লেবু গাছের ফুলের ফটোগ্রাফিsteemCreated with Sketch.

in Steemit Global8 months ago

আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য লেবু গাছের ফুলের ছবি নিয়ে হাজির হয়েছি।

লেবু গাছ হচ্ছে একটি সুপরিচিত গাছ। লেবু গাছ সব জায়গায় দেখতে পাওয়া যায়। লেবু আমাদের অনেক উপকারী একটি ফল। লেবু আমরা যেকোনো কাজে ব্যবহার করে থাকি। লেবু আমরা কাঁচা অবস্থায় খেয়ে থাকি। অনেকের লেবু ভাতের সাথে খেয়ে থাকেন। অনেকে লেবুর শরবত হিসেবেও খেয়ে থাকেন।

20231022_170748.jpg
20231022_170745.jpg
20231022_170739.jpg
20231022_170737.jpg
20231022_170619.jpg

ফুল থেকে ফল তৈরি হয়। প্রত্যেকটি ফলদায়ী গাছে প্রথমে ফুল ফোটে। ঠিক তেমনি ভাবে লেবু গাছেও প্রথমে ফুল ফোটে। লেবু গাছের ফুল দেখতে অনেকটা জাম্বুরা গাছের ফুলের মত। তবে লেবু গাছের ফুলে তেমন গন্ধ থাকে না। যেমনটা জাম্বুরা গাছের ফুলের মধ্যে থাকে। তবে লেবু গাছে সারাবছরে লেবু ধরে থাকে। সারা বছরই ফুল ফুটে থাকে। লেবু ফুল দেখতে সাদা বর্ণের হয়ে থাকে। যখন এই ফুলটি ফোটে তখন এর পাঁচটি পাপড়ি হয়ে থাকে এবং মাঝখানের অংশ হলুদ বর্ণের হয়। লেবু ফুল পোকামাকড় বা মোমাছির মাধ্যমে পরাগায়ন হয়৷ এরপর লেবু বের হয়।

ফটো ক্রেডিট@sumon8765
ক্যামেরাস্যামসাং এম১০
লোকেশনগোপালপুর, ঢাকা, বাংলাদেশ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57050.09
ETH 3060.34
USDT 1.00
SBD 2.32