Better Life With Steem || The Diary Game || 31 October 2024 যাত্রাবাড়ী আবাসিক এলাকার মধ্যে ঘুরতে গেলে খুবই ভালো লাগে।
হ্যালো স্টিম প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আমি আমার নতুন আরেকটি দিনের কার্যক্রম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, তো চলুন শুরু করা যাক-
সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করা আমার পছন্দ। হালকা নাস্তা হিসেবে চা, বিস্কিট, একটা দেশি মুরগির ডিম ও এক গ্লাস দুধ হলেই যথেষ্ট আলহামদুলিল্লাহ। যখন বাড়িতে থাকি তখন এমন নাস্তা করা সম্ভব হয়। কিন্তু মাদ্রাসায় আসলে এরকম নাস্তা করা সম্ভব হয় না, কারণ মাদ্রাসার পরিবেশটা অন্যরকম। সেদিন সকাল বেলা খাবার খেতে ইচ্ছে করছিল না তাই বাহিরে গিয়েছিলাম হালকা নাস্তা করার জন্য। প্রথমে রুটি খেয়ে নিলাম এরপরে একটি গরম গরম দুধ চা খেয়ে মাদ্রাসায় চলে আসলাম। এক কাপ দুধ চায়ের মুল্য ১০ টাকা।
এরপরে দুপুরের আগ পর্যন্ত ক্লাসে উপস্থিত ছিলাম, জোহরের নামাজ জামাতের সাথে আদায় করে দুপুরে খাবার খেয়ে নিলাম। আসর পর্যন্ত ক্লাস হওয়ার পরে গোসল করে নিলাম। ইদানিং গোসল করতে একটু বিলম্ব হচ্ছে। কারণ দিন একদম ছোট, সবকিছু মেইনটেইন করতে সময় লাগে। আসরের নামাজের আগে গোসল করে আসরের নামাজ পড়ে বাহিরে ঘুরতে গিয়েছিলাম। আমরা তিন বন্ধু মিলে যাত্রাবাড়ী আবাসিক এলাকায় ঘুরতে গিয়েছিলাম। যাত্রাবাড়ী আবাসিক এলাকায় সচারাচার সবাইকে সব সময় ঢুকতে দেওয়া হয় না।
কারণ সেটি একটি সংরক্ষিত এলাকা, সংরক্ষিত এলাকায় প্রবেশ করার পথ গুলোতে আনসার বাহিনী দায়িত্ব পালন করছে। সেখানে যদি কেউ ঢুকতে চায় তাহলে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু আমরা অন্য গেট দিয়ে প্রবেশ করেছিলাম। যেখানে গেটম্যান থাকা সত্ত্বেও আমাদেরকে কিছু বলেনি, এমনিতেই অনেক সময় জিজ্ঞেস করে তোমরা এখানে কি করবে? এই সেই! আমরা যদি বলি একটু হাঁটাহাঁটি করে চলে আসবো, তখন আর বেশি কিছু বলে না। আমরা তিনজন ভিতরে গিয়ে কিছু সময় হাটাহাটি করলাম।
আবাসিক এলাকার ভেতরের দৃশ্যটা খুবই সুন্দর। বিশেষ করে দুপাশ দিয়ে পুকুর রয়েছে, দুই পুকুরের মাঝখান দিয়ে রাস্তা রয়েছে। এটি সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে। আমরা সেখানে মাঝে মাঝেই ঘুরতে যাই কিন্তু সেদিনের আনন্দটা অনেক বেশি হয়েছে। ভিতরে বিশাল একটি খেলার মাঠ রয়েছে, সেখানে ছোট বড় সহ অনেক ছাত্ররা খেলাধুলা করছে। কেউ একপাশে মিনি বাড়ে ফুটবল খেলছে, আবার কেউ অন্য পাশে ক্রিকেট খেলছে, আবার মাঝখানে দেখলাম বড়রা ক্রিকেট খেলার জন্য ক্রিস বানাচ্ছে। সবাই যার যার মত টিম নিয়ে খেলাধুলা করতেছে। আমরা মাগরিবের নামাজের আগেই সেখান থেকে চলে আসলাম।
মাদ্রাসায় ঢুকার আগে বন্ধুরা বলছিল চলো আজকে জিলাপি খাব। সত্যি বলতে আমি আগে জেলাপি মোটেও পছন্দ করতাম না কিন্তু এখানকার জিলাপি গুলো একটু ভিন্নরকম, এখানকার জিলাপি গুলো চিকন করে বানানো হয়। গরম মচমচে জিলাপি খেতে বেশ মজা। আমরা ৩০ টাকার জিলাপি কিনেছিলাম, আমাদেরকে একটা ছোট প্লেটে দিয়েছিল। জেলাপি খেয়ে হালকা নাস্তা হয়ে গেল। তাই আর অন্য কোন নাস্তা করার প্রয়োজন হলো না। সেখান থেকে মাদ্রাসার ভিতরে চলে আসলাম এবং যথা নিয়মে ক্লাস খাওয়া-দাওয়া অতঃপর স্টিম প্লাটফর্মে সময় দেওয়া এবং ঘুমিয়ে যাওয়া কাজ গুলো সম্পন্ন করলাম।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। |
---|
Device | Name |
---|---|
Android | Realme 12 Pro |
Camera | 50MP 32MP 8MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
X promotion
https://x.com/Monarul265535/status/1852971534845116505?t=EzKYor5Ofrv692rb_ulDxw&s=19
@memamun Thank you very much dear brother.
আশা করছি সময়টা খুব ভালো কাটিয়েছেন। ঢাকা শহরে এই পর্যন্ত যতবার ঘুরতে গিয়েছি, যাত্রাবাড়ী এলাকাটা ঐরকম ভাবেই ঘুরে দেখার সুযোগ হয়নি। এইতো ভালোলাগার একটা জায়গা অবশ্যই চেষ্টা করে দেখব এলাকাটা ঘুরে দেখার। ধন্যবাদ সুন্দর জায়গায় সুন্দর ঘোরাফেরা মুহূর্ত সহ একটি দিনের কার্যক্রম তুলে ধরার জন্য।
Hi, Greetings, Good to see you Here:)
Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone. Join our Discord servers for help. Click the link below to join our discord server. https://discord.gg/6by5BAtAAC
Thank you so much for taking the trouble to verify my post.