চাল কুমড়ো আর আলু দিয়ে রুই মাছের ঝোল তৈরি রেসিপি।

in Steemit Travel11 months ago

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারো আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আরেকটা নতুন রেসিপি পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে চাল কুমড়ো আর আলু দিয়ে রুই মাছের ঝোল তৈরি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে।

IMG_20230813_143114.jpg

চাল কুমড়ো আর আলু দিয়ে রুই মাছের ঝোল তৈরি রেসিপি।

উপকরণ -

১।চাল কুমড়ো
২।আলু
৩।রুই মাছ
৪।পিঁয়াজ রসুন
৫।শুকনো মরিচ
৬।হলুদগুড়া
৭।জিরাগুঁড়া
৮।লবণ
৯।তেল

ধাপ-১
IMG_20230813_132036.jpg

প্রথমে চাল কুমড়ো আর আলু গুলো এক সাথে কেটে নিতে হবে।

ধাপ-২
IMG_20230727_130314.jpg

IMG_20230719_061857.jpg

IMG_20230702_180850.jpg

পিঁয়াজ রসুন কেটে নিয়ে শুকনো মরিচের এক সাথে বেটে নিতে হবে। বাটার মধ্যে একে একে হলুদগুড়া জিরাগুঁড়া ওলবণ দিয়ে দিতে হবে।

ধাপ-৩
IMG_20230812_124352.jpg

IMG_20230812_124331.jpg

IMG_20230812_124246.jpg

তারপর রুই মাছ গুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তাতে হলুদগুড়া ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে।

ধাপ-৪
IMG_20230812_124653.jpg

IMG_20230727_125704.jpg

IMG_20230719_065743.jpg

এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে। গরম তেলে মাখিয়ে রাখা মাছ গুলো ছারতে হবে।

ধাপ-৫
IMG_20230812_131231.jpg

IMG_20230813_134630.jpg

IMG_20230813_134615.jpg

IMG_20230812_130037.jpg

IMG_20230812_124948.jpg

তেলে ছাড়া মাছ উলটে পালটে ভেজে তুলে নিতে হবে। এরপর তেলে মসলাগুলো ছেড়ে ভালো করে নাড়তে হবে। এরপর কেটে রাখা সবজিগুলো দিয়ে কষাতে হবে।

ধাপ-৬
IMG_20230813_141058.jpg

IMG_20230813_140715.jpg

IMG_20230813_140248.jpg

এরপর ভালো করে কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তরকারিতে টগবগ করে উঠলে তাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে।

ধাপ-৭
IMG_20230813_143111.jpg

কিছু সময় পর তা নামিয়ে নিতে হবে। এভাবেই খুব সহজে তৈরি করতে পারবেন। চাল কুমড়ো আর আলু দিয়ে রুই মাছের ঝোল তৈরি রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14