Contest - Save and Clean Environment in your area.||BY @afrinn||

in Steem For Bangladesh2 years ago (edited)
আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে রবিবার ২৩ অক্টোবর ২০২২

প্রতিযোগিতা - আপনার এলাকায় পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন করুন।

PhotoCollageMaker_20221023113420249.jpg

ভুমিকা

প্রিয় বন্ধুরা,
আমি আজকে অনেক সুন্দর একটা কনটেস্ট অংশ গ্রহণ করলাম।আমি সত্যি আনন্দিত যে এই কন্টেস্টে প্রতিটি কাজ আমার দৈনিক করতে হয়।তাই পরিবেশ পরিচ্ছন্নতা রাখার কাজটা আমার জন্য সহজ হয়ে যায়।আসলে বাড়ির আসেপাশে পরিস্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের সকলের দায়িত্ব।আমরা যদি সভাই একটু সচেতন হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা থাকি তাহলে আমরাই আমাদের দেশ এবং দেশের মানুষকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো।যাইহোক কনটেস্ট এর প্রশ্ন গুলির উত্তর নিচে দেওয়া হলো আশা করি আমার উত্তর গুলি কমিউনিটির সকলের ভালো লাগবে সেই আশায় শুরু করা যাক-

প্রশ্নঃ আপনি কি কখনও আপনার বাড়ির চারপাশের পরিবেশ পরিষ্কার করেছেন?

IMG-20221022-WA0013.jpg

উত্তরঃ

জি করেছি আর বাড়ির চারপাশ পরিস্কার এটা আমার দৈনন্দিন কাজ।আমার বাড়ির চারপাশ সবসময় পরিস্কার পরিচ্ছন্নতা রাখি।তাছাড়া আমার বাড়ির আসেপাশে পরিস্কার রাখা জুরুরি কারণ আমার ছোট মেয়ে তাই আরো বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবেশ পরিচ্ছন্নতা রাখা।

প্রশ্নঃ পরিবেশ পরিচ্ছন্ন ও সংরক্ষণে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে?

IMG-20221022-WA0015.jpg

উত্তরঃ

যেমন গাছ পালা বড় হলে। ডালা কেটে দেওয়া।তারপর ঘাস হলে তা পরিস্কার করা।ফুলের বাগানে ফুলের ডাল-পালা বড় হলে তা খেয়াল করা বা ছাটাই করে দেওয়া।বাড়ির আসে পাশে ময়লা আবর্জনা আছে কিনা তা খেয়াল রাখা।ময়লা আবর্জনা থাকলে সাথে সাথে পরিষ্কার করা।উঠান ঘর প্রতিদিন জারু দেওয়া।এবং বিছানা পরিস্কার পরিচ্ছন্নতা রাখা।বাড়ির আশে পাশে সর্বদা পরিস্কার রাখা এবং অন্যদের পরিস্কার রাখার উৎসাহ করা।আর পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।

প্রশ্নঃ পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষকে সচেতন করা কীভাবে সম্ভব?

20221023_075942.jpg

উত্তরঃ

পরিবেশ পরিচ্ছন্ন রাখতে।মানুষের সাথে মিশতে হবে।তারা যদি পরিবেশ পরিচ্ছন্ন না রাখে তাদের কিছু উপদেশ দিতে হবে।পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ।তাই পরিষ্কার থাকা ভালো মানুষ কে সেটা বুজিয়ে বলতে হবে।পরিবেশ পরিচ্ছন্ন রাখলে মানুষের রোগ জীবানু ভয় কম থাকবে।তারপর স্বাস্থ্য ভালো রাখতে পরিবেশ পরিচ্ছন্নতা রাখা গুরুত্বপূর্ণ।এভাবে আরও কিছু নিয়ম কানন বললে মানুষ অবশ্যই সচেতন হবে।

প্রশ্নঃ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কি আমাদের কর্তব্য বলে মনে করেন? যদি তাই হয়, তাহলে আপনি কিভাবে ভূমিকা পালন করবেন?

IMG-20221022-WA0009.jpg

উত্তরঃ

পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য আমরা মনে করি।কারন পরিবেশ নোংরা থাকলে অসুখ-বিসুখ হয়।পরিবেশ নোংরা থাকলে পোকা মাকর জন্ম নেয়।সে পোকামাকর আমাদের অনেক ক্ষতি করে।পরিবেশ নোংরা থাকলে আরো অনেক ক্ষয়ক্ষতি হয় যেমন ডেঙ্গু মশা আরও অনেক প্রজাতির পোকামাকড় জন্ম নেয়।সে গুলো মানুষের অনেক ক্ষয়ক্ষতি করে। এবং নানা রোগ ছড়ায়।এর কারনে আমরা অনেক কস্ট ভোগ করি।পরিবেশ পরিচ্ছন্ন রাখলে মানুষের কোন ক্ষতি হয় না।যেমন বাড়ির পাশে বা পিছনে যদি জঙ্গল হয়ে থাকে তা পরিষ্কার করে নেবেন।

