Betterlife // The Diarygame 01-10-2024 // A very nice day
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লক নিয়ে হাজির রয়েছি। আশা করি শেষ পর্যন্ত সবার সাথে থাকবেন ধন্যবাদ।
প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠি। তারপরে আগেই ইস্টিমিট একাউন্ট চেক করি। এরপর বাহিরে গিয়ে আমার ফার্মের হাঁস, মুরগি, কোয়েল পাখি এবং কবুতরগুলোকে খেতে দেই। তারপরে দাঁত ব্রাশ করে গোসল করে ফ্রেশ হয়ে নাস্তার শেরে নেই।এরপর আল্লাহর নাম নিয়ে দোকানের উদ্দেশ্যে রওনা হয়ে যাই।
আমি বাসা থেকে হাটতে হাঁটতে বাজার পর্যন্ত যাই। তারপরে সেখান থেকে রিকশায় উঠে দোকানের উদ্দেশ্যে রওনা হোই।
আজকে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য দিনের মতো আমি একা যাচ্ছি না। আমার সাথে আমার ছোট্ট ভাগিনা যাচ্ছে। ওর নাম হচ্ছে মোঃ রিফাত ও আমার ছোট বোনের ছেলে। ওরা ঢাকা থেকে বেড়াতে এসেছে আমাদের বাড়িতে। তাই আজকে ও আমার সাথে দোকানে যাচ্ছে। রিফাত আমার ভাগিনা খুব ভদ্র একটা ছেলে এবং খুবই বুদ্ধিমান। সে আমার সাথে দোকানে গিয়ে আমার দোকানে অনেক কিছু বেচাকেনা করে এবং অনেক মাল এগিয়ে দেয়। তোর ভিতরে অনেক আগ্রহ আছে এবং পরিশ্রমকে খুব কমই ভয় পায় ওর বয়স অনুযায়ী ও খুব ফাস্ট, আমি ওকে খুব ভালোবাসি।তো যাইহোক এরপরে মামা ভাগিনা একসাথে দোকানে পৌঁছে গেলাম।দোকানে গিয়ে তারপর আল্লাহর নাম নিয়ে বেচাকেনা শুরু করলাম। তো সকাল থেকে মোটামুটি ভালোই বেচাকেনার চাপ ছিল। তাই মামা ভাগ্নে একসাথে অনেক কাস্টমারের কাছে মাল বিক্রি করলাম। তার কিছুক্ষণ পরেই ঢাকা থেকে গতকালকে যে মাল গুলো অর্ডার করেছিলাম, ট্রান্সপোর্ট এর লোক এসে সেই মালগুলো আমাদের দোকানে পৌঁছে দিয়ে যায়।
যখন ট্রান্সপোর্টের লোক দোকানে মালগুলো পৌঁছে দেয়।তখন আমি মালগুলো খুলে সব কিছু বুঝে নেই। এরপরে মালগুলোকে আমার দোকানে রেখে সাজিয়ে রাখি। তো এরপরে আমরা একটু রিল্যাক্স করি এবং তখোন দোকানের সামনে দিয়ে একজন বাদাম বিক্রেতা যাচ্ছিল তখোন তার কাছথেকে কিছু বাদাম কিনে আমরা সবাই বাহিরে বোসে খাই।
এর পরে আবার দোকানে এসে কিছু কাস্টমারের কাছে মাল বেচাকেনা করি। এর ভিতর দুপুর হয়ে আসে তখন আমরা দুপুরে খাবারটা সেরে নেই। তো আমরা দুপুরের খাবার শেষ করতে না কোরতেই দেখি বাহিরে বৃষ্টি শুরু হোয়ে যায়।তখোন আমরা একটু রেষ্ট নিতে নিতে বৃষ্টি টাকে উপভোগ করি।তো বৃষ্টির কারনে দুপুরের পরে আর কাস্টমারের তেমোন বেশি চাপ ছিলো না।তো এভাবে বোসে থেকে থেকে যখোন সন্ধা হোয়ে যায়।
তখোন দোকানের হিসেব শেষ কোরে। দোকান বন্ধো কোরে বাড়ির দিকে রওনা দেই।তারপরে বাড়িতে এসে আমার ফার্মের কোয়েল গুলোকে খাবার ও পানি দেই।তার পরে মুরগির ডিম গুলো নিয়ে প্রিজে রাখি।তারপরে ফ্রেশ হোয়ে। বোন ও ভাগ্নে দের সাথে গল্পো কোরি ও রাতের খাবার খাই।তারপরে সবার সাথে কথা বোলে ঘুমোতে চোলে যাই।প্রিয়ো বন্ধুরা আজকের ব্লগ টা এই পর্যন্তোই ছিলো।আসা কোরি সবার ভালো লেগেছে।ধন্যবাদ।
Hi, Greetings, Good to see you Here:)
Greeting friend @alomgir121, Please let me know when the photos used in your post were taken. Because you presented photos from different days in your diary game post which is illegal. Note that diary game posts have to represent a specific day's activities and using images from different days is strictly prohibited. Hope you remember things.
@shiftitamanna Please tell me that there is no picture dated 1/10/2024. If you told me, I would have corrected my mistake.
আসসালামু আলাইকুম, ভাইয়া. ধন্যবাদ আপনাকে, আপনার সারা দিন এক্টিভিটিস গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য. আপনার ডাইরি গেমটি পরে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার সারা দিন খুবই সুন্দর কেটেছে. এবং আপনি আপনার ফার্মের পশুপাখি গুলোকে খুবই যত্ন করেছেন. তারপর আপনি আপনার ভাগিনাকে নিয়ে দোকানে গিয়েছেন ,এবং কিছু জিনিস নিয়েছেন .ধন্যবাদ ,আপনাকে আশা করি ভালো থাকবেন