সাদা জবা ফুলের ফটোগ্রাফিsteemCreated with Sketch.

in Steemit Global9 months ago

আসসালামু আলাইকুম, প্রিয় স্টিম বাসি সবাই কেমন আছেন, World of photography তে আপনাদেরকে স্বাগতম, আপনাদের জন্য রইলো অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা। আজকে আমি আপনাদেরকে, সাদা জাবার ফটোগ্রাফি করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তোদের এখানে চলেন শুরু করা যাক।

IMG_20231014_110150_177.jpg

আমরা সচরা-চর লাল-জবা দেখে অভ্যস্ত, সাদা জবা চোখে পড়ে না। অথচো লাল জবার চেয়ে সাদা জবা কোন অংশে কম নেই। দেখে যে কারো মন ভালো হয়ে যাবো। আমি অনেক কষ্ট করে এই সাদা জবার গাছ লাগিয়েছি, অনেকদিন পর বাগানে দেখতে পেলাম জবা ফুটেছে। জবা ফুল সাদা তেমন একটা পাওয়া যায় না, অনেক দূর থেকে এক আত্মীয়ের বাসা থেকে এনে লাগিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছি কাছে ফুল ফুটেছে।

IMG_20231014_110205_362.jpg
IMG_20231014_110152_757.jpg
IMG_20231014_110147_611.jpg

যখন নিজের বাগানে ফুল ফুটে সেটার অনুভূতিটা অন্য রকম হয়। অনেকে আমার বাগানে এসে এই ফুলটা দেখার জন্য। আমাদের গ্রামে কোথাও সাদা জবা নেই, তাই এই জবা দেখার জন্য মানুষের আগ্রহের কমতি নেই। তাইতো বারবার ছুটে আসে আমার ছোট্ট একটি বাগানে। তবে নিজের কাছে সবচেয়ে বেশি আনন্দের হচ্ছে আমার কাছে ফুল ফোটা। আমি কল্পনা করিনি যে আমার কাছে এত সুন্দর ফুল ফুটবে।

IMG_20231014_110051_754.jpg
IMG_20231014_110049_916.jpg
IMG_20231014_110102_847.jpg

মনে হচ্ছে আমার বাগানে সাদা পরীদের বসবাস। মনে হচ্ছে গাছের উপর ফুটন্ত পরী রয়েছে। দেখি এতটাই ভালো লাগে যে, মনে হয় সাদা জবা যেন এক সাদা রাজকন্যা। ফুলের বাগান প্রেমীদের কাছে, অসম্ভব ভালোলাগা হচ্ছে তার নিজের বাগানের ফুল ফোটা। কেমন লাগলো আমার সাদা জবার ফটোগ্রাফি সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56087.39
ETH 2965.10
USDT 1.00
SBD 2.15