|| গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা মার্বেল খেলা সম্পর্কে কিছু কথা ||

in STEEM FOR TRADITIONNlast year (edited)



আসসালামু আলাইকুম

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আমার সৃজনশীলতা এবং অভিজ্ঞতা দিয়ে একটি পোস্ট উপস্থাপনা করতে যাচ্ছি। আশা করি আমার পোস্ট সকলের অনেক ভালো লাগবে, ইনশাআল্লাহ......



কভার ফটো

20230923_082538.jpg

তো বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক....

IMG_20230923_075424-01.jpeg

IMG_20230923_075607-01.jpeg

গ্রাম অঞ্চলে অনেক খেলায় জনপ্রিয় এবং এই খেলাগুলো এতটাই জনপ্রিয় যে বলে বোঝানোর মত নয় এবং এগুলো দিন দিন বিলুপ্তর পথে কারণ, এখন গ্রামগুলো ধীরে ধীরে শহরে পরিণত হচ্ছে এবং খেলাধুলা আর মাঠে এবং জায়গা পাওয়া যাচ্ছে না তাই বাচ্চারা কোথায় খেলবে এর জন্য আমাদের গ্রাম অঞ্চল থেকে অনেক সুন্দর সুন্দর খেলায় আজ বিলুপ্তর পথে। এই মার্বেল খেলা গ্রামাঞ্চলে অনেক জনপ্রিয় একটি খেলা। এই খেলার গ্রামের আনাচে-কানাচে দেখা যায় এবং ছোট বাচ্চারা বিশেষ করে এই খেলার প্রতি ঝুকিয়ে পড়ে। কারণ তাদের তো বয়স এখন খেলাধুলা করার...

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

IMG_20230923_075752-01.jpegIMG_20230923_075411-01.jpeg
IMG_20230923_080003-01.jpegIMG_20230923_075752-01.jpeg
এই মার্বেল ছোট থাকতে আমিও প্রচুর খেলতাম এবং এই মার্বেল খেলা সম্পর্কে আমার জীবনে একটি ঘটনা রয়েছে। আমার কাছে এ মার্বেল এখনো প্রায় এক থেকে দুই জারকিনের মত রয়েছে। আরো অনেক ছিল কিন্তু আমার আব্বু একদিন রাগ করে অনেক মার্বেল ফেলে দিয়েছে বাহিরে। কারন আমরা যখন ছোট ছিলাম বেশিরভাগ সময় এই মার্বেল খেলতাম এবং আরো অন্যান্য খেলার সঙ্গে জড়িত ছিলাম। আমাদের বাসার পিছনে একটি বাঁশ বাগান ছিল সবাই একসঙ্গে ওখানে এসে আমরা এ মার্বেল খেলতাম। এবং আমাদের ওখানে দিনে প্রায় দুই তিনশো পাঁচশো এরকম মার্বেলের মতো একজন হেরে যেত। কারন আমরা যখন এগুলো খেলতাম তখন একজন ৫০০-১০০ করে মার্বেল নিয়ে যেতাম কারণ ওখানে আমরা সব ধরনের খেলায় খেলতাম বিশেষ করে আপনারা দৃশ্যের মধ্যে যেটি দেখতে পারতেছেন এগুলো বেশি খেলতাম আমাদের এলাকায় এই খেলাগুলোকে গাইবাচুড় বলা হয়ে থাকে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

IMG_20230923_075529-01.jpeg

এই খেলাটির নিয়ম ছিল এখানে সর্বনিম্ন চারজন থেকে শুরু করে ১০-১২ জন পর্যন্ত খেলা যায়। খেলা শুরু করার আগে সবাই এখানে দুটা এবং তিনটা করে এখানে মার্বেল বসিয়ে থাকে। তারপর একটু দূর থেকে সবাই তাদের একটা করে মার্বেল ঘরের মধ্যে চালবে এবং এই ঘরের সবচেয়ে দূরে যার মার্বেল থাকবে সে ফাস্ট হবে এবং সে আগে খেলবে। এভাবে খেলা শুরু হয় এবং তারপর ধীরে ধীরে বাকিগুলো তাদের মত খেলা শুরু করে এবং এখানে গাইয়ের সবচেয়ে বেশি পাওয়ার ছিল যদি গাই কেউ বাহির করতে পারে তাহলে সব মার্বেল সে পাবে। সবচেয়ে কঠিন হয় যখন অনেকগুলো মার্বেল থাকে তখন গাইকে বাহির করা এতটা সহজ হয় না কিন্তু এখন মার্বেল কম থাকায় গাইকে বাহির করতে অনেকটা সহজ হয়ে যায়।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

