Betterlife // The Diarygame 13-12-2024 // A very nice day
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হয়েছে। আশা করি সবার কাছে ভালো লাগবে।শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন ধন্যবাদ।
প্রিয় বন্ধুরা আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাহিরে যাই।তারপরে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে,সকালের নাস্তা সেরে ফেলি।তারপরে বাড়িতে টুকটাক কিছু কাজ ছিল সেগুলো সেরে নেই।এরপর আমার ইনকিউবেটর মেশিনের ভিতরে চেক করি, ডিম গুলো ফুটেছে কিনা। তারপরে দোকানের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। তো দোকানে যাওয়ার আগে আমাদের বাড়ির পাশে একটা মাঠে আমাদের আজকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। তো এখানে কাজ কেমন চলছে সেটা দেখে আসলাম।
সেখানে গিয়ে দেখলাম মোটামুটি তারা ভালোই কাজ এগিয়ে নিয়েছে অনেকটা।স্টেজ তৈরি হয়ে গিয়েছে এবং প্রাথমিক কার্যক্রম প্রায় শেষ। তারপর আমি সেখান থেকে দোকানে চলে আসি। দোকানে এসে মোটামুটি বেচাকেনা করলাম দুপুর পর্যন্ত। তারপরে দোকান বন্ধ করে বাসায় চলে আসি। বাড়িতে এসে নামাজ আদায় করি এবং দুপুরের খাবার শেষ করে ফেলি। এরপরে আমাদের এখানে আরেকটা জায়গায় আজকে ফুটবল টুর্নামেন্ট হওয়ার কথা ছিল।বিকেল সাড়ে তিনটায় তো আমরা সেখানে চলে যাই, ফুটবল খেলা দেখার জন্য। আমরা গিয়ে প্রথমে এন্ট্রি ফি ১০ টাকা দিয়ে টিকিট কাটি। তারপরে ভিতরে গিয়ে বাইকটা রাখি সেখানে ২০ টাকা নেয়, এরপরে আমরা ফুটবল মাঠে প্রবেশ করি এবং আমাদের নিজ নিজ আসন গ্রহণ করি।
আমরা যাওয়ার ১০-১৫ মিনিটের ভিতরে প্লেয়াররা সব মাঠে নামে,এবং খেলা শুরু হয়ে যায়। ফুটবল খেলাটা আমার এমনিতে অনেক প্রিয় খেলা। তারপরেও দুইটা দলই ভালো খেলছিল দেখে খুব ইনজয় করছিলাম।
বেশ কিছুক্ষণ খেলাধুলা হওয়ার পরে একদল আরেকদলকে একটি গোল করে। এবং তারা অনেক চেষ্টার পরেও হাপ টাইমের আগে আর কেউ কাউকে কোন গোল পরিশোধ বা দিতে পারেনি। তারপরে হাফ টাইমের পরে আবার খেলা শুরু হয় এবং তারা অনেক আক্রমণ করে পালটা আক্রমণ করে কিন্তু কিছুতেই কোন গোল হয় না। এবং এর ভিতর কয়েকটা প্লেয়ারকে লাল কার্ড এবং হলুদ কার্ড দেওয়া হয় তারা ফাউল করে বলে।এভাবেই প্রায় বেশ কিছুক্ষণ খেলার পরে খেলা প্রতিমধ্যে রেফারি বাঁশিতে শেষ হয়ে যায় এবং একদল এক- শূন্য গোলেই জিতে যায়।
তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেই। কারণ আমাদের আজকের ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা আছে রাত্রে তো সেখানে অ্যাটেন্ড হওয়ার জন্য। তারপরে আমরা সেই আমাদের কাঙ্খিত ব্যাডমিনেট টুর্নামেন্টের মাঠে চলে যাই। এবং সেখানে গিয়ে প্রাথমিক পর্যায়ে যে কার্যক্রম গুলো ছিল যেমন রান্নাবান্না করা হয়েছিল সেগুলো প্যাকেটিং এবংখেলোয়ারদের নাম লিস্ট এবং বিভিন্ন কার্যক্রম সেগুলো সম্পন্ন করতে থাকি।এভাবে একপর্যায়ে আমাদের খেলার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসে, এবং খেলা শুরু হয়ে যায়।
আমাদের খেলা শুরুর আগে উদ্বোধন করেন আমাদের গ্রামের জনপ্রতিনিধি এবং সম্মানিত ব্যক্তিবর্গ। আমাদের এখানে যারা খেলোয়ার ছিল অনেকেই এলাকার বাহিরের খেলোয়ার।খুব ভালো খেলে তারা খুব ইনজয় করেছিলাম আমরা আজকে খেলাধুলাটা। খেলাধুলার মধ্যিখানে খাবারে বিরতি হয় তখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া সেরে ফেলি।এরপরে আবার খেলা শুরু হয়।সেমিফাইনাল ফাইনাল খেলা শেষ করতে প্রায় রাত দুটো বেজে যায়। তারপরে খেলোয়ার দেরকে পুরস্কার দিয়ে বিদায় দিয়ে আমরা বাসায় চোলে আশি।প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্ত ছিল, আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করবেন। পরবর্তী ব্লগ নিয়ে হাজির হব আবার কোন সময়, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ ।
Hi, Greetings, Good to see you Here:)
thank you so much sir