চাঁদনি রাতের ফটোগ্রাফিsteemCreated with Sketch.

in Steemit Global8 months ago

প্রতি মাসেই নতুন চাঁদ উঠে৷ ১ মাস পর পর নতুন চাঁদ উঠে৷ ১৫ দিন সময় লাগে চাঁদটি বড় হতে৷ চাঁদ বড় হয়ে আবার আস্তে আস্তে মিলিয়ে যায় অন্ধকারে। রাতের আকাশ আলোকিত করে চাঁদ। চাঁদের যে কয়দিন আলো থাকে ঐ কয়দিনকে চাঁদনি রাত বলে৷ চাঁদের আলো সূর্যের আলোর মত প্রখর হয় না৷ চাঁদের আলোয় আশে পাশের কিছু জিনিস দেখা যায়৷ রাত উঠার ১৫-১৮ দিন পর্যন্ত চাঁদের আলো বুঝা যায়৷ এরপর চাঁদ আস্তে আস্তে হারিয়ে যায়৷ একটি পূর্ণাঙ্গ চাঁদ হতে ১ থেকে ১৫ দিন সময় লাগে৷ চাঁদ দেখতে সবাই পছন্দ করেন৷ চাঁদনি রাতকে কেন্দ্র করে অনেকেই অনেক উৎসাহিত থাকে৷ চাঁদনি রাতকে সবাই ভালোবাসেন৷ আমার তেমন চাঁদনি রাতকে দেখা হয় না৷ কাল হঠাৎ করে রাতে দেখলাম চাঁদটি বড় হয়ে গেছে৷ জানার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পচ্ছিম আকাশে৷

20231027_021718.jpg

20231027_021716.jpg

20231027_021711.jpg

ফটো ক্রেডিট@sumon8765
ক্যামেরাস্যামসাং এম১০
লোকেশনগোপালপুর, ঢাকা, বাংলাদেশ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

চাঁদনি রাতের মাধূর্যতা চাঁদের মতই সুন্দর। চঁদনি রাত আমার খুবই পছন্দের।ধন্যবাদএত সুন্দর চাঁদের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57050.09
ETH 3060.34
USDT 1.00
SBD 2.32