You are viewing a single comment's thread from:
RE: 📢 Contest - Recycled plastic craft: Make a craft using plastic.
ভাইয়া আপনি অনেক সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করেছেন। আমার অনেক ভালো লেগেছে। আপনি এই একটি প্রতিযোগিতার মূল থিম রেখেছেন। প্লাস্টিক দিয়ে কিছু কারুশিল্প করা। প্লাস্টিক আমাদের জন্য অনেক ক্ষতিকর। প্লাস্টিক মাটি, পানি, বায়ু এগুলোকে অনেক ব্যাপকভাবে দূষিত করে।প্লাস্টিক এমন কিছু রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি এগুলোর কারণে মাটি, পানি, বায়ু অনেক দূষিত হয়। এ প্লাস্টিক গুলো মাটির নিচে 100 বছর রেখে দিলেও এগুলোর কোন পচন ঘটবে না এবং এগুলো মাটিকে ব্যাপকভাবে দূষিত করে।তাই ভাইয়া আপনি এমন একটি প্রতিযোগিতায় আয়োজন করেছেন। এর কারনে অনেক মানুষ অকেজো প্লাস্টিক ফেলে না দিয়ে এই অকেজো প্লাস্টিক দিয়ে কিছু কারুকাজ করলে এগুলো আমাদের জন্য অনেক উপকারী হবে।ধন্যবাদ @ripon0630 ভাইয়া আপনাকে আপনি এত সুন্দর একটি প্রতিযোগিতা তৈরি করার জন্য
শুধু এটি পরিবেশকেই দূষণ করছেনা বর্তমানের প্রাণী জগতে এটির জন্য বিভিন্ন রোগ ছড়াচ্ছে । পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের নিজেদেরই।
ধন্যবাদ প্লাস্টিকের ভয়াবহতা সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য । আমি চাই আপনি এই কন্টেস্টে অংশগ্রহণ করার মাধ্যমে পরিবেশ রক্ষায় শামিল হউন ।
অবশ্যই ভাইয়া আমি এই কনটেস্টে অংশগ্রহণ করার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ আমার মন্তব্যটি পড়ার জন্য