Better Life With Steem || The Diary Game || 14 July 2024 | রাস্তায় গিয়ে বন্ধুর সাথে দেখা।

in Steem For Bangladesh4 months ago
বিসমিল্লাহির রাহমানির রাহিম।

হ্যালো স্টিম প্রিয় বন্ধুরা! প্রথমে আমি আপনাদের থেকে জেনে নেব আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভাল আছি সুস্থ আছি।

1000001815.png Edit by Canva

1000001074.png

ডাইরি গেম:-

1000001074.png

আমি আমার গতকালকের অতিবাহিত হওয়ার দিনটি আপনাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য এসেছি। তো বন্ধুরা চলুন গতকালকের দিনটি আমি কিভাবে অতিবাহিত করেছি এই সম্পর্কে আলোচনা শুরু করা যাক।

ইদানিং সময়ে রাত্রে ঘুমাতে আমার বেশ দেরি হয়ে যায় তাই সকালেও ঘুম থেকে উঠতে উঠতে নামাজের সময় হয়ে যাচ্ছে। গতকালকেও আমি নামাজের আগ মুহূর্তে উঠে দ্রুত অজু করে নামাজ আদায় করে নিয়েছি। ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন তেলাওয়াত করে আবার ঘুমিয়ে পড়লাম। সকাল ৭:৩০ মিনিটে ঘুম থেকে উঠে ওজু করে ক্লাসে চলে গেলাম।

1000001763.jpg

ক্লাসে গিয়ে বসলাম, ইদানিং সময় গরমের প্রভাবটা অনেক বেশি। আবার ক্লাসে অনেক ছাত্র একসাথে বসার কারণে গরমের তাপমাত্রা আরও বেশি হয়ে যায়। সকাল ৯ টা পর্যন্ত দুটি ক্লাস শেষ হলো, এরপরে আমরা সকলের নাস্তা করে নিলাম। সকালের নাস্তা করে একটু বাহিরে গিয়েছিলাম। কারণ আমি কম্পিউটার প্রশিক্ষণ শিখব তাই কম্পিউটার স্কুলে গিয়েছিলাম দেখার জন্য। কম্পিউটার স্কুলটি আমাদের মাদ্রাসার (যাত্রাবাড়ী) সামনে দ্বিতীয় তলায়।

1000001782.jpg
1000001781.jpg

দশটা থেকে আবার মাদ্রাসায় ক্লাস শুরু, ১ঃ১৫ মিনিট পর্যন্ত ক্লাস হল। এরপর দুপুরের নামাজের বিরতি দেওয়া হলো। আমরা জোহরের নামাজ আদায় করে দুপুরের খাবার খেয়ে নিলাম, এবং যথাসময়ে ক্লাসে চলে গেলাম। ২ঃ৩০ মিনিট থেকে ৫ টা পর্যন্ত লাগাতার ক্লাস হল। আসরের নামাজ আদায় করে বাহিরে গিয়েছিলাম। বাহিরে যাওয়ার সময় একাই গিয়েছিলাম। বাহিরে যাওয়ার পরে রাস্তায় আমার বন্ধুর সাথে দেখা হল।

1000001772.jpg

বন্ধুর সাথে দেখা হওয়ার পরে আমরা দুজন যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়েছিলাম, সেখানে কোন কাজে যায়নি বরং এমনিতেই হাঁটতে গিয়েছিলাম। যাওয়ার সময় দেখলাম পশ্চিম আকাশে সূর্য ঢলে গেছে, পড়ন্ত বিকালের দৃশ্যটা অনেক সুন্দর তাই ফটোগ্রাফি সংগ্রহ করলাম। যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে মাদ্রাসায় আসতে আসতে প্রায় মাগরিবের সময় হয়ে গেল। এদিকে হালকা ক্ষুধা লেগেছে। দুজন মিলে নাস্তা করলাম।

1000001786.jpg

আমার বন্ধু আমাকে বলল তুমি কি খেতে চাও? আমি বললাম আমি চা বিস্কুট খেতে চাই। কিন্তু আমার বন্ধু বলল চলো আজকে মজার একটা সিঙ্গারা খাব। এই সিঙ্গারা গুলো নাকি খুবই সুস্বাদু। এগুলো হচ্ছে আলুর সিঙ্গারা। এর মধ্যে আলু, বাদাম সহ আরো অনেক কিছুই দেওয়া হয়, তাইতো এই সিঙ্গারা গুলো অনেক সুস্বাদু হয়ে থাকে।

1000001803.jpg
1000001805.jpg
1000001765.jpg

মাদ্রাসায় চলে আসার সময় লটকন ফল পছন্দ হল, অনেকদিন ধরে লটকন ফল খাওয়া হয় না তাই চিন্তা করলাম কিছু লটকন ফল কিনে নিয়ে যাই। দোকানদারকে জিজ্ঞেস করলাম লটকন ফল কত করে? দোকানদার ভাই বলছিল ১৪০ টাকা কেজি। আমি বললাম ১২০ টাকা কেজি হলে আধা কেজি দেন। এরপর ১২০ টাকা কেজিতে আমাদের আধা কেজি দিয়ে দিল। মাদ্রাসায় নিয়ে এসে বন্ধুদের সাথে নিয়ে রাত্রেবেলা আমরা খেয়েছি।

1000001789.jpg

মাগরিবের পরে যথারীতি ক্লাস হয়েছে, এশার নামাজ জামাতের সাথে আদায় করে রাতের খাবার খেয়েছি। গতকালকে রাত্রে আমাদের খাবারের আইটেমে ছিল ডিম, আমাদের মাদ্রাসায় রুটিন মাফিক খাবার দেওয়া হয়। কোন সময় ডিম দেওয়া হয়, মাছ দেওয়া হয়, আবার কোন কোন সময় মাংস দেওয়া হয় আবার সবজিও দেওয়া হয় সব মিলিয়ে রুটির মাফিক খাবার দেওয়া হয়। তো বন্ধুরা এভাবেই আমার জীবন থেকে একটি দিন অতিবাহিত হয়ে গেল।

1000001074.png

আমার ডাইরি গেম পড়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।

1000001074.png

DeviceName
AndroidRealme 12 Pro
Camera50MP 32MP 8MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin
Sort:  
 4 months ago 

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Loading...
 4 months ago 

আপনার পোস্টটি খুবই আমার ভালো লাগলো। আমিও যখন বাজারে যাই মাঝে মাঝে লটকনা কিনে আনি এবং সেটা খেয়ে থাকি। ডিম ভুনা আমার ফ্যামিলির সবার প্রিয় একটি খাবার। আর আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে গুছিয়ে আপনার পোস্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার জন্য শুভকামনা

 4 months ago 

আমার পোস্টটি পড়ার জন্য এবং মূল্যবান একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 90937.36
ETH 3169.73
USDT 1.00
SBD 2.99