Better Life With Steem || The Diary Game || 27 October 2024 ইসলামি বইমেলায় গিয়েছিলাম বই কেনার জন্য।
ইসলামি বইমেলায় গিয়েছিলাম বই কেনার জন্য। |
---|
Edit by canva |
---|
হ্যালো বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি।
বন্ধুরা আমি ২৭ শে অক্টোবর রোজ রবিবার দিন সম্পর্কে লিখতে যাচ্ছি, রবিবার দিন আমাদের যথা নিয়মিত ক্লাস চলতেছিল। ক্লাসের ফাঁকে ফাঁকে বন্ধুদের সাথে একটা পরামর্শ করলাম, তা হচ্ছে, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে ইসলামি বইমেলার আয়োজন করা হয়েছে। এই বই মেলাটি প্রতিবছর একবারই অনুষ্ঠিত হয়ে থাকে। প্রায়ই ১৫ দিনব্যাপী এই বইমেলা অনুষ্ঠান চলতে থাকে। এবছরও 15 দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে, আমরা ষষ্ঠতম দিনে সেখানে উপস্থিত হয়েছিলাম।
প্রথমে বন্ধুদের সাথে পরামর্শ করে নিলাম কিভাবে সেখানে যাওয়া যায় এবং আমরা সেখানে কয়জন যাব। যেহেতু ছুটির পরে মাদ্রাসা খোলার পরে সব বন্ধুরা এখনও মাদ্রাসায় উপস্থিত হয়নি তাই আমি আমার এক বন্ধুকে বললাম চলো আমরা দুজন এখান থেকে বের হব, যখনই বের হতে ছিলাম তখন আর একজন বন্ধুর সাথে দেখা হল আমাকে জিজ্ঞেস করল কোথায় যাচ্ছো? আমি বললাম বায়তুল মোকাররমে যাবো, আমার বন্ধু আমাকে বলল আমাকে আগে বলতে, আমিও যাইতাম! আমি বললাম আমি জানতাম না তুমি সেখানে যাবে।
এরপরে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি তাড়াতাড়ি বের হও। কেননা ২:৩০ মিনিটে গেট তালাবদ্ধ করে দেবে এজন্য দ্রুত বের হতে হবে। আমরা সবাই ২:৩০ এর মধ্যেই বের হলাম। গেটের বাহিরে গিয়ে কিছু সময় দাঁড়ালাম যখন সবাই একত্রিত হলাম তখন বায়তুল মোকাররম মসজিদের দিকে রওনা হলাম। সেখানে গিয়ে আরেক বন্ধুর সাথে দেখা হলো, আমরা মোট চারজন হলাম। আরো দুইজন বন্ধুর সাথে দেখা হয়েছিল কিন্তু পরে তারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিন্তু আমরা বই মেলাতে অনেক সময় অবস্থান করেছি।
বই পড়লে জ্ঞান বাড়ে এ কথাটা কিন্তু সবাই জানে, তাইতো বিভিন্ন সময় বিভিন্ন বই পড়া আমাদের জন্য খুবই জরুরী। ইসলামিক বই পড়া সবার জন্য জরুরী, ইসলামিক বই পড়ার দ্বারা ইসলামিক অনেক জ্ঞান আমাদের অর্জন হয়। বিশেষ করে যারা স্কুল, কলেজ, ভার্সিটিতে লেখাপড়া করেন তাদের জন্য ইসলামিক বই পড়ে জ্ঞান অর্জন করা খুবই জরুরী। আর যারা মাদ্রাসায় লেখাপড়া করেন তারা সাধারণত ইসলামের বিষয়ে অনেক জ্ঞান অর্জন করেন তাদেরও পড়া উপকারী। আমি বইমেলাতে গিয়ে দুটি বই কিনে আমার বন্ধুদেরকে হাদিয়া (উপহার) দিয়েছি।
লেখক জগতের একজন পছন্দের লেখক হচ্ছে আরিফ আজাদ। আমি ওনার বই পড়েছি, ওনার বইগুলো অনেক জ্ঞানগর্ভ ময়। আমি আমার বন্ধুদের যে দুটি বই উপহার দিয়েছি একটি নাম হচ্ছে বেলা ফুরাবার আগে লেখক আরিফ আজাদ। আরেকটি বই আমার আরেক বন্ধুকে দিয়েছি বইটির নাম হচ্ছে "আই লাভ ইউ" লেখক আতিকুল্লাহ সাহেব। দুটি বই কিনে দুই বন্ধুকে পড়ার জন্য উপহার দিয়েছি আশা করি তারা এখান থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবে। আমার অনেক বই কেনা আছে তাই এবার বইমেলা থেকে নিজের জন্য কোন বই কিনি নাই।
বইমেলায় ইসলামিক বই বিক্রির পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। শানে সাহাবা (রা:) সংগঠন থেকে ওলামায়ে কেরাম এসেছিলেন এবং বিভিন্ন কথাবার্তা বলেছেন। সেই সাথে বই কেনার গুরুত্ব বুঝিয়েছেন। এরপর আমরা সেখান থেকে রাত্রে মাদ্রাসায় চলে আসি।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Device | Name |
---|---|
Android | Realme 12 Pro |
Camera | 50MP 32MP 8MP |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @abdulmomin |
X promotion
https://x.com/Monarul265535/status/1851694224963703060?t=7gku2yObFJOPcKwM2sg_Fg&s=19
বলা যেতে পারে এটা একটা নতুন অভিজ্ঞতা,তবে আপনার জন্য নয় আমার জন্য।
বইমেলাতে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ,
কিন্তু আমাদের এখানে সচরাচর বইমেলা হয় না এই কারণে যাওয়া সম্ভব হলো না।
We all need to go to book fairs, and buy books as per our interest, because books are man's true friend, the more books one reads, the more one can know and become wiser, nice to see your day's activities, thanks a lot for sharing this nice post with us.
Hi, Greetings, Good to see you Here:)