Betterlife // The Diarygame 20-09-2024 // A very nice day
আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হোলাম।আশা করি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন। বন্ধুরা আজকে আমি প্রতিদিনের মতো সকাল বেলা ঘুমথেকে উঠি।তারপরে প্রথমেই ইস্টিমিট নোটিফিকেশন চেক করি।এরপরে বাহিরে বেড় হোয়ে আমার ফার্মের হাসঁ, মুরগি,কোয়েল পাখি এবং কবুতর গুলোকে খেতে দেই।তারপরে দাত ব্রাশ কেরে, গোসল সেরে নাস্তা শেরে নেই।তারপরে দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হোয়ে পরি।
তারপরে দোকান খুলে ঝাড়পোছ করে আল্লাহর নাম নিয়ে বেচাকেনা শুরু করি।আজ পবিত্র জুম্মার দিন শুক্র বার। তাই সকাল থেকে তেমোন বেচাকেনার চাপ নেই।টুকটাক কিছুমাত্র কাস্টমারের কাছে মাল বিক্রি করি।এর পরে যোহরের আযান হওয়ার সময় হোয়ে আসলে দোকান বন্ধো করার প্রস্তুতি নেই।এর পরে দোকান বন্ধো কোরে মোসজিদে নামাজ আদায় কোরতে যাই।আজ আমাদের গ্রামের মোসজিদে নামাজ আদায় কোরি নাই।আমার দোকানের পাশের মোসজিদে নামাজ আদায় কোরেছি।এর পরে নামাজ শেষে বাড়ির তে চোলে আসি,এসে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নেই।তারপরে আমার ফোনে একটা কল আসে যে ট্রান্সপোর্ট থেকে মাল নিয়ে আসছে।এজন্যে তাড়াতাড়ি ঘুমথেকে উঠে হাতমুখে পানি দিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম।এরপরে দোকানে গিয়ে দেখি ট্রান্সপোর্টের লোক এসে দারিয়ে আছে।তারপরে দোকান খুলে মালগুলো বুঝে নেই এবং ট্রান্সপোর্টের লোকটাকে ভারা দিয়ে বিদায় দেই।
এরপরে দোকানে বসি, কিন্তুু তেমোন কোনো বেচাকেনা আর হোলো না।এর পরে সন্ধা হোলে দোকানের হিসেব কোরে দোকান বন্ধো কোরে বাড়িতে চোলে আসি। তারপরে বাড়িতে এসে আমার ফার্মের কোয়েল পাখি ও মুরগি গুলোকে খাবার এবং পানি দেই।
এরপরে আমার নতুন অতিথি দেরকেও খাবার দেই। নতুন অতিথি গুলো হোচ্ছে খরগোশ।
আমি কয়দিন আগে চার টি খরগোশ কিনে আনি। আমার কাছে খরগোশ খুব ভালো লাগে,ওদের চোখ দুটো গোলাপি কালার আর শরিল টা ধপধপে সাদা কি দারুন দেখতে মাশাআল্লাহ। এর পরে খরগোশ গুলোকে খাবার দিয়ে আমি ফ্রেশ হোয়ে রাতের খাবার খেতে বসি।তার পরে খাবার শেষে সবার সাথে একটু গল্পো কোরে সুতে চোলে যাই।প্রিয়ো বন্ধুরা আজ এপর্যন্তোই ছিলো আমার ব্লগ টা।শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ্ হাফেজ।
লেখোক @alomgir121
The day was very beautiful.
thank you so much