তেলাপিয়া মাছ ভোনা তৈরি রেসিপি।

in Steemit Travellast year

সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারো আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরেকটা নতুন রেসিপি পোষ্ট নিয়ে আজকে আমি আপনাদের সাথে তেলাপিয়া মাছ ভোনা তৈরি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।

IMG_20230730_192914.jpg

তেলাপিয়া মাছ ভোনা তৈরি রেসিপি।

উপকরণ -
১।তেলাপিয়া মাছ
২।পিয়াজ রসুন
৩।শুকনো মরিচের গুঁড়া
৪।জিরাগুঁড়া
৫।হলুদগুড়া
৬।গরমসলা
৭।লবণ
৮।তেল

ধাপ-১
IMG_20230730_184429.jpg

IMG_20230730_184407.jpg

IMG_20230730_184251.jpg

প্রথমে তেলাপিয়া মাছগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর মাছের মধ্যে হলুদ গুড়া ওলবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।

ধাপ-২
IMG_20230727_130314.jpg

IMG_20230719_061857.jpg

এরপর পিঁয়াজ রসুন কেটে নিয়ে তা বেটে নিতে হবে। বাটার মধ্যে একে একে হলুদগুড়া জিরাগুঁড়া মরিচের গুঁড়া ও লবণ দিয়ে দিতে হবে।

ধাপ-৩
IMG_20230730_184931.jpg

IMG_20230727_125704.jpg

IMG_20230719_065743.jpg

এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে। তারপর মাখিয়ে রাখা মাছগুলো তেলের উপর ছাড়তে হবে।

ধাপ-৪
IMG_20230730_185803.jpg

IMG_20230730_185745.jpg

IMG_20230730_185223.jpg

IMG_20230727_130813.jpg

তারপর তেলে ছাড়া মাছ গুলো উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। এরপর কেটে রাখা পিঁয়াজ তেলে উপর ছাড়াপর মসলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে।

ধাপ-৫
IMG_20230730_190348.jpg

IMG_20230730_190303.jpg

IMG_20230730_190244.jpg

মসলা কষানো মধ্যে ভাজা মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে।

ধাপ-৬
IMG_20230730_192914.jpg

IMG_20230730_191334.jpg

কিছু সময় পর তা নামিয়ে নিলেই হয়ে যাবে সুস্বাদু তেলাপিয়া মাছের ভোনা।এভাবেই খুব সহজে তৈরি করতে পারবেন। তেলাপিয়া মাছ ভোনা তৈরি রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

Sort:  
 last year 

The whole heritage of book's recipes from your own taste would be published over here in the travel community ☺️✨ Thanks for sharing such great dishes dear friend. Receive my greetings. Happy Tuesday.

 last year 

Thank you mam.🥰

 last year 

looks like this menu is really good with mujair fish (maybe). exactly in general our food in Aceh, Indonesia. thanks for sharing the menu

 last year 

Thank you so much dear.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67241.85
ETH 3492.89
USDT 1.00
SBD 2.68