Betterlife // The Diarygame 06-12-2024 // A very nice day
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।আমি @ alomgir121 আজ আপনাদের মাঝে নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছে ভালো লাগবে।এবং শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন ধন্যবাদ।
প্রিয় বন্ধুরা আমি প্রতিদিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠি।তারপরে বাহিরে গিয়ে আমার হাঁস,মুরগি,কোয়েল পাখি ও কবুতরগুলোকে ছাড়ি এবং সেগুলোকে খেতে দেই।এরপরে আমার কোয়েল পাখির ঘরে কিছু উকুন বা পোকা বলে সেই গুলো হয়েছিল।তো সেই গুলোর জন্য আমি ওষুধ কিনে আনি।তারপরে ঔষধ গুলোকে ভালোমতো পানিতে মিশিয়ে ছিটিয়ে দেই।তারপরে দাঁত ব্রাশ করে, গোসল করে ঘরে এসে জামা কাপড় চেঞ্জ করে সকালে নাস্তা সেরে ফেলি।তারপর আল্লাহ নাম নিয়ে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি।
আমি দোকানে আসার পরে আব্বুকে বাসায় পাঠিয়ে দেই।তারপরে আমি বেচাকেনা শুরু করি। আলহামদুলিল্লাহ আজকে ভালোই বেচা কেন হচ্ছিল বেশ কিছু কাস্টোমার আসছিল, বিভিন্ন ধরনের মাল বিক্রি করি।তো তারপরে বেশ কিছুক্ষণ দোকানে বসে থাকার পরে, জুম্মার নামাজের আজান হয়।তারপরে আমি দোকান বন্ধ করে আমার এক জায়গায় বেড়াতে যাওয়ার কথা।সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই।অনেকদিন ধরে কোথাও বেরোনো হচ্ছে না। তো আজকে বেশ কিছুদিন পরে যখন যাচ্ছিলাম তখন আশেপাশে যে পরিবেশ সেগুলো খুব উপভোগ করছিলাম।যেহেতু শীতকাল তো বিভিন্ন জায়গায় খেজুর গাছ কেটে যাচ্ছে কিছু কিছু গাছে রস হোচ্ছে দেখে খুব ভালো লাগছিল,তারপরে দেখলাম মাঠে আরো কিছু ক্ষেতের ভেতরে তারা ধানের বীজ ফেলেছে,নতুন ধানের চারা উৎপাদনের জন্য,দেখতে খুবই সুন্দর লাগছিল। দেখুন আমি কিছু ছবি দিয়ে দিলাম।
তারপরে আরো কিছুদূর পথ পাড়ি দেওয়ার পরে দেখলাম বিলের মধ্যে বেশ কিছু কচুরিপানার ফুল ফুটে রয়েছে এটাও খুবই সুন্দর লাগছিল। মানে একটার পর একটা পরিবেশে যে মুগ্ধতা এটা আমি সত্যি অসম্ভব পরিমাণে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম বারে বার।
তো এগুলো দেখতে দেখতে এক সময় আমি গিয়ে পৌঁছে গেলাম আমার সেই গন্তব্যে। তারপর সেখানে গিয়ে হালকা-পাতলা নাস্তা করে আমি জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গেলাম। তারপরে জুম্মার নামাজ আদায় করে বাসায় চলে আসলাম, এসে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করা হলো। তো আমি দুপুরে খাওয়া-দাওয়া সেরে ফেললাম।তারপরে একটু বিশ্রাম করলাম।এরপরে বিশ্রাম শেষ করে আমি আবার দোকানে উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ আমার আজকে সন্ধ্যা বেলায় বেশ কিছু তাগাদা আছে, কাস্টমারের কাছ থেকে টাকা কালেকশন করতে হবে সেজন্য। আসার সময় প্রতি মধ্যে আমার এক ছোট ভাই অসুস্থ হয়ে পড়ে।তো ওকে নিয়ে কোটচাঁদপুর হাসপাতালে,মানে আমার দোকানে পাশেই হসপিটাল আছে। তো সেখানে একজন ডাক্তারের কাছে ওদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম।
তারপরে ওকে দেখানোর পর,ওদেরকে আমি দোকানে রেখে আমি বাসায় আসি। আমার নিজের বাসায়,বাড়িতে যাওয়ার সময় আম্মুর জন্য কিছু ওষুধ অর্ডার করি। তো সেই লোক আস্তে আস্তে আমি একটু অপেক্ষা করি।
তারপরে সেই লোক ওষুধ নিয়ে আসে, এরপর আমি তাকে টাকা পেমেন্ট করে ওষুধ নিয়ে আম্মুকে বাসায় পৌঁছে দেই। তারপর আবার দোকানে ব্যাক করি। তারপরে কাস্টমারের কাছ থেকে টাকা কালেকশন এর জন্য যাই।কালেকশন শেষ করে আবার দোকানে ফিরে আসি। এরপর দোকানে হিসাব কিতাব শেষ করে,আমি দোকান বন্ধ করে আমি বাড়িতে চলে আসি।তারপরে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার সেরে একটু গল্প গুজব করে তারপরে শুতে চলে যাই।প্রিয় বন্ধুরা আজকের ব্লগ টি এই পর্যন্ত ছিল।আশা করি সবার কাছে ভালো লেগেছে। এবং আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি পোস্ট। এত সুন্দর করে আমাদের উপস্থাপন করে শেয়ার করার জন্য ধন্যবাদ
মূল্যবান মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই।
Hi, Greetings, Good to see you Here:)
Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone. Join our Discord servers for help. Click the link below to join our discord server. https://discord.gg/6by5BAtAAC
অনেক মূল্যবান পোষ্ট। খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে সবকিছু।
আমার একটা প্রশ্ন আছে?
রাস্তার ধারে যে খেজুর গাছগুলো নিশ্চয়ই সেগুলো থেকে খেজুরের রস পাওয়া যায়। যদি খেজুরের রস পাওয়া যায় তাহলে সেই বিষয় নিয়ে একটা ডায়েরী গেম উপহার দেয়ার জন্য অনুরোধ।
একই সাথে সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।