You are viewing a single comment's thread from:
RE: Drawing of date tree binding on a winter day
আপনার ড্রয়িংটা খুবই সুন্দর হয়েছে।খেজুর গাছ থেকে একটি লোক খেজুরের রস পারতে লেগেছে।খেজুরের রস ঝাল করে খেতে বেশ মজা। খেজুরের রস আমি বাজার থেকে মাঝে মাঝে কিনে আনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে। আপনি খুব সুন্দর করে ড্রইং করেন এবং প্রত্যেকটা ধাপ আপনি স্পষ্টভাবে বুঝিয়েছেন। যাতে আমাদের ড্রইং করতে জিনিসটা সহজ হয়। যাই হোক আপনার এই পোষ্টের জন্য আমি সফলতা কামনা করি @zisha-hafiz sister
অনেক অনেক ধন্যবাদ @afrinn আপু আপনাকে আমার ড্রয়িংটিকে এত ভালোবাসার দেয়ার জন্য। আমি অনেক খুশি হয়েছি আপু আপনার মন্তব্যটি দেখে আমার পোস্টে। আপু আমি কিন্তু কখনো ঝাল রস খাইনি, তবে যেহেতু আপনি বলছেন তাহলে এটা অবশ্যই সুস্বাদু হবে। আপু, আপনার ডায়েরি গেম গুলো ও ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনি সবসময় বেশ কিছু প্রাণবন্ত ছবি সব সময় আমাদের সামনে তুলে ধরেন যা আমাকে আপনার ডাইরি গেম পরার প্রতি আমাকে আকৃষ্ট করে। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সব সময়।