স্মৃতিময় টাঙ্গাইল রেলওয়ে স্টেশন - অপেক্ষা আর স্মৃতি যেখানে এক সুতোয় গাঁথা

in STEEM FOR TRADITIONN10 months ago (edited)

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন আমার অতি পরিচিত একটি রেলওয়ে স্টেশন। টাঙ্গাইল স্টেশন থেকে আমাদের গ্রামের বাড়ি খুব কাছে। এ কারণে পার্বতীপুর থেকে ট্রেনে করে টাঙ্গাইল যেতে হয়। পার্বতীপুর থেকে বাড়ি যাওয়ার সময় কিংবা বাড়ি থেকে পার্বতীপুর ফেরার সময় এই টাঙ্গাইল স্টেশনে ট্রেন থেকে নামতে হয় কিংবা ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। বিশেষ করে বাড়ি থেকে ফেরার সময় টাঙ্গাইল স্টেশনে ট্রেনের জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়।

এই স্টেশনে অনেকবার ট্রেনের জন্য অপেক্ষা করেছি। এই অপেক্ষার মুহূর্তগুলো কখনো কেটেছে বন্ধুদের সাথে, আবার কখনো কেটেছে পরিবারের মানুষদের সাথে। আর কোথাও অসংখ্যবার অপেক্ষার মুহূর্ত থাকা মানেই সেখানে অসংখ্য স্মৃতি তৈরি হওয়া। রেল স্টেশনে আমাদের অনেক সময়ই ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। এই অপেক্ষার মুহূর্তগুলো কোন সময় কষ্টের আবার কোন সময় খুবই আনন্দের হয়ে থাকে। ঘরে ফেরার উদ্দেশ্যে আমরা অনেক সময় স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করি। এই অপেক্ষাটা খুবই আনন্দের এবং খুবই মমতাময় একটি মুহূর্ত।

আবার বন্ধুদের সাথে দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য আমরা ট্রেনকে বেছে নেই এবং স্টেশনে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করি। বন্ধুদের সাথে স্টেশনে অপেক্ষার মুহূর্তগুলো দারুণ হয়। কার‍ণ ট্রেনের জন্য অপেক্ষাজনিত কারণে আমরা যে সময়টা পাই, এই সময়টা আমরা স্টেশনের কোথাও বসে গল্প-গুজব করি অথবা স্টেশনে হাঁটাহাঁটি করি। আমি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতাম তখন টাঙ্গাইল স্টেশনে একবার দীর্ঘ সময় ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়েছিল। সেদিন স্টেশনে এক বন্ধুর সাথে দেখা হয়েছিল। ট্রেন আসার আগ পর্যন্ত তার সাথে হেঁটে এবং গল্প করেই সময় কাটিয়ে দিয়েছিলাম।

স্টেশনে অপেক্ষারত অবস্থায় আপনার সাথেও এরকম অতি পরিচিত কারো সাথে দেখা হয়ে যেতে পারে। সময়ের কারণে যেই মানুষটার সাথে আপনার কোন যোগাযোগ নেই, স্টেশনে অপেক্ষার কারণে এরকম হঠাৎ কোন পরিচিত মানুষের সাথে দেখা হওয়াটা একটি মজার বিষয়। এই স্টেশনে পরিবারের মানুষদের সাথেও ট্রেনের জন্য অনেকবার অপেক্ষা করতে হয়েছে। এই অপেক্ষার মুহূর্তগুলোতে পরিবারের সদস্যদের সাথে গল্প-গুজব করেছি কিংবা কোন প্রিয় স্ট্রিট ফুড কিনে খেয়েছি। মাঝে মাঝে স্টেশনের সময়সূচি দেখেছি।

