Better Life With Steem || The Diary Game || 12 July 2024 শুক্রবার আসলে বিভিন্ন কাজ করতে হয়।

in Steem For Bangladesh4 months ago
বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আমার ডাইরি গেমে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে এবং আপনদের দোয়া ও ভালবাসায় অনেক ভালো আছি সুস্থ আছি।

Diary game:-

1000001760.png

আমি আজকে আপনাদের মাঝে আমার ডায়েরি গেম নিয়ে উপস্থিত হয়েছি, আমি যখন লেখা শুরু করেছি তখন ঘড়িতে সময় বাজে ৯ঃ৩৫ মিনিট, আজকের তারিখ হচ্ছে ১৪ই জুলাই ২০২৪। আর আমি এখন আমার গত পরশুদিনের ডাইরি গেম লিখতে এসেছি। যেহেতু আমি গত পরশুদিনের ডাইরি গেম লিখব সেহেতু আমি আমার লেখার মধ্যে গত পরশুদিন শব্দটি ব্যবহার করব।

সকাল সকাল ঘুম থেকে ওঠা আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। যেহেতু ফজরের নামাজ চারটা ৪৫ মিনিটে তাই আমাদের চারটা ত্রিশ মিনিটের মধ্যেই ঘুম থেকে উঠে নামাজের প্রস্তুতি নিতে হয়। ফজরের সালাত আদায় করে আবার ঘুমিয়ে পড়লাম। সকালবেলা যখন ঘুমিয়ে পড়লাম একটু পরে মেঘ ডাকার আওয়াজ কানে আসলো, এবং হালকা হালকা শীত লাগছিল ঠিক তখনই ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে।

1000001684.jpg

তাই আবার আরামের সাথে ঘুমিয়ে পড়লাম, যেহেতু শুক্রবার ক্লাস নেই তাই থেকে উঠতে উঠতে প্রায়ই দশটা বেজে গেল। ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে দেখি মাঠের মধ্যে অনেক পানি জমে গেছে। তাই মাদ্রাসা সহ মাঠের মধ্যে যে পানি জমে আছে সেটার একটা ফটো সংগ্রহ করে রাখলাম। তারপর আমরা সকালের নাস্তা করে নিলাম।

1000001682.jpg

1000001680.jpg

গত পরশুদিন ছিল জুমার দিন তাই পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে। আমাদের রুম পরিষ্কার করার জন্য আমরা ভ্যাকুয়াম ক্লিনার মেশিন কিনেছি। ভ্যাকুয়াম ক্লিনার মেশিন দিয়ে খুব সহজেই আমরা রুম পরিস্কার করে ফেলতে পারি। এই মেশিন দিয়ে রুম পরিস্কার করতে খুবই কম সময় লাগে। প্রত্যেক শুক্রবারে আমরা ভ্যাকুয়াম ক্লিনার মেশিন দিয়ে রুম পরিস্কার করে থাকি। এই সপ্তাহেও আমরা পরিষ্কার করেছি।

1000001686.jpg

দুপুরে জুমার নামাজ আদায় করে যখন মাদ্রাসার বারান্দায় দাঁড়ালাম তখন দেখলাম গেটে পর্যাপ্ত পরিমাণ ভিড় হয়েছে। এমনিতেই মাদ্রাসায় ছাত্র অনেক বেশি এরপরে আবার বাহিরের মুসল্লিরাও বের হচ্ছে সব মিলিয়ে গেটে অনেক ভিড় হয়েছে। তাই কিছুক্ষণ বিলম্ব করে বের হলাম, কেননা আমরা হোটেল থেকে তরকারি কিনা আনার জন্য বের হব। আমরা ভিড় কমার সাথে সাথে তরকারি কেনার জন্য বাহিরে চলে গেলাম।

1000001689.jpg

1000001688.jpg

বাহিরের রাস্তায় গিয়ে দেখি রাস্তা দিয়ে বৃষ্টির পানি জমে গেছে। এরপরেও তরকারি কেনার জন্য কষ্ট করে যেতেই হল। ২০ টাকার ছোট মাছের তরকারি নিলাম আর দশ টাকার সবজি নিলাম। সর্বমোট ৩০ টাকার তরকারি কিনে আবার মাদ্রাসায় চলে আসলাম এবং দুপুরের খাবার খেয়ে নিলাম।

1000001708.jpg

1000001711.jpg

বিকেলবেলা কাঁঠাল কেনার জন্য বাহিরে গেলাম, যাত্রাবাড়ী বড় আরদে গিয়েছিলাম কাঁঠাল কেনার জন্য, আরদে গিয়ে কাঁঠাল খুঁজে পায় না, বিভিন্ন ধরনের ফল দেখতে পেলাম কিন্তু কাঁঠালের কোন দেখা পেলাম না। খুঁজতে খুঁজতে কয়েকটি কাঁঠাল পেয়ে গেলাম। জিজ্ঞেস করলাম কাঁঠাল কত করে? তখন আমাদেরকে বলল দেখেন কোনটা পছন্দ হয়, আমরা অনেকগুলো কাঁঠাল ধরে ধরে দেখলাম কিন্তু পছন্দ হলো না। কাঁঠাল গুলো কেমন যেন একটা বেশি পাকা আরেকটা পঁচা তাই বললাম, না কাঁঠাল কিনবো না।

