পানা ফুলের ফটোগ্রাফিsteemCreated with Sketch.

in Steemit Global9 months ago

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ?আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি পানা ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলেন শুরু করা যাক।

IMG_20231014_154632_579.jpg

পানা ফুল দেখতে অসাধারণ লাগে, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এদেশে নদ-নদীতে খালে দিলে অসংখ্য পানা পাওয়া যায়। সেই পানার ফুলে মুখরিত হয়ে থাকে চারদিক, বিলের সৌন্দর্য বৃদ্ধি পায় এই পানা ফুলে। এটি একটি প্রাকৃতিক ফল, এই ফুল চাষ করতে হয় না। আপনা আপনি হয়ে থাকে বিলে বা নদীতে। গ্রামগঞ্জে বেশি দেখা যায়। শহরের মানুষ এই ফুলের সাথে প্রচলিত নয়, তারা হয়তো চোখে কখনো দেখেনি।

IMG_20231014_154631_949.jpg

IMG_20231014_154630_514.jpg

এই ফুলটি দেখতে চমৎকার, হয়তোবা এই ফুল হাটে বাজারে কখনো কিনতে পাওয়া যায় না। হয়তোবা কোন রমণী তার খোপায় ফুল বাঁধে না। তবু এর সৌন্দর্যে মুখরিত হয়ে যায় বারবার। প্রাকৃতিক প্রেমীরা এই ফুলের সাথে পরিচিত। এই ফুল হয়তো কেনাবেচা হয় না। তবু এর সৌন্দর্য অনেক।

IMG_20231014_154627_499.jpg
IMG_20231014_154621_313.jpg
IMG_20231014_154624_514.jpg

এই ফুল পানি ছাড়াও জন্মে, হালকা কাঁদামাটিতে, এই ফুল দেখতে পাওয়া যায়। গ্রামের ছোট ছোট বাচ্চারা এই ফুল নিয়ে খেলা করে। আমার কাছে এই ফুলটি ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই, আবার হাজির হবো অন্য কোন ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56087.39
ETH 2965.10
USDT 1.00
SBD 2.15