IMG-20221022-WA0005.jpg

কারণ ওখানে অনেক প্রকার পোকা মাকর জন্মাতে পারে।তাই যখন বাড়ির কেউ দেখবেন যে জঙ্গল হচ্ছে সাথে সাথে তা পরিষ্কার করে নিবেন।যদি না পরিস্কার করা হয় মশা পোকামাকর সাথে সাপ থাকতে পারে।তাই বড় একটি দুর্ঘটনা ঘটে যাবে।তাই দুর্ঘটনা ঘটে না যাওয়ার আগে পরিস্কার পরিচ্ছন্নতা থাকি।আমাদের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।তাই পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অবদান একটু বেশি তাই না।তাই আমি নিয়মিত আশে পাশের জঙ্গল পরিষ্কার না করতে পারলেও সপ্তাহে একদিন করি।কারণ পরিবেশ পরিচ্ছন্ন রাখা এটি আমাদের দায়িত্ব ও ভালো কাজ।তাই আজকেও আমি বাড়ির চারপাশ টা পরিষ্কার করলাম।প্রথমে যে কাজটি করলাম আজকে।ঝাড়ু হাতে নিয়ে গাছের অনেকগুলো পাতা ছিল তা সুন্দর করে গুছিয়ে নিলাম।তারপর আমি কিছু গাছের ডালা পালা ছাটাই করে দিলাম।তারপর দেখলাম বাগানটা কিছু ময়লা জমছে ও ফুল গাছের ডালা পড়ে আছে।তা কাচি দিয়ে কেটে দিলাম।তারপর পেপে গাছের বাগান টা একটু একটু ঘাস ছিল তা টেনে তুলে ফেলে দিয়ে জারু দিয়ে নিলাম।তারপর দেখলাম বাড়ির এ পাশে অনেক জঙ্গল তা হাত দিয়ে পরিষ্কার করে নিলাম।তারপর বাড়ির চতুর দিক দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না।তা দেখলাম সবই ঠিক আছে।কিছুক্ষন পর আমি পুড়ো বাড়ি জারু দিয়ে পরিষ্কার করে ফেলি।

IMG-20221022-WA0011.jpg

আর তাছাড়া বাড়িতে ময়লা আবর্জনা আমি সহজে জমে থাকতে দেই না।প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হয়।ঘরে ময়লা বাহিরে ময়লা এগুলো পরিবেশ দূষিত করে তাই আমাদের কর্তব্য প্রতিদিনের কাজ প্রতিদিন করা।এতে পরিবেশ দূষন থেকে রক্ষা পাওয়া যাবে।এবং আমরা সুস্থ থাকব।পরিবেশ পরিচ্ছন্ন রাখা এটা আমাদের জন্য খুবই জরুরী।তাই আমরা পরিবেশ পরিচ্ছন্ন রাখব।সুস্থ মোরা জিবন গরবো।সবাই ভালো থাকবেন।

উপসংহার

IMG-20221022-WA0014.jpg

পরিশেষে বলা যায় আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখলে দেশের এবং দেশের মানুষের অনেক রকম রোগপ্রতিরোধ খমতা কমে যাবে এবং দেশ ও জাতির উন্নতি হবে।তো বন্ধুরা সবাই আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সুস্থ মোরা জিবন গড়ি।আসলে ছবি তুলার মতো আমি ছাড়া কেও নেই তাই কোন ছবি তুলে দিতে পারিনি।তবে যতটুকু পারছি চেস্টা করছি।ভালো থাকবেন।

খোদা হাফেজ

From #Bangladesh
@afrinn

Sort:  
 2 years ago 

আপনি খুবই সুন্দর ভাবে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন আপনার বাড়ির আশে পাশে জায়গা গুলো। দেখে আমার খুব ভালো লাগছে। চেষ্টা করবেন সবসময় এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। ধন্যবাদ আপনাকে কন্টেস্ট অংশগ্রহণ করার জন্য।

 2 years ago 

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI16.4
Period23/10/22
Transfer to Vesting10.129 STEEM
Cash Out
0
Resultno #Club

Determination of no #Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application

আমি পুকুরে সময় অতিবাহিত করতেছি বিগত তিনদিন যাবত যদিও আমি এখন বাসায় নেই তাই আপনাদের মাঝে আমি আমার পুকুরে আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার একটি গল্প লিখেছি অবশ্যই পড়বেন। আপনার কাজকে আমি শ্রদ্ধা করি আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক সময় ব্যয় করেছেন বোঝা যাচ্ছে এবং আপনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনার পরিবেশ এবং চারপাশ বেশ পরিষ্কার তা স্পষ্ট। যাইহোক, ধন্যবাদ সুন্দর এই কনটেস্টে অংশগ্রহণের জন্য 🙂

 2 years ago 

অনেক সুন্দর ও গুছানো উপস্থাপন করেছেন। বেশ কিছু বিষয় শিখলাম। ধন্যবাদ।

 2 years ago 

You have great photography. I like it very much. Your photography rules are beautiful. Moreover, the rules of writing are also very good.

 2 years ago 

আপনার এই পোস্টে আপনি অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন। এই পোস্টটি করার জন্য আপনার অনেক সময় ব্যয় হয়েছে। কিন্তু আপনার পোস্টটা অনেক সুন্দর হয়েছে দেখতে এবং আপনি এই কনটেস্টের এত সুন্দর সুন্দর করে এই আমাদের মাঝে উত্তর এবং প্রশ্ন গুলো বুঝিয়ে দিয়েছেন যা আমার অনেক ভালো লেগেছে। আপনার এই কাজ গুলো আমার অনেক ভালো লাগে। আপনি সুন্দর মার্ক ডাউন করেন। এজন্য আপনার পোস্টটা দেখতে অনেক ভালো হয় এবং এই পোস্ট গুলো অনেক সুন্দর লাগে দেখতে এবং পড়তে।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য এবং কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। আমাদের সবারই উচিত আমাদের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এতে আমাদের এই অনেক মঙ্গল হবে। কারন পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকলে সেখানে জীবাণু জন্ম নেয়। সেই জীবাণুগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। তাই আমাদের সবার উচিত বাড়ি ঘর পরিষ্কার রাখা এবং বাড়ির চারিপাশে পরিষ্কার রাখা।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67985.45
ETH 2400.41
USDT 1.00
SBD 2.35