IMG_20230923_075723-01.jpeg

সবচেয়ে মজার বিষয় হলো আমাদের এলাকায় এখনো আমরা মাঝে মাঝে দেখতে পাই এই মার্বেল খেলা। আর এখনো প্রায় বড় থেকে ছোট সবাই একসঙ্গে এই মার্বেল খেলতে অনেক বেশি পছন্দ করে তাই তো আপনার এখানে দেখতে পাচ্ছেন মার্বেল খেলা অনেকেই দাঁড়িয়ে দেখতেছে। একটা কথা কি আমি এক লোকের কাছে শুনেছিলাম খেলাধুলা করার কখনো বয়স শেষ হয় না আসলেই ঠিক খেলাধুলার কখনো বয়স হয় না। খেলাধুলা আমাদের মন এবং মস্তিষ্ক দুটো দিয়েই খেলতে হয় তাহলে আমরা ঐ খেলাটি উপভোগ করতে পারি মনের মতো করে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

IMG_20230923_075308-01.jpegIMG_20230923_084111.jpg
দৃশ্যের মধ্যে আপনারা যাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখতেছেন তারাও মার্বেল খেলে থাকে এবং এখানে তিনজন বড় আছে এরা আগে মার্বেল খেলতো তাদেরও কাছে এখনো অনেকগুলো করে মার্বেল রয়েছে। আমার মার্বেলগুলো যে আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, না হলে আপনাদের প্রমাণ করে দিতাম যে আমরা আসলে ছোট থাকতে কি রকম মার্বেল খেলতাম এবং আমাদের কাছে এখনো কতো গুলো করে মার্বেল রয়েছে যা বলে বোঝানোর মত নয়। তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের শরীরের খেয়াল রাখুন, দেখা হবে আগার্মী কোন এক নতুন গল্পে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

IMG_20230923_075658-01.jpeg



ডিভাইসরিলেলমি ছি ১২
ফটোগ্রাফার@rimon03
বিষয়ফটোগ্রাফি
লোকেশনবাংলাদেশ




আমার পোস্টটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ❤️...

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সবাইকে
...
🧡🧡🧡


E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

Sort:  
 last year 

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মার্বেল খেলা সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন। এই মার্বেল খেলার সাথে আমার নিজেরও অনেক স্মৃতি রয়েছে। ছোটবেলায় খুবই মার্বেল খেলতাম। মাদ্রাসা থেকে বাড়ি আসলেই মার্বেল নিয়ে বন্ধুদের সঙ্গে খেলতে দৌড় দিতাম। আপনি যে খেলাটি শেয়ার করেছেন এই খেলাটি আমাদের এইদিকেও গাই বাছুর বলা হয়। খেলাটির পদ্ধতি আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। তবে এখন আর এরকম মার্বেল খেলা দেখাই যায় না, হঠাৎ করে দেখা মেলে। যাইহোক আপনার পোস্টি পড়ে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য

 last year 

ধন্যবাদ

 last year 

ভাইয়া এই খেলাটি শুধু গ্রামে নয় শহরেও এর প্রচলন ছিল একসময়। ছেলেবেলায় মার্বেল খেলায় মেতে উঠতো ছেলেদের দল। আর এই মার্বেল খেলার জন্য জমিয়ে রাখা হতো অনেক মার্বেল। অনেক ঐতিহ্যবাহী এবং লোভনীয় একটি খেলা নিয়ে আজ আপনি পোস্ট করলেন। ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ

 last year (edited)

Sorry

 last year 

মার্বেল খেলা আমাদের সময় অনেক মজার একটি খেলা ছিল। আমরা আগে প্রতিদিন মার্বেল খেলতাম। আমরা সবাই মিলে বিকেল বেলা এক জায়গায় হয়ে মার্বেল খেলা নিয়ে ব্যস্ত থাকতাম। এখন এই মার্বেল খেলা আর তেমন দেখা যায় না। এখন সবাই মোবাইলে বিভিন্ন রকম খেলা নিয়ে ব্যাস্ত থাকে। কিন্তু আমাদের সময় আমরা এই মার্বেল নিয়ে বেশ সময় কাটাতাম। আমার আগে অনেক মার্বেল ছিল। আমি মার্বেল খেলতে বেশ পছন্দ করতাম। আগে আমরা যখন মার্বেল খেলতাম তখন আমাদের বাড়ি থেকে এই খেলাটি খেলতে নিষেধ করত। কারন আমরা এত পরিমান মার্বেল খেলতাম তারা রাগ হয়ে যেত। আমার অনেক মার্বেল বাড়ি থেকে নিয়ে পুকুরে ফেলে দিয়েছিল।ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাই এরকম সুন্দর একটি মন্তব্য করার জন্য

