Betterlife // The Diarygame 02-12-2024 // A very nice day
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। এবং শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন ধন্যবাদ।
বন্ধুরা প্রতিদিনের মতো জকেও সকাল বেলা ঘুম থেকে উঠে,বাহিরে গিয়ে আমার ফার্মের হাসঁ মুরগি, কোয়েলপাখি ও কবুতর গুলোকে ছেরে খেতে দেই।তারপরে দাত ব্রাশ কোরতে, কোরতে আমাদের রাজহাঁস গুলোকে নদিতে দিয়ে আশি। তরপরে বাড়িতে এসে গোসোল কোরে গরে গিয়ে জামাকাপড় পরিধান করি।এরপরে সকালের নাস্তা সেরে দোকানের উদ্দেশ্যে রওনা হোয়ে পরি।তারপরে দোকানে গিয়ে আল্লাহর নাম নিয়ে বেচাকেনা শুরু করি।
সকালে টুকটাক ভালোই বেচাকেনা হয়।তারপরে দুপুর হোয়ে আসলে খাওয়া দাওয়া শেষ কোরি।এর পরে একটু বিশ্রাম কোরে দোকানের সামনে হাটাহাটি কোরি।তখোন আমার দোকানের সামনের মাঠে দেখি অনেক গুলো গাড়ি গাছ নিয়ে আসে।তখোন আমি কিছু ছবি তুলি।
এই গুলো দেখে খুব কারাপ লাগে ,কারন এতো এতো গাছ তারা কাটছে, যা আমাদের পরিবেশ কে হুমকির মুখে ফেলছে।এই একটা মাঠে হাজারের উপরে গাছ কেটে শারি দিয়ে রেখেছে।ওই পাশে এর চাইতেও বড় বড় মাঠ গাছ দিয়ে ভোরে রেখেছে।এভাবে চোলতে থাকলে আমরা অতি শীঘ্রোই ভয়াবহ জলবায়ু সংকটাপন্ন হবো।দেখুন আপনারা কি পরিমান গাছ কাটা হোচ্ছে প্রতিদিন।
এগুলো প্রতিদিন চোখের সামনেই ঘটছে।একের পর এক গাড়ি আসে আর গাছ ফেলে রেখে চোলে যাচ্ছে। আমাদের সবুজ শ্যামল পরিবেশ টা ধীরেধীরে ধংশো হোচ্ছে।
এই গাছটি দেখতে কতো সুন্দোর লাগছে দেখুন।নিঃস্বার্থভাবে আমাদেরকে অক্সিজেন এবং ছায়া দিয়ে যাচ্ছে। আর আমরা এই প্রাকৃতিক বন্ধু গুলোকে নির্দয় ভাবে ধংশো কোরে যাচ্ছি। সৃষ্টিকর্তা মাদের কে সঠিক পথে চলার তৌফিক দান কোরুক।এই গুলো দেখতে দেতে সন্ধা ঘনিয়ে আসে,তখোন আমি দোকানের কিছু কাষ্টমারের কাছে টাকার তাগাদা করতে যাই।তারপরে দোকানে এসে সারাদিনের বেচাকেনার হিসেব কোরে, দোকান বন্ধো কোরে বাড়িতে চোলে আশি।প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই ছিলো। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে।শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।দেখা হবে আবার কোন নতুন ব্লগে ইনশাল্লাহ, শেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।