Betterlife // The Diarygame 09-01-2025 // A very nice day
আসসালামুয়ালাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছে ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। প্রিয় বন্ধুরা আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমার কোয়েল পাখির বাচ্চা হ্যাচিংয়ে দিয়েছিলাম, সেগুলোর কি অবস্থা তা দেখি। এরপর আমি গিয়ে দেখলাম যে ওদের খাবার ও পানি শেষ হয়ে গেছে।তাই আমি কোয়েল পাখি গুলোকে খাবার ও পানি দেই। এরপরে আমি বাহিরে গিয়ে আমার হাসঁ মুরগি ও কবুতর গুলোকে ছেরে খেতে দেই ।
তারপরে গরুর গোয়াল খুলে,গরু ও ছাগল কে বের কোরে বাহিরে রোদে বেধে খেতে দেই।
তারপরে আমি দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে চা নাস্তা করি। এরপরে আমাদের বাগানে কিছু কাজ ছিল সেগুলোকে সেরে ফেলি। এর পরে গোসল কোরে ফ্রেশ হোয়ে সকালের খাবার খাই।তারপরে দোকানের উদ্দেশ্যে বেড়িয়ে পরি।এরপরে দোকানে গিয়ে বেচাকেনা শুরু করি।
দোকানে গিয়ে বেশ কিছু কাস্টমারের কাছে মাল বিক্রি করলাম। আজকে আমি একটু ব্যবসায়ী কাজে ঢাকা যাব,তাই বেশি দোকানদারি করলাম না। আব্বু কে দোকানে রেখে আমি বাড়িতে যাই, সবকিছু গুছিয়ে তারপরে বাস ষ্ট্যান্ডে চোলে আসি।আমি বাড়ি থেকে গুছিয়ে বেড় হোতে বেশ দেড়ি হোয়ে যায়। তাই নির্ধারিত বাস টি মিছ করি।এরপরে আমি আমার দোকানে ফিরে আসি।কারন পরবর্তী বাস ২ ঘণ্টা পরে আসবে তাই।এরপর আমি দোকানে এসে আবার টুকটাক বেচাকেনা করি। তারপরে যখন বাসের সময় হয়ে যায়, তখন আমি আব্বুকে রেখে বাসস্ট্যান্ডে চলে আসি এবং টিকিট কেটে নেই।বাস আসতে আরও ১৫-২০ মিনিট সময় লাগবে। তাই আমি এই ফাঁকে দুপুরে খাবার সেরে ফেলি, একটা রেস্টুরেন্টে গিয়ে। এরপরে যখন বাস আসে, তখন আমার নির্ধারিত আসনে গিয়ে আমি আসন গ্রহণ করি।
তো যথাসময়ে গাড়ি ছেড়ে দেয়, তারপরে বেশ কিছুক্ষণ চলার এক পর্যায়ে একটু ব্রেক দেয় সবাইকে নাস্তা করার জন্যে। তখন আমি বাড়ি থেকে নেমে টয়লেট ব্যাবহার কোরি,এরপরে একটা কমল পানিয় ও মটর ভাজা কিনে গাড়িতে উঠে পরি।
তো এর পরে রাত ৭.৩০ মিনিটে ঢাকায় এসে পৌছাই।আমি গাড়ি থেকে নেমে একটু ঘুড়াফেরা কোরি।আর ঢাকা সহরের রাস্তার কিছু ছবি তুলি।
এসব দেখতে দেখতে বেশ খানিক টা সময় পাড় হোয়ে যায় ঘড়ির কাটায় তখোন রাত ১১.০০ টা। আমি তখোন এক কাপ চা নিলাম।
চা খেতে খেতে খেয়াল করলাম কিছু মানুষ শিতের পতিব্রতা থেকে পরিত্রাণ পাবার জন্যে আগুন জালিয় তা নিচ্ছে।
এর পরে আমি বাড়িতে চোলে যাই এবং ফ্রেশ হোয়ে সুয়ে পড়ি।প্রিয় বন্ধুরা আজকের ব্লগ টা এই পর্যন্তোই।আশা করি সবার কাছে ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
okay sir.
Hi, Greetings, Good to see you Here:)