Betterlife // The Diarygame 12-11-2024 // A very nice day
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ। প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠি। তারপরে বাহিরে গিয়ে আমার হাস, মুরগি,, কবুতর ও কোয়েল পাখি গুলোকে খাবার দেই।এরপর দাঁত ব্রাশ করে গোসল করি।এরপর ঘরে এসে ড্রেস চেঞ্জ করে সকালের নাস্তা সেরে নেই। তারপরে দোকানের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। এরপর দোকানে গিয়ে আল্লাহর নাম নিয়ে বেচাকেনা শুরু করি।
দোকান খোলার কিছুখোন পরে,আমাদের ফিডের দোকানের জন্যে পল্টির বাচ্চা নিয়ে আসি।
আজকে বাচ্চা নামার পরপর কাস্টমারের খুব ভিড় হয়ে পড়ে। কারণ এই কয়েকদিন বেশ বেচাকেনা ডাউন ছিল। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ অনেক বেচাকেনা হোচ্ছে। আর আমাদের এখানে আমরা ফ্রেশ কোম্পানির ডিলার নিয়েছি। ফ্রেশ কোম্পানির খাবারও ভালো। তাই কাস্টমার আমাদের কাছে খাবার এবং বাচ্চা দুইটাই নিয়ে তারা খুব খুশি। এজন্য আলহামদুলিল্লাহ আমরা খুব অল্প সময়তেই আমাদের দোকানটা দাঁড়া করাতে পেরেছি।এবং কাস্টমাররা আমাদের কাছ থেকে অনেক মাল নেয় এবং তারও অনেক কাস্টমার পাঠায়। তো এর পর পর আমাদের খুলনা থেকে বেশ কিছু কোয়েল পাখির বাচ্চা আসে। আমাদের কয়েকজন কাস্টমারের অর্ডার ছিল। তাই আমরা খুলনা থেকে এই বাচ্চা গুলো সংগ্রহ করি আমাদের কাস্টমারের জন্য। বাচ্চাগুলো এত দূর থেকে আসার পর খুবই দুর্বল হয়ে পড়েছিল। তাই আমরা এগুলোকে আরো কয়েকটা কার্টুনে বিভক্ত করে সেগুলোকে পানি এবং ওষুধ খেতে দেই।
তারপরে আমাদের এখানে আরও আসে মিশরীয় জাতের ফাওমি মুরগির বাচ্চা।আমাদের এই দিকে ফাও আমি মুরগির খুব চাহিদা।কারণ এখানে অনেকেই ফাওমি মুরগি পালন করে। তাই আমাদের কাস্টমাররা এই ফাওমি মুরগির বাচ্চা খুব চাহিদা সহকারে নেয়। এই ফাওমি মুরগির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে। এই মুরগিগুলো যখন বড় হয় এবং ডিম পাড়া শুরু করে তখন তারা কুচে হয় না। বা ডিমে তা দেয় না। এজন্য এ মুরগিগুলোকে খুব চাহিদা সহকারে নেয় সবাই। আর এ মুরগিগুলো টানা ১৮ মাস পর্যন্ত ডিম দেয়।
তো সারা দিন বেচাকেনা কোরতে, কোরতে সন্ধা হোয়ে যায়। তখোন দোকানের হিসেব শেষ কোরে, দোকান বন্ধো কোরে বাড়িতে চোলে আসি।তার পরে বাড়িতে এসে আমার কোয়েল পাখির ডিম গুলো তুলে ফ্রিজের রাখি ও কোয়েলপাখি দের খাবার দেই।তারপরে ফ্রেশ হোয়ে রাতের খাবার খেয়ে একটু পরে ঘুমোতে চোলে যাই।প্রিয়ো বন্ধুরা আজকের ব্লগ টা এইখানেই শেষ কোরছি। দেখা হবে অন্য কোনো দিন, নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Hi, Greetings, Good to see you Here:)
You've got a free upvote from witness fuli.
Peace & Love!