Betterlife // The Diarygame 13-11-2024 // A very nice day

in Steem For Bangladesh2 days ago

Assalamu Alaikum Wa Rahmatullah

Hello Everyone. I am @alomgir121 from Bangladesh .

**Thumbnail image

IMG_20241113_175628.jpg

🔰The diary game 🔰

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।আমি @alomgir121 আজ আপনি মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছে ভালো লাগবে, এবং সবাই শেষ পর্যন্ত সাথেই থাকবেন ধন্যবাদ। প্রিয় বন্ধুরা আমি প্রতিদিনের মতো আজকেও খুব সকালবেলা ঘুম থেকে উঠি। যেহেতু শীত ছিল তাই শিতের আবহাওয়া খুব ভালো লাগছিল। এরপর ঘুম থেকে উঠে বাহিরে গিয়ে আমার হাস মুরগির এবং কোয়েল পাখি ও কবুতর গুলোকে খেতে দেই।তারপর দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে সকালে নাস্তা সেরে নেই।

IMG_20241113_092148.jpg

এরপরে কিছু কাজ ছিল তো সেগুলো করি এবং আমাদের বাড়ির পিনের বাগানের অপ্রয়োজনীয় গাছগুলো কেটে সেখানে কিছু শাকসবজি লাগানোর জন্য প্রস্তুত করেছিলাম তো সেখানেও কিছু কাজ ছিল সব কাজ শেরে, তারপর গোসল করে ফ্রেশ হয়ে,দোকানে যাওয়ার জন্যে জামাকাপড় পরিধান কোরে সকালের খাবার খেয়ে নেই।এর পরে দোকানের উদ্দেশ্যে রওনা হোই।তারপরে দোকানে গিয়ে আব্বুর কাছথেকে বেচাকেনার হিসেব বুঝে নিয়ে,আব্বুকে বাড়িতে পাঠিয়ে দেই।এর পরে আমি বেচাকেনা শুরু করি।তো আজ সকালের দিকে তেমোন বেচাকেনা ছিলোনা মোটামুটি ফ্রি সময় পার করি। তাই আমি ইস্টিমিট এ ঢুকে বেশ কিছু পোস্টে আপ ভোট দেই।এবং আমার নোটিফিকেশন চেক করি।তো এভাবেই দুপুর হোয়ে যায়।তখোন দুপুরের খাবার শেরে নেই।এর পরে একটু বিশ্রাম করি।তারপরে বিকেলের সময় আমি আমার দোকানের সামনের কিছু গাছের পাতা পোরে ছিলো সেগুলে আগুন ধরিয়ে দেই।যেহেতু বেশ শিত পরছে আর মশাও বেশ বেড়ে গেছে তাই এক ঢিলে দুই পাখি মারলাম।

IMG_20241113_170659.jpg

পরে একটা গাড়ি আসে কাজ করাতে।তারা মেনুয়েল হ্যান্ডেল বাদ দিয়ে পাওয়ার ইষ্টারিং লাগাবে।তখোন গাড়িতে কাজ শুরু করা হয়।

IMG_20241113_195131.jpg

IMG_20241113_175653.jpg

তো গাড়িতে কাজ কোরার মাঝে আমি সবাইকে হালকা নাস্তা করালাম তারপরে সবাই একসাথে চা পান করি।আমার এক ভাই চা নিয়ে এসে সবাইকে দিলো।

IMG_20241114_233958.jpg

যেহেতু আবওহাওয়া ঠাণ্ডা ছিলো তাই চা টা খেয়ে বেশ ভালোই লাগছিল। এর পরে চা খাওয়া শেষ কোরে সবাই আবার কাজে লেগে পরে।আজ গারিটাতে কাজ করাতে করাতে বেশ দেরি হবে বুঝাই যাচ্ছে। আর এই দিক দিয়ে রাত জতোই বারছে তার সাথে শিতল হাওয়াও বারছে।তো আমি এদিকে দোকানের সারাদিনের হিসেব টাও খাতায় কোশে নেই।তারপরে গাড়িটার কাজ সম্পূর্ণ হতে বেশ দেরি হোচ্ছিলো।

IMG_20241113_195145.jpg

IMG_20241113_195120.jpg

তাই আজকে আর দেরি না কোরে কাজ বন্ধো কোরে। দোকানও বন্ধো কোরে বাড়ির উদ্দেশ্যে রওনা হোই।তারপরে বাড়িতে যাওয়ার সময় অনেক ঠাণ্ডা অনুভূতি হয়।এরপরে বাড়িতে এসে আমার কোয়েল পাখি দেরকে খাবার দেই এবং ডিম সংগ্রহ কোরি। তারপরে ফ্রেশ হোয়ে রাতের খাবার খাই।তারপরে আমি ইস্টিমিটে ডুকে আজকে সারাদিনের কার্যকলাপ পোষ্ট করা শুরু করি।প্রিয়ো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত ছিলো,আশা করি সবার কাছে ভালো লেগেছে।দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লহ হাফেজ।

Sort:  
 yesterday 

আপনার সারাদিনের কার্যক্রম আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে আমরা সবাই প্রত্যেকদিন কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। আমরা আমাদের দৈনন্দিন জীবন বিভিন্ন কাজের মাধ্যমে ব্যয় করি। তবুও আমাদের একটু ঘুরতে মনে চায়। আপনার সারাদিনের কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 91178.33
ETH 3192.43
USDT 1.00
SBD 2.96