You are viewing a single comment's thread from:
RE: True Colours 3 (Team #6) | January Curation Report for Week 4
আপনি কিভাবে কিউরেশন করেছেন সেটা আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। একটা কাজ যখন আপনারা করেন তখন কতটা পরিপূর্ণভাবে সেটা শেষ করেন।আজকে আপনার পোস্ট পরিদর্শন করে বুঝতে পারলাম। আপনি কেন তাদেরকে কিউরেট করেছেন সেটাও আপনি আপনার পোস্টে উল্লেখ করেছেন।
আমার মনে হয় এই প্লাটফর্মে শুধুমাত্র একটা পোস্ট করার পরে, আমাদের কাজ কখনোই শেষ হয়ে যায় না। যারা পোস্ট করেছে তাদের পোস্ট ধরে তাদের পোস্ট অনুযায়ী ঘটনমূলক কমেন্ট করতে হয়। এতে করে দেখা যায় আমরা এখান থেকে ভালো কিছু আশা করতে পারি। অসংখ্য ধন্যবাদ চমৎকারভাবে জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহের কিউরেশন রিপোর্ট আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
Yes, of course, our work does not end with just posting articles in this community. We should read other users' articles and make good comments on them. I have seen that you make good comments on other users' articles every day. I appreciate it.