গ্রাম অঞ্চলের রাজহাঁসের ফটোগ্রাফি।

in Steemit Global9 months ago

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রাজহাঁসের ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। রাঁজ হাঁস আকারে অনেক বড় হয়। এই হাঁস দেখতে অনেকটা উট পাখির মতো। গ্রামের মানুষ শখ করে এই হাঁস পালন করে থাকে। এই হাঁস দেখতে অনেক সুন্দর। গ্রামের পুকুরে এই হাঁস গুরে বেড়ায়। এবং নদী তীরবর্তী মানুষ এই হাঁস পালন করে থাকে। এক একটা হাঁস ৬ থেকে ৭ কেজি ওজন হয়। দেখতে অপরূপ সুন্দর। এই হাঁস গ্রাম অঞ্চলের সৌন্দর্য। হাঁটতে হাঁটতে গ্রামে এই হাঁস দেখতে পেলাম। দেখি অনেক ভালো লাগলো। অনেকদিন পরে এই রাজহাঁস দেখতে পেলাম। হাঁসের শব্দে চারদিক মুখরিত হয়ে গিয়েছে। এই হাঁসগুলো দলবদ্ধভাবে চলাচল করতে বেশি পছন্দ করে। তাই একসাথে ১০ থেকে ১৫ টা হাঁস পালন করা হয়। বিক্রি করতে গেলে ভালো দাম পাওয়া যায়। যে হাঁসের ডিম অনেক সুস্বাদু । এই রাজহাঁসের মাংস খেতে অনেক সুস্বাদু। ৫০০ টাকা কেজি দরে এই হাঁস বিক্রি করা হয়। অনেকেই শখে বসে এই হাঁস পালন করে আজ স্বাবলম্বী। সাম্প্রতিক সময়ে রাজ হাঁসের ফার্ম গড়ে উঠেছে। কে কে এই রাজ হাঁসের মাংস খেয়েছেন, সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

IMG_20231013_095730_340.jpg
IMG_20231013_095725_462.jpg
IMG_20231013_095726_379.jpg
IMG_20231013_095717_609.jpg
IMG_20231013_095707_688.jpg

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56087.39
ETH 2965.10
USDT 1.00
SBD 2.15