স্টেশনে একা অপেক্ষা করাটা কিছুটা বিরক্তিকর। তবে একা থাকলে স্মার্টফোনে গেম খেলেই সময় কাটিয়ে দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। শেষবার যখন টাঙ্গাইল স্টেশনে গিয়েছিলাম তখন এই স্টেশনের কিছু ছবি তুলেছিলাম। স্টেশনে একট অণু-পাঠাগারের ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগ আমার কাছে দারূণ লেগেছে। যারা দীর্ঘ সময় ট্রেনের জন্য অপেক্ষার জন্য বিরক্তি অনুভব করেন তারা এখান থেকে বই সংগ্রহ করে পড়তে পারেন। এতে করে কিছুটা হলেও বিরক্তি অনুভব দূর হবে।

টাঙ্গাইল স্টেশনে আরো অনেক স্মৃতি আছে। আসলে স্টেশন মানেই ট্রেনের জন্য প্রতীক্ষা আর একের পর এক স্মৃতির সাক্ষী হওয়া। একজন মানুষের জীবনে ভ্রমণ আনন্দ কিংবা জীবনের নানা অজানা গল্প তৈরি হয় স্টেশনে। স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষারত অবস্থায় আমরা জীবনের অনেক সময় অতিবাহিত করি। এই সময়টাতেও আমরা অনেক আনন্দ, বেদনার সাক্ষী হই। একজন যাত্রী যখন ট্রেনের জন্য অপেক্ষা করেন, তখন তিনি কারো সাথে গল্প করেন অথবা নিজের অনুভূতি আরেকজনের সাথে শেয়ার করেন অথবা স্টেশনের খাবারের দোকানগুলো থেকে খাবার কিনে খান, ফোন করে পরিবারের মানুষদের জানান যে, আমি স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি- এরকম মুহূর্তগুলো আমাদের অনেকেরই পরিচিত। প্রিয় মানুষদের ফোন করে জানানো, যে আমি স্টেশনে আছি এবং উমুক ট্রেনে বাড়ি ফিরছি, এটা আসলে মর্মস্পর্শী একটি মুহূর্ত। রেলওয়ে স্টেশনে আমাদের জীবনের অনেক স্মৃতি জড়িয়ে থাকে।

ক্যামেরা ডিভাইসস্যামসাং এস ২১ আল্ট্রা
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

স্টেশন মানেই প্রতিক্ষা। আসলেই ভাইয়া স্টেশনে অপেক্ষা করার স্মৃতি অনেক বেশি মধুর হয়। আপনার বাসা যেহেতু টাঙ্গাইল তাই পার্বাতীপুর আসতে গেলেই অনেক স্মৃতি মনের মধ্যে জমা হবে মন খারাপ হবে। আবার পার্বাতীপুর থেকে টাঙ্গাইল যেতে গেলে মন ফুরফুরে হবে এটাই স্বাভাবিক। আপনি অনেক সুন্দর লেখেন। আপনার লেখাকে অনুসরণ করি ভাইয়া।

 10 months ago 

বেশ সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আজ দেখছি। সত্যি কিন্তু রেল স্টেশন মানেই অপেক্ষা। তবে যে যাই বলুক আমার কাছে কিন্তু ট্রেন ভ্রমণ বেশ ভালই লাগে। আপনি খুব সুন্দর করে ট্রেন ভ্রমণের জন্য অপেক্ষার বিষয়টি আমাদের সাথে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো কিন্তু অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

ভাই আমার ও হোম স্টেশন টাংগাইল রেলওয়ে স্টেশন। বাড়ি যাওয়ার জন্য এই স্টেশন দিয়েই যাতায়াত করতে হয়।আপনার পোস্ট দেখে বাড়ির কথা মনে পড়ে গেলো, প্রতিবার সৈয়দপুর আসার সময় এই স্টেশনে অপেক্ষা করতে হয়। অনেক স্মৃতি জড়ানো এই স্টেশন, আপনি অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করছেন ভাই। ফটোগ্রাফি অসাধারণ করছেন। সব সময় ই আপনি সুন্দর ফটোগ্রাফি করেন। অনেক ভালো লাগলো নিজের এলাকা সম্পর্কে আপনার মাধ্যমে জানতে পেরে, অসংখ্য ধন্যবাদ ভাই।