1000001712.jpg

এরপরে গেলাম আম কেনার জন্য, আম দেখে পছন্দ হলো, জিজ্ঞেস করলাম ভাই আম কত করে কেজি? ওই ভাই বলছিল আমরা খুচরা বেশি বিক্রি করি না, আমাদের থেকে আম নিতে হলে সর্বনিম্ন পাঁচ কেজি নিতে হবে। তখন দোকানদারকে বলেছিলাম ভাই আমরা তো মাত্র তিনজন যদি 5 কেজি আম কিনি তাহলে নষ্ট হয়ে যাবে, তাই আমরা তিনজন তিন কেজি আম নিতে চাচ্ছি। কিন্তু দোকানদার তিন কেজি আম দিতে অস্বীকৃতি জানালো। তাই আমরা আম কেনা বাদ দিয়ে মাদ্রাসায় চলে আসতে ছিলাম।

1000001713.jpg

রাস্তার মধ্যে দেখলাম ভ্যানের উপর আম বিক্রি করতেছে, জিজ্ঞেস করলাম ভাই এই আম গুলোর নাম কি? ওই ভাই বলল এগুলা আমরুপালি। আমরা বললাম আমরা তো আমরুপালি কেনার জন্যই খুজতেছি। কত টাকা কেজি? বলল ৭০ টাকা কেজি, আমরা বললাম আমরা তিন কেজি নেব উনি বললেন তাহলে ৬০ টাকা করে রাখবো। তখন ৬০ টাকা করে তিন কেজি আম কিনে নিয়ে আসলাম।

1000001741.jpg স্কিনশট

1000001742.jpg স্কিনশট

1000001745.jpg স্ক্রিনশট

রাত্রিবেলা প্রিয় স্টিম ফর বাংলাদেশ কমিউনিটিতে সাপ্তাহিক মিটিং ছিলো, সাপ্তাহিক মিটিংয়ে সম্মানিত এডমিন মহোদয়, মডারেটর এবং সাধারণ ইউজারগন অনেকেই উপস্থিত ছিলেন। তবে নেটওয়ার্কের সমস্যার কারণে অনেকের কল কেটে গিয়েছে। আমার স্ক্রিনশটে মাত্র ১৬ জন আছে। বাকি ইউজারগন সমস্যার কারণে থাকতে পারেনি। আমাদের সাপ্তাহিক মিটিংয়ে পুরো সপ্তাহে যে প্রশ্নগুলো জমে থাকে সেগুলোর উত্তর দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়। পাশাপাশি ভাবে কাজ করলে আমরা সফল হতে পারব সেদিকে পরামর্শ দেওয়া হয়। সাপ্তাহিক মিটিং এ এডমিন মহোদয় ও মডারেটর ভাইয়ের কথা শুনে কাজের প্রতি অনেক অনুপ্রেরণা পেয়েছি। এই ছিলো আমার শুক্রবারে সারা দিনের কার্যক্রম।

1000001074.png

আজকে আর সামনে লিখছি না, দেখা হবে পরবর্তী কোনো এক আকর্ষণীয় ব্লগে। সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

1000001074.png

DeviceName
AndroidRealme 12 Pro
Camera50MP 32MP 8MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin
Sort:  
 4 months ago 

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 4 months ago 

Thank you 😊

Copy_of_Curation_Guidelines_20240529_204831_0000.png

We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.

 4 months ago 

Thank you very much for your support on my post.

 4 months ago (edited)

Hi, Greetings, Good to see you Here:)

আমাদের সাথে আপনার সুন্দর নিবন্ধটি ভাগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ. আশা করি আপনি সক্রিয় থাকবেন এবং সবার সাথে যোগাযোগ বজায় রাখবেন কমেন্ট করার মাধ্যমে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে যা আপনি জানতে চান বা কোনো সমস্যার সম্মুখীন হন, সাহায্যের জন্য আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিন। আমরা সবসময় এখানে ব্যবহারকারীদের সেবা প্রদানের জন্য সক্রিয় থাকি। এবং আপনাকে আমাদের সাপ্তাহিক অনলাইন হ্যাঙ্গআউটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিতে নীচের লিঙ্কে ক্লিক করুন... https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25
Community beneficiariesx
Voting CSI45.8
Club Status5050
Period2024-07-14
 4 months ago 

কষ্ট করে আমার পোস্টটি ভেরিফাই করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

I enjoyed reading your diary. And thank you very much for sharing such a beautiful diary with us.🥰

 4 months ago 

Thank you very much for reading my diary game and leaving a valuable comment.

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 90937.36
ETH 3169.73
USDT 1.00
SBD 2.99