Betterlife // The Diarygame 15-01-2025 // A very nice day

in Steem For Bangladesh22 days ago

Assalamu Alaikum Wa Rahmatullah

Hello Everyone. I am @alomgir121 from Bangladesh .

**Thumbnail image

IMG_20250115_102856.jpg

🔰The diary game 🔰

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা আমি @alomgir121আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আশা করি সবার কাছে ভালো লাগবে। এবং শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন ধন্যবাদ।
বন্ধুরা আজকে আমি সকাল বলে ঘুম থেকে উঠি।তারপরে প্রতিদিনের মতোই, আমার হাঁস মুরগি কবুতর ও কোয়েলপাখি গুলোকে আমি খাবার দেই।তারপরে গরু ও ছাগল বাহির কোরে বাধি।এর পরেরএদের কে ঘাস ও খর খেতে দেই।আজকে আমাদের বাড়ির পেছনে যে খালি জায়গাটা ছিল।

IMG_20250115_104531.jpg

সেটাকে চাষ উপযোগী করে সেখানে ২ টা সেডে,
আমরা পেঁয়াজের চারা রোপন করি।

IMG_20250115_104632.jpg

IMG_20250115_104538.jpg

তারপর আমি দাত ব্রাশ করে, ফ্রেশ হয়ে গোসল করি। এরপরে ঘরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করি।তারপরে আল্লাহর নাম নিয়ে, দোকানের উদ্দেশ্য রওন হোয়ে পরি।এরপর আমি দোকানে গিয়ে আব্বুকে বাসায় পাঠিয়ে দেই। এবং আমি বেচাকেনা শুরু করি। তারপর আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়। আমাদের দোকানে পাশে, একটা কাঠের দোকানে। তো সেখানে গিয়ে দেখলাম যে কিভাবে কি হয়েছিল। তো আমরা শুনতে পেয়েছিলাম সেখানে স্পটে দুইজন মারা গিয়েছিল, এবং একজন হাসপাতালে ভর্তি। সেখানে গিয়ে দেখতে পারলাম যেখান থেকে দুর্ঘটনাটা ঘটে,সেটা একটা বয়লার ছিলো।কাঠ টেম্পার দেওয়ার বয়লার। সেই বয়লারটা ব্লাস্ট হয়ে এই দুর্ঘটনা ঘটে।

IMG_20250115_102906.jpg

IMG_20250115_102858.jpg

IMG_20250115_102818.jpg

ঘটনাস্থল পরিদর্শন করার পরে নিজের কাছে খুবই কষ্ট লাগলো।কারন যে লোকগুলা যারা মারা গিয়েছে, তারা আমাদের প্রতিবেশী এবং আমাদের কাস্টমার ছিল। সব সময় মাল কেনাকাটা করতো। তারপরে তাদের পরিবারগুলো তাদের উপর ডিপেন্ড ছিল। তো তারা এখন আর দুনিয়াতে নেই। তো এই সমস্ত সব কিছু ভেবেই নিজের কাছে খুব কষ্ট লাগলো।যাইহোক আমাদের সবারই একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে যেতে হবে। তো সে জন্য আমরা আমাদের অবশ্যই কর্মফল গুলো এবং কর্মগুলো ভালো করার চেষ্টা করবো।যেন সৃষ্টিকর্তা পরকালে আমাদেরকে ভালো কিছু প্রতিদান দান করেন।
তারপরে আমার ভাগিনা অসুস্থ হয়ে পড়েছিল বেশ কিছুদিন যাবত। তো ওকে আজকে আমি ডক্টর দেখানোর জন্য, হসপিটালে নিয়ে আসি। ডক্টর ওকে দেখে বেশকিছু টেস্ট দেয়, তো সেই টেস্টগুলো করে নিয়ে আসি, পাশের একটা ল্যাব থেকে।

IMG_20250118_234413.jpg

IMG_20250115_124023.jpg

তারপর ডাক্তারকে রিপর্ট দেখিয়ে, ওষুধ কিনে বাসায় চলে আসি।প্রিয় বন্ধুরা আজকের ব্লগ টি এ পর্যন্ত ছিলো। আশা করি সবার কাছে ভালো লেগেছে,দেখা হবে আবার নতুন কোন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95184.45
ETH 2601.55
USDT 1.00
SBD 0.43