Betterlife // The Diarygame 08-01-2025 // A very nice day

in Steem For Bangladeshlast month

Assalamu Alaikum Wa Rahmatullah

Hello Everyone. I am @alomgir121 from Bangladesh .

**Thumbnail image

IMG_20250108_155019.jpg

🔰The diary game 🔰

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছে ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন ধন্যবাদ। প্রিয় বন্ধুরা আজকে আমি ভোরবেলা ঘুম থেকে উঠি। উঠে দেখি শীতের কুয়াশার চাদরে পুরো গ্রাম ঢেকে আছে।তারপরে ঘুম থেকে উঠে বাহিরে বেরহোয়ে আমি কবুতর গুলোকে ছেড়ে খেতে দেই।যেহেতু অনেক কুয়াশা পড়ছিল এবং শিত ছিল তাই আমি হাঁস মুরগি গুলোকে ছারিনি। এরপরে আমি দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। তারপরে সকালের নাস্তা সেরে ফেলি।এরপর যখন একটু মৃদু রোদ উঠলো,তখন আমি হাঁস মুরগি গুলোকেও ছাড়লাম এবং খেতে দিলাম।তারপরে গোয়াল ঘর খুলে ছাগলকে বাইরে বের করে ঘাস খেতে দেই।তারপরে আমি বাজারে চলে যাই।সাথে আমার ছোট ভাগিনা কে নিয়ে, কারণ ওর চুল কাটতে হবে এবং আমার চুল কাটতে হবে তাই।তো আমরা মামা-ভাগিনা মিলে চলে গেলাম বাজারে। তারপর আমার ভাগিনাকে সেলুনে বসিয়ে দিয়ে আমি মার্কেটে চলে গেলাম কিছু কেনাকাটা করতে।তারপর আমার জন্য একটা পাঞ্জাবি এবং আমার ওয়াইফের জন্য একটা ওরনা কিনি। তারপরে আমি বাজার থেকে ফিরে এসে সেলুনে যাওয়ার আগে আমার জুতা গুলো পালিশ করতে দেই। তারপরে আমি চুল কাটাতে বসি।এরপর চুল কাটা শেষ হলে আমি আর আমার ভাগিনা চলে আসে বাড়িতে। এরপর বাড়িতে এসে আমি আমার মোটর সাইকেল টাকে একটু পরিষ্কার করি। তারপরে আমি গোসল শেরে ফেলি।আজকে আমার একটা বিয়ের দাওয়াত ছিলো। তো সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেই।তারপর আমি রেডি হয়ে চলে যাই সেখানে দাওয়াত খাওয়ার জন্য। তো আমি দাওয়াত খেতে যাওয়ার আগে, আমার ফ্রেন্ডে দের জন্য কিছুক্ষণ অপেক্ষা করি। কারণ সবাই একসাথে যাব তাই,এরপরে একে একে সবাই চলে আসলো তারপরে আমরা সবাই এক সাথে দাওয়াত খেতে গেলাম।দাওয়াত খেয়ে এসে আমরা কিছুক্ষন গল্প করি।এরপরে আমরা একটু হাঁটাহাঁটি করার জন্য মাঠে বের হই।একটু প্রাকৃতিক পরিবেশ টাকে করার জন্য।তো মাঝে গিয়ে দেখলাম যে মাঠে ভুট্টা খেতে নতুন নতুন ভুট্টার ছাড়া বের হয়েছে। তখন আমি কিছু ছবি তুলে নিলাম।

IMG_20250108_154927.jpg

IMG_20250108_154754.jpg

IMG_20250108_154725.jpg

এরপর হাঁটতে হাঁটতে আর একটু সামনে এগোতেই দেখলাম যে সরিষা খেতো খুব সুন্দর সরিষা ধরেছে এবং ফুল গুলো দেখতে খুব দারুন লাগছিল তখন সেখানে কিছু ছবি তুলে।

IMG_20250108_154843.jpg

এরপর আর একটু এগোতেই দেখলাম যে শ্যালো মেশিনে করে পানি তুলে সে পানি প্ল্যান এর মাধ্যমে প্রত্যেকটা জমির দেওয়া হচ্ছে।

IMG_20250108_155103.jpg

তারপরে আমরা আরো একটু ভিতরে যাই হটতে হাটতে, আসলে মাঠের প্রাকৃতিক যে পরিবেশ এটা হেটে দেখতে দেখতে খুবই দারুণ লাগছে । তাই আমরা হাঁটছিলাম আর কিছু পরিবেশের দৃশ্য ক্যামেরা বন্দি করছিলাম।

IMG_20250108_155629.jpg

IMG_20250108_155546.jpg

IMG_20250108_154949.jpg

এরপরে আমরা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে মাঠে এক প্রান্তে গিয়ে বসে কিছুক্ষণ গল্প গুজব করি। সন্ধ্যা গসিা আসলে আমরা যে বাড়িতে চলে আসি। প্রিয় বন্ধুরা আজকে ব্লগ টি এই পর্যন্ত ছিল।আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোন ব্লগে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,আল্লাহ হাফেজ।

Sort:  
 last month 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
AI contentHuman
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI9.8
Period2025-01-09
ResultNo Club

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96090.08
ETH 2633.47
USDT 1.00
SBD 0.43