 10 months ago 

টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে আপনার কাটানো সময় এবং আপনার বেশ পুরনো স্মৃতিগুলো আমাদের কাছে শেয়ার করেছেন যা আমাকে বেশ ভালো লাগলো। আপনি সত্যিই বলেছেন রেলওয়ে স্টেশনের অপেক্ষা করার সময় আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি। যদি বন্ধুরা সবাই মিলে থাকি তাহলে এখানে অনেক ঘুরে বেড়াই এরপর স্টেশনের প্লাটফর্মে বসে থাকি এবং বিভিন্ন গল্প গুজব নিয়ে ব্যস্ত থাকি। এছাড়া প্ল্যাটফর্মের আশেপাশে অনেক ধরনের দোকান দেখা যায় এগুলো থেকে আমরা বিভিন্ন রকমের খাবার কিনে খাই এবং ট্রেন আসার অপেক্ষা করতে থাকি। টাঙ্গাইল রেলওয়ে স্টেশনটি বেশ চমৎকার লাগলো আমার কাছে। এখানকার সবথেকে যে বিষয়টি আমার ভালো লেগেছে সেটি হচ্ছে বই পড়ার জন্য কিছু বই সেখানে রয়েছে, যা বেশ কাজে আসে যাত্রীদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি ছবিগুলো বেশ চমৎকার তুলেছেন।

 10 months ago 

বাংলাদেশের উত্তরবঙ্গের একটি অন্যতম রেলওয়ে স্টেশন হলো টাঙ্গাইল রেলওয়ে স্টেশন।টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে আপনি বেশ কয়েকবার ভালো সময় কাটিয়েছেন শুনে অনেক ভালো লাগলো। স্টেশনটি দেখে মনে হচ্ছে বেশ বড় হবে।এ স্টেশন দিয়ে অনেক আন্তঃনগর ট্রেন ঢাকা যাওয়া আসা করে।দারুন একটি পোস্ট উপস্থাপন করেছেন আপনি ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য ভাই।

 10 months ago 

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন আসলেই অতি পরিচিত।ঢাকা থেকে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন হয়ে যখন সৈয়দপুর বা পার্বতীপুর আসি কখনো নেমে দেখা হয়নি সে স্টেশন।আপনি আপনার জীবনের কিছু সময় কাটানো এ স্টেশনে তা তুলে ধরেছেন।আপনি টাঙ্গাইল স্টেশনের প্রতিটি অংশের ছবি তুলেছেন।আমার সব চেয়ে বেশি ভালো লাগলো স্টেশন অণু পাঠাগার এর অংশটি।অনেকেই ট্রেনের অপেক্ষা করতে যেয়ে বিরক্ত হতে পারে,সে সময় বই পড়ে সময় কাটানো যাবে।বই প্রেমিকদের জন্য অনেক ভালো একটি সময় কাটানোর জায়গা।আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট করার জন্য।আমার মতো যারা কখনো টাঙ্গাইল স্টেশনে নামেনি তাদের অনেক কিছু জানা হলো আমার মতো।আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন নিয়ে চমৎকার একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের সাথে আপনার জীবনের সাথে জড়িত বেশ কিছু মুহূর্তের কথা আপনি এখানে উল্লেখ করেছেন। আপনার শেয়ার করা অনুভূতি গুলো থেকেই বোঝা যাচ্ছে এই স্টেশনটির সাথে আপনার অনেক স্মৃতি জড়িত। তবে রেলওয়ে স্টেশনটির যে ব্যাপারটি আমার সবচেয়ে বেশি ভালো লাগলো সেটি হলো এখানকার অনু পাঠাগার এর ব্যবস্থা। আমি এর আগে কখনোই কোন রেলওয়ে স্টেশনে কোনরকম পাঠাগারের ব্যবস্থা দেখিনি। আপনার পোষ্টের মাধ্যমেই টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের এই ভিন্ন রকম একটি পাঠাগার সম্পর্কে জানা হলো। আপনি চমৎকার ফটোগ্রাফি করেছেন। এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভাতিজ কি খবর

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68228.72
ETH 3279.36
USDT 1.00
SBD 2.67