Betterlife // The Diarygame 04-11-2024 // A very nice day
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগে। বন্ধুরা আজকে আমি প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠি।তারপরে আমি বাহিরে যাই, গিয়ে প্রতিদিনের মতোই আমার ফার্মের হাঁস, মুরগি, কোয়েল পাখি ও কবুতর গুলোকে এবং রাজা হাসঁ গুলোকে বেড় কোরে খাবার খেতে দেই।তারপরে আমি দাত ব্রাশ কোরে,গোসল শেরে নাস্তা কোরতে বসি।এরপরে দোকানের উদ্দেশ্যে বের হোে পড়ি।তারপরে দোকানে গিয়ে আল্লাহর নাম নিয়ে বেচাকেনা শুরু করি।আমি এখোন প্রতিদিন দেরি কোরে দোকানে আসি।কারন আব্বু সকালে চোলে আসেন এবং আমি আসলে বাড়িতে চোলে যায়। এরপরে বিশ্রাম নিয়ে আবার সন্ধার দিকে দোকানে আসেন।তো আজ আমি দোকানে এসে দেখি যে ঢাকা থেকে এক কার্টুন মাল এসেছে।তো আমি একটা মেশিন ঠিক করার জন্যে ঢাকায় পাঠাই, এই কার্টুনের মোধ্যে সেই মেশিন টাও পাঠিয়েছে। তারপরে আমি অন্যান্য কাজে একটু ব্যাস্তো হোয়ে পড়ায় কার্টুন টা তখোন আর খোলার সুজোগ হয় না।তারপরে দুপুর হোয়ে আসে তারপরে দুপুরের খাবার সেরে নেই।এরপরে একটু বিশ্রাম কোরে নেই।তারপরে বিকেল হোয়ে আসে।তখোন আমি একটু ফ্রি ছিলাম তাই সেই মালের কার্টুন টা খুলি।এবং কি কি মাল আছে সে গুলো বুঝে হিসেব কোরে মিলিয়ে নেই।
তারপরে আছোরের নামাজ আদায় কোরতে মোসজিদে যাই।এরপরে দোকানে এসে দেখি, আমার ফোনে আমার স্ত্রী বাসা থেকে কল করেছে। তখন আমি মিস কল দেখে, কল ব্যাক করলাম। এরপর আমাকে জানানো হলো যে আমার ছেলের ঠান্ডার সমস্যা অনেকটা বেড়ে গেছে। এজন্য ওকে নেবুলাইজার গ্যাস দিতে হবে। সেজন্য আমাকে যেতে বলল, তারপরে আমি দোকান থেকে রওনা হয়ে গিয়ে ওদেরকে গ্যাস দিয়ে। তারপর বাসায় পৌঁছে দিয়ে আবার দোকানে চলে আসি। আমি দোকানে আসার সময় নাস্তা করার জন্য, একটা দোকান থেকে ঝালমুড়ি কিনে নিয়ে আসি। এবং আমরা সবাই মিলে সেটা খাই।
তারপরে আমার এক ভাতিজা আসে আমার দোকানে। তো সে আসার সময় এক ধরনের ফল নিয়ে আসে, ফলটা দেখতে অদ্ভুত আকৃতির।তো আমাকে কিছু ফল দিলে আমি সেখান থেকে ফল কেটে খেলাম তো দেখলাম মোটামুটি ভালোই লাগে বেশি সাধনা আবার একবারে খারাপ না মোটামুটি। তবে ফলের আকৃতিটা অনেক অদ্ভুত মানে দেখলে খুবই ভালো লাগে।আমার কাছে গরুর মাথার মতো আকৃতি টা মনে হয়। আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন কমেন্ট করে।
তারপর বেশ কিছুক্ষণ বেচাকেনা কোরে। দোকানের হিসেব শুরু করি সারা দিনের। তারপরে হিসেব শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হই।তারপরে বাসায় এসে আমার কোয়েলের ফার্মে গিয়ে দেখলাম, যে ওরা বেশ কিছু ডিম পেরেছে। তো সেই ডিম গুলোকে কালেক্ট করলাম এবং ওদেরকে খাবার ও পানি দিয়ে তারপর চলে আসলাম।
এরপর আমি হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে বসলাম। খাবার শেষ হলে আমি বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করি এবং তারপরে ঘুমাতে চলে যাই। প্রিয় বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করি আল্লাহ হাফেজ।