 last year 

আপনার পোস্টটি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেলো। ছোটবেলায় আমিও অনেক মার্বল কজেলেছি আমার কয়েকশো মার্বেল ছিলো। আমার আম্মুর ভয়ে সেগুলো লুকিয়ে রাখতাম। মার্বেল খেলার জন্য অনেকদিন স্কুল ফাকি দিয়েছি ও আম্মুর হাতে মারও খেয়েছি। সেই সোনালী দিনগুলোই ভালো ছিলো। যদি আবার ফিরে পেতাম। মার্বেল খেলা নিয়ে চমৎকার একটি পোস্ট উপস্থাপন করেছেন।

 last year 

ধন্যবাদ ভাই

 last year 

মার্বেল খেলা নিয়ে দারুণ উপস্থাপন করছেন ভাই, ছোট বেলায় মার্বেল খেলতাম আপনার পোস্ট এর মাধ্যমে সেই স্মৃতি মনে পরে গেলো। স্কুল ফাঁকি দিয়ে চলে যেতাম মার্বেল খেলতে। মার্বেল খেলা বাচ্চাদের পছন্দের খেলা। বিকাল হলেই গ্রামে এই খেলা দেখতে পাওয়া যায়। তবে আধুনিকতার ছোঁয়া সব কিছু বদলে দিয়েছে, নতুন প্রজন্ম এই খেলা সম্পর্কে খুব একটা জানবে না, তারা ভার্চুয়াল জগতের সাথে আকৃষ্ট হয়ে গেছে। আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন ভাই, ফটোগ্রাফি অসাধারণ হয়েছে, অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 last year 

ধন্যবাদ

 last year 
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

 last year 

Thank you

 last year 

গ্রাম অঞ্চলে প্রায় দেখা যেতো মার্বেল খেলা।আমিও ছোট বেলায় প্রায় মার্বেল খেলতাম তবে সব সময় খেলতামনা।আমার বাসায় অনেক গুলো মার্বেল ছিলো,আব্বু এবং ভাইয়া নতুন মার্বেল কিনে এনে দিতো।এখানো আছে সে মার্বেল সেগুলো দেখলে পুরোনো স্মৃতি মনে পরে যায়।আপনি অনেক সুন্দর করে বিস্তারিত উপস্থাপন করেছেন মার্বেল খেলার নিয়ম।আপনাকে ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন।আপনার ফটোগ্রাফি সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ

 last year 

মার্বেল খেলাটি সকলের কাছে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি খেলা। ছোটবেলায় অনেক মার্বেল খেলতাম কিন্তু বর্তমান সময়ে এই খেলাটি তেমন আর দেখা যায় না। মার্বেল খেলাটি কোন কোন জায়গায় কড়ি খেলা নামে পরিচিত । তবে আমাদের এলাকায় মার্বেল খেলাটিকে গুলি খেলা নামে সকলেই চিনে থাকেন। তবে মার্বেল খেলাটি সমান জায়গায় খেলতে হয়। এই খেলায় কয়েক ধরনের খেলা যায়। মার্বেল খেলাটি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন ভাই।

 last year 

ধন্যবাদ

 last year 

চমৎকার একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। মার্বেল খেলা আমাদের শৈশবের ফেলে আসা ওইসব স্মৃতি গুলোর মধ্যে একটি স্মৃতি। আমিও ছোটবেলায় অনেক মার্বেল খেলেছি। তবে আপনি যে খেলাটির কথা উল্লেখ করেছেন সেই খেলাটিকে আমাদের এলাকায় ডন বলা হয়। এখন আমাদের এলাকার বাচ্চাদের আর আগের মত মার্বেল দিয়ে খেলতে দেখিনা। আগে আমরা সমবয়সীরা সবাই মিলে মার্বেল খেলতাম। মার্বেল দিয়ে বেশ কয়েক ধরনের খেলা খেলতাম আমরা। আপনার পোস্টের মাধ্যমে ফেলে আসা সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল ভাই। এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62067.61
ETH 2414.80
USDT 1.00
SBD 2.57