Betterlife // The Diarygame 11-10-2024 // A very nice day
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হোয়েছি। আসা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ।
প্রিয় বন্ধুরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাহিরে যাই। তারপরে প্রথমে কবুতরকে খাবার দেই।
কবুতর গুলোকে আগে খাবার দেওয়ার কারন হোচ্ছে, আমার মুরগি গুলো খুবি দুষ্টু, এরা কবুতরের খাবার খেয়ে ফেলে।তাই আগে কবুতর গুলোকে খাবার দেই।তারপরে হাসঁ ও মুরগি গুলোকে খাবার দেই।আর এই মরগটা আমি দুইদিন আগে কিনে আনি,এজন্য এটাকে আলাদা কোরে খেতে দেই।এটা কিনে আনার কারন হোচ্ছে এটা উল্কো মরগ। এই মরগের বিশেষত্ব হোলো এইগুলার গায়ের পালক গুলো উল্টো তাই দেখতে খুবি সুন্দোর লাগে।
এরপরে কোয়েল পাখি গুলোকে খাবার ও পানি দেই।খাবার দেওয়ার আগে কোয়েলের ঘরের লিটার গুলো পরিবর্তন কোরে দেই।
এর মধ্যেই কানে ভেসে আসে মাইকিং এর শব্দ। একজন লোক বলছিলো যে সরকারি ভাবে ছাগল কে পি,পি,আর, টিকা প্রদান করা হোচ্ছে। তো তখনি আমাদের খাশি ছাগল টাকে নিয়ে গিয়ে টিকা দেয়ালাম।
এর পরে টুকিটাকি কিছু কাজ সেরে নিয়ে।আমি গোসল কোরে নিলাম।তারপরে সকালের নাস্তা সারলাম।তো আজকে আমার চাচা সমজিদে দোয়ার আয়োজন কোরেছে।উনার মেঝো ছেলে কিছুদিন আগে প্রবাসে যায়। তো সে প্রথম বেতন পেয়ে এই দোার আয়োজন করেছে।তো আমরা সবাই মিলো জিলেপি প্যাকেট করি।
এর পরে আজান হোয়ে যায়।তখোন আমি নামাজের উদ্দেশ্যে বের হোয়ে পরি।তারপরে নামাজ শেষে দোয়ায় শরিক হোলাম।এরপরে বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে একটু বেড রেষ্ট নিলাম।এরপরে আসরের আজান হোয়ে যায়। তখোন আমি নামাজ পোরে দোকানে চোলে যাই।এরপরে দোকানে কিছুখোন থেকে আবার বাড়িতে চোলে আসি তখোন প্রায় রাত ৭.৩০ মিনিট বাজে । তাে পরে বাড়ি এসে আমার ইনকিবিউটর মেশিনে , আমার ফার্মের কোয়েলের ডিম গোলোকে ফুটাতে দিলাম।এর পরে ফ্রেশ হোয়ে রাতের খাবার সেরে ঘুমাতে চোলে যাই।প্রিয়ো বন্ধুরা আজকের ব্লগ টা এই পর্যন্তোই। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখো ধন্যবাদ। আল্লহ হাফেজ।
আপনার পশুপাখি লালন পালন দেখে ভালো লাগলো, বর্তমানে মুরগি, কোয়েল পাখি লালন পালন করে অনেক মানুষ স্বাবলম্বী হচ্ছে, আপনার ছোট চাচার ছেলে বিদেশ যাওয়ার পর প্রথম বেতন পেয়েছে এবং সেটার জন্য মসজিদে জিলাপি দিয়ে দোয়ার আয়োজন করা হয়েছে, এ বিষয়টি খুব ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Hi, Greetings, Good to see you Here:)
thank you so much