গিয়ে সেখান থেকে কিছু গাছ পাকা ড্রাগন ফল পেরে নেই।ড্রাগন গুলো দেখতে খুব ভালো লাগছিল। এবং ড্রাগন ফল গুলা খেতেও খুব মিষ্টি ছিলো।
IMG_20240621_184131.jpgতারপরে আমরা ড্রাগন খেয়ে, সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।ততোক্ষণে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। তো আসার সময় আমার ফ্রেন্ডের বাড়ি সামনে পড়ে। তাই ওদের বাসায় গিয়ে, ওর ফার্ম এবং বাগান ঘুরে ঘুরে দেখলাম।ওর ফার্মে কোয়েল পাখি ডিম পড়ছিল তঁ পাখিগুলো ডিম পেরেছিল তা আমিও সেখান থেকে বেশ কিছু ডিম নিয়ে নেই আমার বাসার জন্য । কারন আমি এই ডিম গুলো নিয়ে আমার বাসায় ইনকিউবেটর মেশিনের ভিতর দিয়ে বাচ্চা ফুটাই। এর আগে বেশ কিছুদিন গিয়েছিলাম তো সেগুলো থেকে বাচ্চা ফুটেছে তাই এবারও বেশ কিছু ডিম নিয়ে নিলাম।প

IMG_20240621_184031.jpg

IMG_20240621_183857.jpg

IMG_20240621_183821.jpg তার পরে যখন সন্ধ্যা নেমে আসলো। তারপরে আমি বাসায় চলে আসলাম।যেহেতু সারাদিন অনেক পরিশ্রম করে ছিলাম। তাই সোজা বাড়িতে গিয়ে রেস্ট নিলাম।। আসার সময় আমি হাতে করে একট ড্রাগন নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। বন্ধুরা আজকে তাহলে এ পযন্ত, আবার দেখা হবে নতুন কোন ব্লগে।
প্রিয় বন্ধুরা সেষ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।
লেখক @alomgir121

Sort:  
 27 days ago 

wow dragon is my favourite .dragon food is very helthy and delisious.thanks for shering with us.

TEAM 5

Congratulations! This post has been upvoted through steemcurator07 We support quality posts, good comments anywhere, and any tags.



Curated by : @soulfuldreamer

Thank you so much sir.

 27 days ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone. Join our Discord servers for help. Click the link below to join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified Userpending(progress-1)
Voting CSI[ ? ] ( 4.17 % self, 24 upvotes, 16 accounts, last 7d )
Result Newcomer

Thakn you so much sir

 27 days ago 

Dear @alomgir121 brother
You have enjoyed your day from morning to evening. Really enjoyed reading your post. I hope you will give us more beautiful posts..!🥰

thank you so much brother. I will my best try.

 27 days ago 

🥰

এ পোস্টটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66785.43
ETH 3494.10
USDT 1.00
SBD 2.83