ফলমূল বিক্রেতার ফটোগ্রাফিsteemCreated with Sketch.

in Steemit Globallast year

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আপনাদের জন্য ফলমূল বিক্রেতার ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। শীতকালীন ফল গুলো আমরা সবাই পছন্দ করি।

IMG-20231106-WA0006.jpg

শীতকালে আমাদের দেশে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়৷ এর মধ্যে কমলা অন্যতম৷ কমলা সবাই কমবেশি পছন্দ করেন৷ শীতের শুরু থেকে শেষ পর্যন্ত এ ফল বাজার মাতিয়ে রাখে৷ কমলা আমাদের বাংলাদেশে চাষ করা হয়৷ তবে বাংলাদেশের চাষকৃত কমলা মিষ্টি হয় না৷ আমাদের দেশে বাহিরের দেশ থেকে কমলা নিয়ে আসা হয়।

আমাদের দেশে চায়েনিজ কমলা বেশি বেচাকেনা হয়। চায়েনিজ কমলা গুলো আকারে তেমন বড় হয় না৷ তবে এগুলো খেতে অন্তত সুস্বাদু হয়৷ ছোট বাচ্চারা এই চায়েনিজ কমলা খেতে খুবই পছন্দ করেন।

কলা সারাবছরই আমাদের দেশে পাওয়া যায়৷ শীতকালে সাগর কলা অন্তরতম। সাগর কলা বড় সাইজের হয়ে থাকে৷ অন্য কলা থেকে এই কলা আকারে অনেকটা বড় হয়৷ এই কলা ঠান্ডার সময় পাওয়া যায়৷ মালভোগ কলা প্রায় সারাবছর পাওয়া যায়৷ এই ফল ছোট, মাঝারি ও বড় উভয় সাইজের হয়ে থাকে।

IMG-20231106-WA0005.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95787.87
ETH 2804.41
SBD 0.67